কলকাতা, 31 অগস্ট : দিল্লিতে এক 13 বছর বয়সীকে ধর্ষণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) মঙ্গলবার চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । চিঠিতে তিনি দিল্লির আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন ।
চিঠিতে অধীর লিখেছেন, "অসহায় মেয়েটিকে তার বাড়িওয়ালার আত্মীয় ধর্ষণ করে হত্যা করে । এর থেকেই বোঝা যাচ্ছে যে দিল্লির আইন-শৃঙ্খলা অবস্থার কী পরিমাণে অবনতি হয়েছে ৷" অধীরের দাবি, এই ঘটনা থেকে বোঝা যায় নির্ভয়া কাণ্ড থেকে সরকার কোনও শিক্ষাই নেয়নি ৷ সেই কারণেই জাতীয় রাজধানীতে এই রকম নারকীয় অপরাধ একের পর এক ঘটেই চলেছে । তিনি বলেন, "দিল্লি ধর্ষণের রাজধানী হিসাবে কুখ্যাত হয়ে উঠেছে ৷"
অধীর অমিত শাহকে অনুরোধ করেন, যাতে এই ধর্ষণের মামলায় তদন্ত তরান্বিত করা হয় এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয় ।
আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের