ETV Bharat / city

আন্দোলনে সিদ্ধান্ত বদল, সব রোগীর চিকিৎসা চালু মেডিকেলে

author img

By

Published : Jul 9, 2020, 7:10 PM IST

গত 1 জুলাই থেকে হাসপাতালে আন্দোলন শুরু করে জুনিয়র ডাক্তাররা ৷ 3 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ৷ গঠিত হয় এক্সপার্ট কমিটি ৷ কমিটির রিপোর্টের ভিত্তিতে নয়া নির্দেশ দিল সরকার ৷

movement of junior doctor at CMCH
মেডিকেল কলেজ

কলকাতা, 9 জুলাই: আন্দোলনের জেরে সিদ্ধান্ত বদল সরকারের । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা চালুর নির্দেশ দিল কর্তৃপক্ষ । দাবি পূরণ হওয়ায় 9 দিনের মাথায় আন্দোলন প্রত্যাহার করলেন এই মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডাক্তার, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা ।

গত 7 মে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এরপর থেকে এখানে অন্য সব রোগের চিকিৎসা বন্ধ রাখা হয় । COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসাও যাতে চালু হয়, মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন, প্রশিক্ষণ যাতে শুরু হয়, মূলত এই দুই দাবিতে গত 1 জুলাই থেকে হাসপাতালে আন্দোলন শুরু হয় ৷ অবস্থান বিক্ষোভ শুরু করেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডাক্তার, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা । আন্দোলন জোরদার করতে গত 2 জুলাইয়ে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়েন আন্দোলনকারীরা । ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন জারি রাখেন তাঁরা । এই পরিস্থিতিতে গত 3 জুলাই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা । বৈঠকে এক্সপার্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় । কমিটিতে আন্দোলনরতদের তরফে দুজন প্রতিনিধিকে রাখা হয় । 6 জুলাই এক্সপার্ট কমিটি হাসপাতাল পরিদর্শনে আসবে বলে জানায় স্বাস্থ্যভবন । COVID-19 রোগীদের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব কি না তা খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয় ।

অবশেষে মঙ্গলবার, 7 জুলাই হাসপাতালে পরিদর্শনে আসে এক্সপার্ট কমিটি । গতকাল, বুধবার ফের হাসপাতাল পরিদর্শনে আসে কমিটি । এরপর আন্দোলনকারীদের তরফে জানানো হয়, এক্সপার্ট কমিটি রিপোর্ট পেশ করেছে স্বাস্থ্য দপ্তরে ৷ যেখানে বলা হয়েছে, এই মেডিকেল কলেজ ও হাসপাতালের MCH, Ezra, DHB, SCLI এই চারটি বিল্ডিং COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত নয় । এখানে অন্য রোগীদের ভরতি করা যেতে পারে । শুধুমাত্র এই চার বিল্ডিংই নয় । CB বিল্ডিং পরিকাঠামোগতভাবে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত হলেও এই বিল্ডিংয়ে কোরোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে । যেহেতু এখানেই রয়েছে ইমারজেন্সি ভবন । ট্রমা, সার্জারি, অর্থোপেডিক সহ আপৎকালীন অপারেশন থিয়েটারও রয়েছে এখানে । এই বিল্ডিংয়ে আদৌ COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব কি না, তা বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে ।

কলকাতা, 9 জুলাই: আন্দোলনের জেরে সিদ্ধান্ত বদল সরকারের । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা চালুর নির্দেশ দিল কর্তৃপক্ষ । দাবি পূরণ হওয়ায় 9 দিনের মাথায় আন্দোলন প্রত্যাহার করলেন এই মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডাক্তার, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা ।

গত 7 মে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এরপর থেকে এখানে অন্য সব রোগের চিকিৎসা বন্ধ রাখা হয় । COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসাও যাতে চালু হয়, মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন, প্রশিক্ষণ যাতে শুরু হয়, মূলত এই দুই দাবিতে গত 1 জুলাই থেকে হাসপাতালে আন্দোলন শুরু হয় ৷ অবস্থান বিক্ষোভ শুরু করেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডাক্তার, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা । আন্দোলন জোরদার করতে গত 2 জুলাইয়ে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়েন আন্দোলনকারীরা । ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন জারি রাখেন তাঁরা । এই পরিস্থিতিতে গত 3 জুলাই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা । বৈঠকে এক্সপার্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় । কমিটিতে আন্দোলনরতদের তরফে দুজন প্রতিনিধিকে রাখা হয় । 6 জুলাই এক্সপার্ট কমিটি হাসপাতাল পরিদর্শনে আসবে বলে জানায় স্বাস্থ্যভবন । COVID-19 রোগীদের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব কি না তা খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয় ।

অবশেষে মঙ্গলবার, 7 জুলাই হাসপাতালে পরিদর্শনে আসে এক্সপার্ট কমিটি । গতকাল, বুধবার ফের হাসপাতাল পরিদর্শনে আসে কমিটি । এরপর আন্দোলনকারীদের তরফে জানানো হয়, এক্সপার্ট কমিটি রিপোর্ট পেশ করেছে স্বাস্থ্য দপ্তরে ৷ যেখানে বলা হয়েছে, এই মেডিকেল কলেজ ও হাসপাতালের MCH, Ezra, DHB, SCLI এই চারটি বিল্ডিং COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত নয় । এখানে অন্য রোগীদের ভরতি করা যেতে পারে । শুধুমাত্র এই চার বিল্ডিংই নয় । CB বিল্ডিং পরিকাঠামোগতভাবে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত হলেও এই বিল্ডিংয়ে কোরোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে । যেহেতু এখানেই রয়েছে ইমারজেন্সি ভবন । ট্রমা, সার্জারি, অর্থোপেডিক সহ আপৎকালীন অপারেশন থিয়েটারও রয়েছে এখানে । এই বিল্ডিংয়ে আদৌ COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব কি না, তা বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.