ETV Bharat / city

Agitation in KMC: বকেয়া মেটানোর দাবিতে গণছুটি নিয়ে আন্দোলনে কেএমসি-র একাংশ কর্মী - কেএমসি ক্লার্কস ইউনিয়ন

গণছুটিতে গিয়ে আন্দোলন কলকাতা পৌরনিগমের একাংশ কর্মচারীর (Agitation in KMC by Left Workers Union for Their Demands) ৷ মূলত বামপন্থী কর্মী সংগঠনের তরফেই এই আন্দোলন করা হয় ৷ যেখানে একাধিক দাবিতে এ দিন পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে অবস্থান বিক্ষোভ করা হয় ৷

agitation-in-kmc-by-left-workers-union-for-their-demands
agitation-in-kmc-by-left-workers-union-for-their-demands
author img

By

Published : Jun 15, 2022, 5:26 PM IST

কলকাতা, 15 জুন: বকেয় প্রাপ্যের দাবিতে কলকাতা পৌরনিগমের বামপন্থী কর্মচারী সংগঠনের তরফে আন্দোলন (Agitation in KMC by Left Workers Union for Their Demands) ৷ পৌরনিগমের বিভিন্ন দফতরের একাংশ কর্মচারী এ দিন গণ ছুটি নিয়ে কেএমসি’র কেন্দ্রীয় ভবনে বিক্ষোভ-মিছিল করেন ৷ তাঁদের দাবি, পৌরনিগমের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে ৷

পূর্বঘোষণা অনুযায়ী, এ দিন দুপুরে কলকাতা পৌরনিগমের বিভিন্ন দফতরের কর্মীরা সেন্ট্রাল ভবনের সব বিভাগে মিছিল করেন ৷ এর পর পৌরনিগমের লনে বসে পড়েন তাঁরা ৷ সেখানেই অবস্থান-বিক্ষোভ করেন বামপন্থী কেএমসি ক্লার্কস ইউনিয়নের কর্মীরা ৷ তাঁদের মূলত দাবি, রাজ্য সরকারের হেলথ স্কিম নয়, পৌরনিগমের কর্মচারীদের আলাদা হেলথ স্কিম চালু করতে হবে ৷ সেই সঙ্গে যে সকল কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন বকেয়া রয়েছে তা মিটিয়ে দিতে হবে ৷ এমনকি অনেকের পেনশন বকেয়া রয়েছে ৷ সেই পেনশনও মিটিয়ে দিতে হবে ৷ পাশাপাশি, পৌরনিগমের কর্মীদের জন্য এলটিসি চালু করতে হবে ৷ আদালতের রায় মেনে তিনমাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা ৷

আরও পড়ুন : Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

কেএমসি ক্লার্কস ইউনিয়নের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সময় চাইলেও পেতেন না ৷ শেষমেশ যদিও সময় দেওয়া হয়, সেখানে আলোচনার পর যেটুকু প্রতিশ্রুতি কর্তৃপক্ষ দিয়েছিল ৷ তা পালন করার কোনওরকম পদক্ষেপ তারা গ্রহণ করেনি বলে অভিযোগ ৷ এছাড়াও কর্মচারীদের তরফ থেকে যে সমস্ত দাবি রাখা হয়েছিল, তাও মেটানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ এই অবস্থায় এই প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিক-কর্মচারীরা ৷ আগামী দিনে দাবি আদায় না হলে, ফের বড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন বলে জানান সংগঠনের সম্পাদক ৷

কলকাতা, 15 জুন: বকেয় প্রাপ্যের দাবিতে কলকাতা পৌরনিগমের বামপন্থী কর্মচারী সংগঠনের তরফে আন্দোলন (Agitation in KMC by Left Workers Union for Their Demands) ৷ পৌরনিগমের বিভিন্ন দফতরের একাংশ কর্মচারী এ দিন গণ ছুটি নিয়ে কেএমসি’র কেন্দ্রীয় ভবনে বিক্ষোভ-মিছিল করেন ৷ তাঁদের দাবি, পৌরনিগমের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে ৷

পূর্বঘোষণা অনুযায়ী, এ দিন দুপুরে কলকাতা পৌরনিগমের বিভিন্ন দফতরের কর্মীরা সেন্ট্রাল ভবনের সব বিভাগে মিছিল করেন ৷ এর পর পৌরনিগমের লনে বসে পড়েন তাঁরা ৷ সেখানেই অবস্থান-বিক্ষোভ করেন বামপন্থী কেএমসি ক্লার্কস ইউনিয়নের কর্মীরা ৷ তাঁদের মূলত দাবি, রাজ্য সরকারের হেলথ স্কিম নয়, পৌরনিগমের কর্মচারীদের আলাদা হেলথ স্কিম চালু করতে হবে ৷ সেই সঙ্গে যে সকল কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন বকেয়া রয়েছে তা মিটিয়ে দিতে হবে ৷ এমনকি অনেকের পেনশন বকেয়া রয়েছে ৷ সেই পেনশনও মিটিয়ে দিতে হবে ৷ পাশাপাশি, পৌরনিগমের কর্মীদের জন্য এলটিসি চালু করতে হবে ৷ আদালতের রায় মেনে তিনমাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা ৷

আরও পড়ুন : Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

কেএমসি ক্লার্কস ইউনিয়নের সম্পাদক অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সময় চাইলেও পেতেন না ৷ শেষমেশ যদিও সময় দেওয়া হয়, সেখানে আলোচনার পর যেটুকু প্রতিশ্রুতি কর্তৃপক্ষ দিয়েছিল ৷ তা পালন করার কোনওরকম পদক্ষেপ তারা গ্রহণ করেনি বলে অভিযোগ ৷ এছাড়াও কর্মচারীদের তরফ থেকে যে সমস্ত দাবি রাখা হয়েছিল, তাও মেটানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ এই অবস্থায় এই প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিক-কর্মচারীরা ৷ আগামী দিনে দাবি আদায় না হলে, ফের বড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন বলে জানান সংগঠনের সম্পাদক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.