ETV Bharat / city

Adhir Slams Mamata : হাথরস আর হাঁসখালির ঘটনায় ফারাক নেই; মমতার নিন্দায় অধীর-সেলিম

নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury slams Mamata Banerjee for her comment on Hanskhali rape-murder incident) ৷ একই সুর শোনা গেল সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলাতেও ৷

Adhir Slams Mamata
মুখ্যমন্ত্রীর নিন্দা আশা করেছিলাম, নিন্দা অধীরের
author img

By

Published : Apr 11, 2022, 10:50 PM IST

কলকাতা, 11 এপ্রিল : লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ ধর্ষিতা হয়ে মৃত 14 বছরের মেয়েটি কি মুখ্যমন্ত্রীর মা-মাটি-মানুষের তালিকায় পড়ে না ? নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury slams Mamata Banerjee for her comment on Hanskhali rape-murder incident) ৷ গত কয়েক সপ্তাহে খুন, সন্ত্রাস, নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের। এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে আদালতে ৷ যা নিয়ে সোমবার মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মমতা বলেন, "হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে । মেয়েটি মারা গিয়েছে 5 তারিখ, পুলিশ জেনেছে 10 তারিখ । এক্ষেত্রে আপনি ধর্ষণ বলবেন নাকি অন্তঃসত্ত্বা বলবেন, নাকি প্রেমের সম্পর্ক বলবেন ? সেটা খতিয়ে দেখেছেন কী ? আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি ।" মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে বিভিন্নমহলে নিন্দার ঝড় ওঠে ৷ জোরাল হয় রাজ্যের বিরোধী কণ্ঠ ৷ প্রতিক্রিয়ার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই ৷ যে বয়সে পুতুল নিয়ে খেলার কথা সেই বয়সে ধর্ষণের শিকার হতে হল ৷ অথচ মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন মেয়েটি অন্তঃসত্ত্বা কি না ৷ ধিক্কার জানাই আপনার এই মন্তব্যকে ৷ আপনাকে তিরস্কার করছি ৷"

মুখ্যমন্ত্রীর নিন্দা আশা করেছিলাম, নিন্দা অধীরের

আরও পড়ুন : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় বিতর্ক

এমনকী হাথরসের ঘটনা আর হাঁসখলির ঘটনায় কোনও ফারাক নেই বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ পাশাপাশি বগটুইয়ে সন্ত্রাস শাসকদলের কাছে এখন মডেল বলে দাবি অধীরের ৷ আর সেই মডেলেই ধর্ষিতা নাবালিকার পরিবার মুখ খুলতে ভয় পেয়েছে বলে দাবি করেন বহরমপুরের সাংসদ ৷ হাঁসখালি নিয়ে মমতার মন্তব্যে খোঁচা দিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও ৷ তিনি জানান, কোনও ঘটনার তদন্তের আগেই মুখ্যমন্ত্রী সব বলে দেন ৷ এটা ওনার মিথ্যে ডক্টরেট ডিগ্রির কামাল ৷

কলকাতা, 11 এপ্রিল : লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷ ধর্ষিতা হয়ে মৃত 14 বছরের মেয়েটি কি মুখ্যমন্ত্রীর মা-মাটি-মানুষের তালিকায় পড়ে না ? নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury slams Mamata Banerjee for her comment on Hanskhali rape-murder incident) ৷ গত কয়েক সপ্তাহে খুন, সন্ত্রাস, নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের। এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে আদালতে ৷ যা নিয়ে সোমবার মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মমতা বলেন, "হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে । মেয়েটি মারা গিয়েছে 5 তারিখ, পুলিশ জেনেছে 10 তারিখ । এক্ষেত্রে আপনি ধর্ষণ বলবেন নাকি অন্তঃসত্ত্বা বলবেন, নাকি প্রেমের সম্পর্ক বলবেন ? সেটা খতিয়ে দেখেছেন কী ? আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি ।" মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে বিভিন্নমহলে নিন্দার ঝড় ওঠে ৷ জোরাল হয় রাজ্যের বিরোধী কণ্ঠ ৷ প্রতিক্রিয়ার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই ৷ যে বয়সে পুতুল নিয়ে খেলার কথা সেই বয়সে ধর্ষণের শিকার হতে হল ৷ অথচ মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন মেয়েটি অন্তঃসত্ত্বা কি না ৷ ধিক্কার জানাই আপনার এই মন্তব্যকে ৷ আপনাকে তিরস্কার করছি ৷"

মুখ্যমন্ত্রীর নিন্দা আশা করেছিলাম, নিন্দা অধীরের

আরও পড়ুন : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় বিতর্ক

এমনকী হাথরসের ঘটনা আর হাঁসখলির ঘটনায় কোনও ফারাক নেই বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ পাশাপাশি বগটুইয়ে সন্ত্রাস শাসকদলের কাছে এখন মডেল বলে দাবি অধীরের ৷ আর সেই মডেলেই ধর্ষিতা নাবালিকার পরিবার মুখ খুলতে ভয় পেয়েছে বলে দাবি করেন বহরমপুরের সাংসদ ৷ হাঁসখালি নিয়ে মমতার মন্তব্যে খোঁচা দিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও ৷ তিনি জানান, কোনও ঘটনার তদন্তের আগেই মুখ্যমন্ত্রী সব বলে দেন ৷ এটা ওনার মিথ্যে ডক্টরেট ডিগ্রির কামাল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.