কলকাতা, 15 অগাস্ট: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা । ফ্লাইওভারের উপর থেকে একেবারে নিচে পড়ল বাইকের আরোহী । ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে তাঁর । ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁকে নিয়ে যায় SSKM হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, বাইক চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ।
আরও পড়ুন : সংগ্রামপুরে নাকাল যাত্রীরা : 'অকারণে' 7 ঘণ্টা রেল অবরোধ AIMIM-এর
গতকাল রাতে ভিক্টোরিয়ার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন দু'জন । বাইকটি চালাচ্ছিলেন উত্তম ঘোষাল নামে এক ব্যক্তি । বয়স 46। বাড়ি বেহালার উপেন ব্যানার্জি রোডে । অভিযোগ, তীব্র গতিতে AJC বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের কানেক্টরের ব্রিজের গার্ড ওয়ালের উপর ধাক্কা মারে সেই বাইক । সঙ্গে সঙ্গে পিছনে বসা বছর 45 এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফ্লাইওভারের উপর থেকে ছিটকে নিচে পড়ে যান । বাইকটি ছিটকে যায় অনেক দূর পর্যন্ত ।