কলকাতা, 26 এপ্রিল: COVID-19 নির্ণয়ের ক্ষেত্রে সোয়াবের নমুনা সংগ্রহে যেমন দেরি হচ্ছে, তেমনই রিপোর্ট পেতেও অনেক সময় বিলম্ব হচ্ছে বলে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে। এমত পরিস্থিতিতে ল্যাবরেটরি কর্মীদের অতিরিক্ত শিফট করে, মাসে পাঁচ হাজার টাকা ইনসেনটিভের দিয়ে সোয়াবের নমুনা পরীক্ষায় গতি আনতে চাইছে রাজ্য। কম সময়ে COVID-19 নির্ণয়ের জন্য এমন নির্দেশিকা জারি করা হল এবার।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর শনিবার এই নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে, যথাসম্ভব কম সময়ে COVID-19 নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা পরীক্ষা এবং রিপোর্ট তৈরির কাজ করতে হবে কর্মীদের। এর জন্য সরকারি ল্যাবরেটরিগুলিতে অতিরিক্ত শিফট চালু করতে হবে। ল্যাবরেটরিগুলির টেকনিশিয়ানের সংখ্যাও বাড়ানো প্রয়োজন বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কীভাবে ল্যাবরেটরিগুলির টেকনিশিয়ানের সংখ্যা বাড়ানো যায়, তাও ওই নির্দেশে জানানো হয়েছে। বলা হয়েছে, সোয়াবের নমুনা পরীক্ষার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কোনও ল্যাবরেটরি টেকনিশিয়ান অন্য কোনও কাজে নিয়োজিত থাকলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে ওই ল্যাবরেটরি টেকনিশিয়ানকে COVID-19 নির্ণয়ের ল্যাবরেটরিতে নিয়োগ করতে হবে।
তবে, কাজ গতি আনতে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য অতিরিক্ত শিফট চালুর কথাও ওই নির্দেশিকায় বলা হয়েছে। এইক্ষেত্রে যে সব ল্যাবরেটরি টেকনিশিয়ান ইতিমধ্যে COVID-19 নির্ণয়ে কাজ করছেন, তাঁদের মধ্যে কেউ যদি অতিরিক্ত শিফটে কাজ করতে ইচ্ছুক হন, তা হলে তাঁকে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে ইনসেনটিভ দেওয়ার কথাও বলা হয়েছে।
যাবতীয় নির্দেশিকা আগামী দুই মাসের জন্য প্রযোজ্য বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।