ETV Bharat / city

Kolkata Metro Rail: এবার মেট্রোর জানালাতেও ব্র্যান্ডিংয়ের ছোঁয়া - এবার ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মেট্রোর জানালাতেও

উপার্জন বাড়াতে এবার বিজ্ঞাপনের অভিনব পথ বাছল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Advertisement on windows of Metro Track in Kolkata) ৷ মেট্রো রেলের জানালার উপরের ফাঁকা জায়গাতেও বিজ্ঞাপন দেবে বেসরকারি সংস্থা ৷ একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন দেখা যাবে মেট্রোয় ৷

Kolkata Metro Rail
এবার ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মেট্রোর জানালাতেও
author img

By

Published : Sep 6, 2022, 11:00 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: ধীরে ধীরে বাড়ছে মেট্রো ব্রান্ডিংয়ের পরিসর। মেট্রো স্মার্ট কার্ড থেকে শুরু করে সবেতেই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া। এবার রেকের জানালার উপরের ফাঁকা অংশে লাগতে চলেছে বিজ্ঞাপন (Advertisement on windows of Metro Track in Kolkata। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর-সহ কলকাতা মেট্রোর একাধিক স্টেশনকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ।

আপাতত নর্থ সাউথ মেট্রো করিডোরের তিনটি রেককে এই জন্য বেছে নেওয়া হয়েছে ব্যান্ডিংয়ের জন্য । একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে এই খালি অংশটি। ইতিমধ্যেই বেসকারি হাসপাতালের সঙ্গে চুক্তিও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এর আগে স্মার্ট কার্ড, হ্যান্ডেল, অটোম্যাটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, লাইন লাগোয়া দেওয়াল সবেতেই বিজ্ঞাপন লাগাবার ব্যবস্থা করা হয়েছে। এতে যেমন লাভবান হয়েছে মেট্রো তেমনই বেসরকারি সংস্থা তাদের বিজ্ঞাপন দিতে ও জনসংযোগ বাড়াতেও এগিয়ে এসেছে।

আরও পড়ুন: এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন

ঠিক একই ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলির ক্ষেত্রেও ব্র্যান্ডিং করা হয়েছে । করোনাকালে প্রথম ও দ্বিতীয় লকডাউনের জেরে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয় ভিড়ও ছিল অনেকটাই কম। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখন আবার ফিরেছে আগের ছন্দে । তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে মেট্রো কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে। এর ফলে বার্ষিক আয়ও বাড়বে অনেকটাই। এটাই প্রথময় নয় এর আগেও মেট্রোরেলের প্ল্যাটফর্মেও ব্যান্ডিং করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷ যাত্রী ভাড়া না বাড়িয়েও রেলের আয় বাড়াতেই এই উদ্যোগ ৷ মূলত কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো রেল ৷ পাশাপাশি প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ৷ তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে ৷ তাই এই বেসরকারি সংস্থা তাঁদের জনসংযোগ বাড়াতে মেট্রো রেলের মতো মাধ্যম ব্যবহার করছে ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: ধীরে ধীরে বাড়ছে মেট্রো ব্রান্ডিংয়ের পরিসর। মেট্রো স্মার্ট কার্ড থেকে শুরু করে সবেতেই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া। এবার রেকের জানালার উপরের ফাঁকা অংশে লাগতে চলেছে বিজ্ঞাপন (Advertisement on windows of Metro Track in Kolkata। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর-সহ কলকাতা মেট্রোর একাধিক স্টেশনকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ।

আপাতত নর্থ সাউথ মেট্রো করিডোরের তিনটি রেককে এই জন্য বেছে নেওয়া হয়েছে ব্যান্ডিংয়ের জন্য । একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে এই খালি অংশটি। ইতিমধ্যেই বেসকারি হাসপাতালের সঙ্গে চুক্তিও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এর আগে স্মার্ট কার্ড, হ্যান্ডেল, অটোম্যাটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, লাইন লাগোয়া দেওয়াল সবেতেই বিজ্ঞাপন লাগাবার ব্যবস্থা করা হয়েছে। এতে যেমন লাভবান হয়েছে মেট্রো তেমনই বেসরকারি সংস্থা তাদের বিজ্ঞাপন দিতে ও জনসংযোগ বাড়াতেও এগিয়ে এসেছে।

আরও পড়ুন: এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন

ঠিক একই ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলির ক্ষেত্রেও ব্র্যান্ডিং করা হয়েছে । করোনাকালে প্রথম ও দ্বিতীয় লকডাউনের জেরে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয় ভিড়ও ছিল অনেকটাই কম। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখন আবার ফিরেছে আগের ছন্দে । তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে মেট্রো কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে। এর ফলে বার্ষিক আয়ও বাড়বে অনেকটাই। এটাই প্রথময় নয় এর আগেও মেট্রোরেলের প্ল্যাটফর্মেও ব্যান্ডিং করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷ যাত্রী ভাড়া না বাড়িয়েও রেলের আয় বাড়াতেই এই উদ্যোগ ৷ মূলত কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো রেল ৷ পাশাপাশি প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ৷ তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে ৷ তাই এই বেসরকারি সংস্থা তাঁদের জনসংযোগ বাড়াতে মেট্রো রেলের মতো মাধ্যম ব্যবহার করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.