ETV Bharat / city

Mamata Banerjee পার্থর অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ে কি যাবেন মমতা, উত্তরের অপেক্ষায় বেহালা - শিক্ষক নিয়োগ দুর্নীতি

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অনুপস্থিতিতে তাঁর কার্যালয় 'ম্যান্টান'-এ কি যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ প্রতি বছর 14 অগস্ট সেখানে যান মমতা ৷ এবারও সেই সূচিতে কোনও বদল হবে না বলেই দাবি সূত্রের ৷

all eyes on Mamata Banerjee programme at Partha Chatterjee office
Mamata Banerjee পার্থর অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ে কি যাবেন মমতা, উত্তরের অপেক্ষায় বেহালা
author img

By

Published : Aug 12, 2022, 7:30 PM IST

কলকাতা, 12 অগস্ট: প্রতি বছর 'নিয়ম করে' স্বাধীনতা দিবসের আগের দিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে 'ম্যান্টান'-এ যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ 'ম্যান্টান' হল একটি ভবনের নাম ৷ এই ভবনেই কার্যালয় রয়েছে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ৷ এখন তিনি জেলবন্দি ৷ এই প্রেক্ষাপটে সকলেরই প্রশ্ন, এবারও কি 14 অগস্ট ম্যান্টানে যাবেন মমতা ? তৃণমূল সুত্রে খবর, সেই সম্ভাবনা প্রবল ! কারণ, পার্থর গ্রেফতারিতে এত দিনের অভ্যেস বদলাতে রাজি নন মুখ্যমন্ত্রী ৷

তৃণমূল সূত্রে এই ইঙ্গিত মেলার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাব্য কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ সকলেই জানতে চান, ওই অনুষ্ঠানে যোগ দিয়ে, বেহালায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কি আদৌ কোনও মন্তব্য করবেন মমতা ? নাকি এড়িয়ে যাবেন প্রসঙ্গ ? নাকি, শেষ মুহূর্তে বাতিল করবেন অনুষ্ঠান ?

আরও পড়ুন: Amit Malviya Tweet তৃণমূলের কর্মী, মন্ত্রীদের টুইটে সাবধানবাণী অমিতের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তিনি এখনও বেহালা পশ্চিমের বিধায়ক ৷ ওয়াকিবহাল মহল বলছে, পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া রাশি রাশি টাকা, সোনা এবং একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া একাধিক সম্পত্তি প্রাক্তন মন্ত্রীকে বেকায়দায় ফেলে দিয়েছে ৷ এই দুর্বিপাক থেকে উদ্ধার পাওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব ৷

যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কারণে দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে তিনি যে আর তৃণমূল কংগ্রেসের টিকিট পাচ্ছেন না, সেটা একপ্রকার নিশ্চিত ৷ এই অবস্থায় 14 অগস্টের সান্ধ্য অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন করে কারও নাম উস্কে দেবেন ? আগামিদিনে এই কেন্দ্রে কে তৃণমূলের প্রার্থী হতে পারেন, সেই আভাস কি দেবেন মমতা ? পাশাপাশি, পার্থর অনুপস্থিতিতে বেহালা পশ্চিমের মানুষ যাতে তাঁদের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কি না, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের ৷

কলকাতা, 12 অগস্ট: প্রতি বছর 'নিয়ম করে' স্বাধীনতা দিবসের আগের দিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে 'ম্যান্টান'-এ যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ 'ম্যান্টান' হল একটি ভবনের নাম ৷ এই ভবনেই কার্যালয় রয়েছে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ৷ এখন তিনি জেলবন্দি ৷ এই প্রেক্ষাপটে সকলেরই প্রশ্ন, এবারও কি 14 অগস্ট ম্যান্টানে যাবেন মমতা ? তৃণমূল সুত্রে খবর, সেই সম্ভাবনা প্রবল ! কারণ, পার্থর গ্রেফতারিতে এত দিনের অভ্যেস বদলাতে রাজি নন মুখ্যমন্ত্রী ৷

তৃণমূল সূত্রে এই ইঙ্গিত মেলার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাব্য কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ সকলেই জানতে চান, ওই অনুষ্ঠানে যোগ দিয়ে, বেহালায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কি আদৌ কোনও মন্তব্য করবেন মমতা ? নাকি এড়িয়ে যাবেন প্রসঙ্গ ? নাকি, শেষ মুহূর্তে বাতিল করবেন অনুষ্ঠান ?

আরও পড়ুন: Amit Malviya Tweet তৃণমূলের কর্মী, মন্ত্রীদের টুইটে সাবধানবাণী অমিতের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তিনি এখনও বেহালা পশ্চিমের বিধায়ক ৷ ওয়াকিবহাল মহল বলছে, পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া রাশি রাশি টাকা, সোনা এবং একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া একাধিক সম্পত্তি প্রাক্তন মন্ত্রীকে বেকায়দায় ফেলে দিয়েছে ৷ এই দুর্বিপাক থেকে উদ্ধার পাওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব ৷

যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কারণে দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে তিনি যে আর তৃণমূল কংগ্রেসের টিকিট পাচ্ছেন না, সেটা একপ্রকার নিশ্চিত ৷ এই অবস্থায় 14 অগস্টের সান্ধ্য অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন করে কারও নাম উস্কে দেবেন ? আগামিদিনে এই কেন্দ্রে কে তৃণমূলের প্রার্থী হতে পারেন, সেই আভাস কি দেবেন মমতা ? পাশাপাশি, পার্থর অনুপস্থিতিতে বেহালা পশ্চিমের মানুষ যাতে তাঁদের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী কোনও বার্তা দেন কি না, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.