কলকাতা, 4 জুলাই: মিঠুন চক্রবর্তীর কলকাতা আসা নিয়ে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhry) । তাঁর মতে, একটা পার্টির দেউলিয়াপনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে মিঠুন চক্রবর্তীকে দিয়ে সিনেমার ডায়ালগ বলিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্ট হয় (Adhir Chowdhury Slams BJP on Mithun Chakraborty Issue) ৷
সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । একাধিক ইস্যুতে প্রশ্ন উত্তর চলার পরে মিঠুন চক্রবর্তীর রাজ্য বিজেপি দফতরে আসার প্রসঙ্গ উঠতেই হেসে ওঠেন অধীর । মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমার ডায়ালগ আওড়ে অধীরের কটাক্ষ, "মারব এখানে, লাশ পড়বে শ্মশানে বলে একটা পার্টি এখন শ্মশানে-কবরে চলে গিয়েছে । তা না হলে এসব করতে হয় । মিঠুনকে দিয়ে সিনেমার ডায়ালগ বলিয়ে আবার গ্রামের ভোট নিতে চাইছে । কিন্ত, এসব হবে না ।" অধীরের আরও দাবি, ‘‘একটা পার্টির দেউলিয়াপনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে মিঠুন চক্রবর্তীকে দিয়ে সিনেমার ডায়ালগ বলিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্ট হয় ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, মিঠুন চক্রবর্তীর সঙ্গে একসময় বামনেতাদের ঘনিষ্ঠতা ছিল ৷ পরে তাঁকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রচারমঞ্চেও দেখা গিয়েছে ৷ তাঁকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তার পর চিটফান্ড বিতর্কে নাম জড়ানোর পর রাজ্যসভা থেকে ইস্তফা দেন মিঠুন ৷ কয়েক বছরের জন্য অন্তরালেও চলে যান ৷
গত বছর আবার তাঁকে রাজনীতির মঞ্চে দেখা যায় ৷ গত বছর 7 মার্চ ব্রিগেডে সমাবেশ করে বিজেপি ৷ সেই সমাবেশে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ওই সমাবেশের মঞ্চেই বিজেপিতে যোগদান করেন মিঠুন ৷ তার পর বিধানসভা নির্বাচনে প্রচার করেন বিজেপির হয়ে ৷
তার পর ফের তিনি বঙ্গে এসেছেন ৷ বিজেপি (BJP) নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর ৷ রাজনৈতিক মহলের দাবি, 2024-এর লোকসভা ভোট (Lok Sabha Elections 2024), 2023-এর পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে বঙ্গে গেরুয়া সমর্থন আবার বৃদ্ধিতেই মিঠুনকে ব্যবহার করাতে হতে পারে । সোমবার কার্যত সেই নিয়েই কটাক্ষ করলেন অধীর চৌধুরী ৷
আরও পড়ুন : Tarun Majumdar Demise: রাজনৈতিক ভেদাভেদ মুছে গেল তরুণ মজুমদারের শেষকৃত্যে