ETV Bharat / city

Roma Jhawar Abduction Case : সঙ্গীকে খুনে যাবজ্জীবন অপহরণকারী গুঞ্জনের - যাবজ্জীবন কারাদণ্ড

রোমা ঝাওয়ার অপহরণ মামলায় অরবিন্দ প্রসাদ খুনে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল গুঞ্জন ঘোষ ৷ সোমবার হল সাজা ঘোষণা ৷ আলিপুর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে ৷

Alipore Court sentenced life imprisonment for Gunjan Ghosh in Roma Jhawar Abduction Case
Roma Jhawar Abduction Case : সঙ্গীকে খুন করে যাবজ্জীবন অপহরণকারী গুঞ্জন ঘোষের
author img

By

Published : Sep 13, 2021, 8:35 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : রোমা ঝাওয়ার (Roma Jhawar) অপহরণ মামলায় সোমবার সাজা ঘোষণা করল আলিপুর আদালত ৷ দোষী গুঞ্জন ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন বিচারক ৷ গত 9 সেপ্টেম্বর এই মামলায় গুঞ্জন ঘোষকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত ৷

আরও পড়ুন : Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

উল্লেখ্য, 2004 সালে মুক্তিপণ আদায়ের ছক কষে সল্টলেক থেকে রোমা ঝাওয়ারকে অপহরণ করা হয় ৷ পরবর্তীতে, 20 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ সেই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে পরবর্তী সময়ে খুন হয়ে যান অরবিন্দ প্রসাদ নামে এক যুবক ৷ তাঁকে গুলি করে খুন করে বাইপাস সংলগ্ন সায়েন্স সিটির কাছে ফেলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

সেই ঘটনায় গুঞ্জন-সহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল ৷ অপর তিনজন অভিযুক্ত হল গুড্ডু যাদব, মুন্না সিং ও মুকেশ সিং ৷ 2005 সালেই পুলিশ তদন্ত শেষ করে আলিপুর আদালতে এই মামলার চার্জশিট পেশ করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় ৷ মামলায় 28 জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয় ৷ এ দিকে, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সাক্ষ্য গ্রহণ চলতে চলতেই মারা যান তদন্তকারী আধিকারিক ৷ ডিএসপি পদমর্যাদার ওই আধিকারিকের নাম আবদুর রশিদ ৷ গত বছর মারা যান তিনি ৷ পাশাপাশি বেশ কয়েকজন বিচারক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এই মামলার রায়দান এতদিন আটকে ছিল ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : রোমা ঝাওয়ার (Roma Jhawar) অপহরণ মামলায় সোমবার সাজা ঘোষণা করল আলিপুর আদালত ৷ দোষী গুঞ্জন ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন বিচারক ৷ গত 9 সেপ্টেম্বর এই মামলায় গুঞ্জন ঘোষকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত ৷

আরও পড়ুন : Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

উল্লেখ্য, 2004 সালে মুক্তিপণ আদায়ের ছক কষে সল্টলেক থেকে রোমা ঝাওয়ারকে অপহরণ করা হয় ৷ পরবর্তীতে, 20 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ সেই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে পরবর্তী সময়ে খুন হয়ে যান অরবিন্দ প্রসাদ নামে এক যুবক ৷ তাঁকে গুলি করে খুন করে বাইপাস সংলগ্ন সায়েন্স সিটির কাছে ফেলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

সেই ঘটনায় গুঞ্জন-সহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল ৷ অপর তিনজন অভিযুক্ত হল গুড্ডু যাদব, মুন্না সিং ও মুকেশ সিং ৷ 2005 সালেই পুলিশ তদন্ত শেষ করে আলিপুর আদালতে এই মামলার চার্জশিট পেশ করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় ৷ মামলায় 28 জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয় ৷ এ দিকে, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সাক্ষ্য গ্রহণ চলতে চলতেই মারা যান তদন্তকারী আধিকারিক ৷ ডিএসপি পদমর্যাদার ওই আধিকারিকের নাম আবদুর রশিদ ৷ গত বছর মারা যান তিনি ৷ পাশাপাশি বেশ কয়েকজন বিচারক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এই মামলার রায়দান এতদিন আটকে ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.