কলকাতা, 31 মার্চ: আগামীকাল দ্বিতীয় দফা ভোট ৷ চার জেলা, যথাক্রমে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় সকাল সকাল ভোটের লাইনে দাঁড়নোই ভালো ৷ আবহাওয়া দফতর বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপের চেয়ে দ্রুত বাড়বে তাপমাত্রা ৷ পাঁচ জেলায় চলবে তাপপ্রবাহ ৷
গত কয়েকদিনে অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ । এই পরিস্থিতি থেকে রেহাই পেতে বৃষ্টির আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর । আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে । অস্বস্তিকর কষ্টদায়ক গরমের অনুভূতি থাকবে । তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । পশ্চিমের জেলাগুলোতে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আজ ও আগামীকাল তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।
উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ হালকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । পশ্চিম দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তার প্রভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ।
আরও পড়ুন: দক্ষিণে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি
তবে পশ্চিমের জেলাগুলিতে 48 ঘণ্টা পর দমকা হাওয়ার দাপটের সম্ভাবনা রয়েছে । তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আলিপুর আবহাওয়া দফতর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই সময় দক্ষিণবঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকেই বাতাস প্রবেশ করছে । উত্তর-পশ্চিম দিক থেকে গরম বাতাস প্রবেশ করার জন্যই দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর গরম পরিস্থিতি তৈরি হয়েছে ।
কলকাতাতেও আগামী 24 ঘণ্টায় অস্বস্তিকর গরমের অনুভূতি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.0 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ 38 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ পরিমাণ হতে পারে 88 শতাংশ ।