ETV Bharat / city

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত 1 - Accident at maa flyover, 1 dead

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা । মৃত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 15, 2019, 2:26 AM IST

কলকাতা, 15 অগাস্ট: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা । ফ্লাইওভারের উপর থেকে একেবারে নিচে পড়ল বাইকের আরোহী । ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে তাঁর । ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁকে নিয়ে যায় SSKM হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, বাইক চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ।

আরও পড়ুন : সংগ্রামপুরে নাকাল যাত্রীরা : 'অকারণে' 7 ঘণ্টা রেল অবরোধ AIMIM-এর

গতকাল রাতে ভিক্টোরিয়ার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন দু'জন । বাইকটি চালাচ্ছিলেন উত্তম ঘোষাল নামে এক ব্যক্তি । বয়স 46। বাড়ি বেহালার উপেন ব্যানার্জি রোডে । অভিযোগ, তীব্র গতিতে AJC বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের কানেক্টরের ব্রিজের গার্ড ওয়ালের উপর ধাক্কা মারে সেই বাইক । সঙ্গে সঙ্গে পিছনে বসা বছর 45 এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফ্লাইওভারের উপর থেকে ছিটকে নিচে পড়ে যান । বাইকটি ছিটকে যায় অনেক দূর পর্যন্ত ।

কলকাতা, 15 অগাস্ট: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা । ফ্লাইওভারের উপর থেকে একেবারে নিচে পড়ল বাইকের আরোহী । ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে তাঁর । ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁকে নিয়ে যায় SSKM হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, বাইক চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ।

আরও পড়ুন : সংগ্রামপুরে নাকাল যাত্রীরা : 'অকারণে' 7 ঘণ্টা রেল অবরোধ AIMIM-এর

গতকাল রাতে ভিক্টোরিয়ার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন দু'জন । বাইকটি চালাচ্ছিলেন উত্তম ঘোষাল নামে এক ব্যক্তি । বয়স 46। বাড়ি বেহালার উপেন ব্যানার্জি রোডে । অভিযোগ, তীব্র গতিতে AJC বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের কানেক্টরের ব্রিজের গার্ড ওয়ালের উপর ধাক্কা মারে সেই বাইক । সঙ্গে সঙ্গে পিছনে বসা বছর 45 এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফ্লাইওভারের উপর থেকে ছিটকে নিচে পড়ে যান । বাইকটি ছিটকে যায় অনেক দূর পর্যন্ত ।

Intro:কলকাতা, ১৪ অগাস্ট: মা ফ্লাইওভার ভয়ানক দুর্ঘটনা। ফ্লাইওভারের উপর থেকে একেবারে নিচে পড়ল বাইকের আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে নিয়ে যায় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বাইক চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।Body:পুলিশ সূত্রে খবর, আজ রাতে ভিক্টোরিয়ার দিক থেকে সায়েন্সসিটির দিকে যাচ্ছিলেন দুজন। বাইকটি চালাচ্ছিলেন উত্তম ঘোষাল নামে এক ব্যক্তি। বয়স 46। বাড়ি বেহালার উপেন ব্যানার্জি রোডে। অভিযোগ, প্রচন্ড গতিতে এ জে সি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের কানেক্টরের ব্রিজের গার্ড ওয়ালের উপর ধাক্কা মারে সেই বাইক। সঙ্গে সঙ্গে পিছনে বসা বছর 45 এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফ্লাইওভারের উপর থেকে ছিটকে নিচে পড়ে যান। বাইকটি ছিটকে যায় অনেক দূর পর্যন্ত। উত্তমের মুখ এবং পা ফ্রাকচার হয়ে গেছে।
এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।Conclusion:ঘটনায় হইচই শুরু হয়ে যায় ওই ফ্লাইওভারের নিচে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.