ETV Bharat / city

Adhir writes to Mamata গঙ্গার তীরে অবৈধ দখলদারি, হস্তক্ষেপ চেয়ে মমতাকে চিঠি অধীরের - গঙ্গার তীরে অবৈধ দখলদারি

বহরমপুরে গঙ্গা তীরে অবৈধ দখলদারির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । অবিলম্বে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি (Adhir writes letter to Mamata) ৷

Adhir
Adhir
author img

By

Published : Aug 14, 2022, 10:39 PM IST

কলকাতা, 14 অগস্ট: সরকারি নির্দেশ অমান্য করে বহরমপুরে গঙ্গা তীরে অবৈধ দখলদারির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । সুরাহা চেয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ (Adhir writes letter to CM on Illegal encroachment on Ganges banks) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাঠানো চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, "আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারি আদেশের গুরুতর লঙ্ঘন হচ্ছে । ভারত সরকারের আদেশ অনুসারে, নিয়ম লঙ্ঘন করে বাইরের সীমানা থেকে রাজ্য সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত 200 মিটার বা এর বেশি দূরত্বের মধ্যে কোনও নির্মাণ কার্যক্রম অনুমোদিত হবে না । কিন্তু বহরমপুরে বহাল তবিয়তে গঙ্গা নদীর পাড় দখল চলছে । আমার সংসদীয় নির্বাচনী এলাকা বহরমপুরে গঙ্গা নদীর বাইরের সীমানা থেকে 200 মিটারের মধ্যে প্রচুর নির্মাণ কাজ চলছে ।"

Adhir writes letter to Mamata
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ

তিনি আরও লেখেন, "সরকারি প্রকল্পের এই ধরনের লঙ্ঘনের কোন অভাব নিরীক্ষণের জন্য, ভারত সরকার দিশা (DISHA) কমিটি গঠন করেছে । যাতে সাধারণ মানুষ সরকারি প্রকল্প থেকে উপকৃত হয় । আরও একটি বিষয় আপনার অবগতির জন্য জানাচ্ছি, 2012-এর পর থেকে এখন পর্যন্ত দিশার জন্য কোনও মিটিং করা হয়নি এবং আমি মুর্শিদাবাদের দিশা কমিটির চেয়ারপার্সন । গঙ্গা নদীর তীরে উপরোক্ত নির্মাণ ও দখলের কার্যক্রম সরকারি আদেশের গুরুতর লঙ্ঘন হচ্ছে । এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা দয়া করে পরিদর্শন করা যেতে পারে । লঙ্ঘনের ক্ষেত্রে নির্মাণ অবিলম্বে বন্ধ করা যেতে পারে । দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে ।"

আরও পড়ুন: সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা

কলকাতা, 14 অগস্ট: সরকারি নির্দেশ অমান্য করে বহরমপুরে গঙ্গা তীরে অবৈধ দখলদারির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । সুরাহা চেয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ (Adhir writes letter to CM on Illegal encroachment on Ganges banks) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাঠানো চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, "আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারি আদেশের গুরুতর লঙ্ঘন হচ্ছে । ভারত সরকারের আদেশ অনুসারে, নিয়ম লঙ্ঘন করে বাইরের সীমানা থেকে রাজ্য সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত 200 মিটার বা এর বেশি দূরত্বের মধ্যে কোনও নির্মাণ কার্যক্রম অনুমোদিত হবে না । কিন্তু বহরমপুরে বহাল তবিয়তে গঙ্গা নদীর পাড় দখল চলছে । আমার সংসদীয় নির্বাচনী এলাকা বহরমপুরে গঙ্গা নদীর বাইরের সীমানা থেকে 200 মিটারের মধ্যে প্রচুর নির্মাণ কাজ চলছে ।"

Adhir writes letter to Mamata
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ

তিনি আরও লেখেন, "সরকারি প্রকল্পের এই ধরনের লঙ্ঘনের কোন অভাব নিরীক্ষণের জন্য, ভারত সরকার দিশা (DISHA) কমিটি গঠন করেছে । যাতে সাধারণ মানুষ সরকারি প্রকল্প থেকে উপকৃত হয় । আরও একটি বিষয় আপনার অবগতির জন্য জানাচ্ছি, 2012-এর পর থেকে এখন পর্যন্ত দিশার জন্য কোনও মিটিং করা হয়নি এবং আমি মুর্শিদাবাদের দিশা কমিটির চেয়ারপার্সন । গঙ্গা নদীর তীরে উপরোক্ত নির্মাণ ও দখলের কার্যক্রম সরকারি আদেশের গুরুতর লঙ্ঘন হচ্ছে । এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা দয়া করে পরিদর্শন করা যেতে পারে । লঙ্ঘনের ক্ষেত্রে নির্মাণ অবিলম্বে বন্ধ করা যেতে পারে । দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে ।"

আরও পড়ুন: সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.