কলকাতা, 13 জুলাই: গান্ধি মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির বিক্ষোভরত চাকরী প্রার্থীদের (SLST Candidates Protest) সঙ্গে বুধবার দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Ranjan Chowdhury) । তাঁর কাছে সমস্ত অভাব-আভিযোগ জানান বিক্ষোকারীরা । কয়েকজন মহিলা চাকরি প্রার্থী অধীরের কাছে করুণ আর্তিতে বলেন, " দাদা কিছু করুন । আমরাও মানুষ । 486 দিন হয়ে গেল রাস্তাতে বসে আছি । বাড়িতে মুখ দেখাতে পারছি না । বাচ্চার কাছে জবাবদিহি করতে পারছি না । প্লিজ কিছু করুন । " প্রত্যুত্তরে তিনি বলেন, "আমি সমস্ত চেষ্টা করছি । আপনারা চাইলে জীবনও দিতে রাজি । কী করতে হবে বলুন ।" প্রদেশ কংগ্রেস সভাপতি একই সঙ্গে আদালতে ও রাজ্যপালের কাছে যেতে বিক্ষোভকারীদের সমস্তরকম সাহায্য করবেন বলেই জানিয়েছেন ।
এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, "শহীদ দিবসের নামে 21 জুলাই পিকনিক হবে । কোটি কোটি টাকা খরচ হবে । দেশ জুড়ে বিজ্ঞাপন চলছে । অথচ যারা যোগ্য, যাদের স্কুলে থাকার কথা, তাঁরা আজ রাস্তায় বসে আছেন । সরকার কতটা নির্দয় না হলে এমনটা করতে পারে ।" তবে আন্দোলনকারীদের হক আদায়ে সোচ্চার হতে সমস্ত বিরোধীদের একসঙ্গে পথে নামার আহ্বানের কথা বলেন অধীর । তাঁর বক্তব্য, কে উদ্যোগ নেবে সেটা বড় কথা নয় । আমি চাইছি, বামেরা উদ্যোগ নিক । আমি, আমরা সর্বদা আছি । এর একটা বিহিত হওয়া দরকার । কারণ আর কতদিন এভাবে থাকবেন বিক্ষোভকারীরা ।"
চাকরী প্রার্থীদের অভিযোগ, তিনদফায় মিলিয়ে এই রবিবার 486 দিনে পড়ল তাঁদের বিক্ষোভ । এর আগে 2019 সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা 29 দিন বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা । করোনা লকডাউনের কারণে কিছু দিন বিরতি দেওয়া হয় । ফের 2021 সালে সল্টলেক বিকাশ ভবনের সামনে টানা 110 দিন বিক্ষোভ করেন চাকরী প্রার্থীরা ।
ইতিমধ্যে তাঁদের কয়েকজনের বিরূদ্ধে ফৌজদারি মামলাও করেছে সরকার । কিন্তু পিছু হাঁটেননি তাঁরা । ফের গান্ধি মূর্তির পাদদেশের সমাবেশ-অবস্থান বিক্ষোভ করছেন । সব মিলিয়ে 486 দিন ধরে বিক্ষোভ সমাবেশ চলছে তাঁদের । তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের(Adhir Ranjan Chowdhury meets SLST Candidates) ।
আরও পড়ুন: রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রশাসনকে কটাক্ষ অধীরের
এর পরে বিধানভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক স্তম্ভ বসানো নিয়ে মুখ খোলেন অধীর । তিনি বলেন, "প্রধানমন্ত্রী সর্বদা প্রচারে আসতে চান । নতুন স্তম্ভ সিংহ দেখে মনে হচ্ছে গুজরাতের জঙ্গল থেকে তুলে আনা হয়েছে । মানুষ খেকো সিংহ । আমি বদলের কথা বলেছিলাম । পারলে বদলে দিতে পারে ।" একই সঙ্গে 21 জুলাইয়ের প্রসঙ্গ টেনে ভাষা দিবসকে জুড়ে মুর্শিদাবাদে বরকত খানের নামে বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দেন অধীর চোধুরী ।