ETV Bharat / city

AC local train in Kolkata: প্রস্তুতিপর্ব শুরু হলেও এখনই মিলছে না এসি লোকাল ট্রেন - Indian Railway

প্রস্তুতিপর্ব শুরু হলেও এখনই মিলবে না শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের পরিষেবা (AC local train in Kolkata)৷ জানালেন রেলের এক আধিকারিক ৷

AC local trains not to be introduced in Kolkata right now
প্রস্তুতিপর্ব শুরু হলেও এখনই নয় শীতাতপ লোকাল ট্রেনের পরিষেবা
author img

By

Published : Jun 14, 2022, 9:11 AM IST

কলকাতা, 14 জুন: এখনই রাজ্যে চলবে না শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন (AC local trains)। এমনটাই জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে ।

শহরের মধ্যে যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই নির্ভর করেন মেট্রো রেলের উপর (AC local train in Kolkata)। এরই রকম ভাবে শহর ও শহরতলির লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন লোকাল ট্রেনের পরিষেবার উপর । তাই লোকাল ট্রেন পরিষেবাকে আরও যাত্রীবান্ধব ও নিরাপদ করে তুলতে রেলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে । যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মুম্বইয়ের সুবর্বান ট্রেন পরিষেবার মত এসি লোকাল ট্রেন চালাবার উদ্যোগ নিয়েছে রাজ্যও ।

তাই সেই দিকে পদক্ষেপ করে রাজ্যে এসি ট্রেন চালাবার পরিকল্পনা করা হচ্ছে । প্রস্তুতিও নেওয়া হচ্ছে । এসি লোকাল ট্রেন পরিষেবা চালানো হবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে । তবে অদূর ভবিষ্যতে চালানো হলেও এখনই রাজ্যে চলবে না এসি লোকাল ট্রেন ।

শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, একটি রেকের আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে । রেকটি পাওয়া গেলে শিয়ালদহ ডিভিশনে প্রথমে পরীক্ষামূলক ভাবে চালানো হবে রেকটি । যাত্রীদের মধ্যে কেমন সাড়া মিলছে তা দেখে পরবর্তীতে আরও রেক চালানোর পরিকল্পনা নেওয়া হবে বলে খবর ।

আরও পড়ুন: Local Train with Bio Toilet : শিয়ালদা-লালগোলা শাখায় বায়ো টয়লেট-যুক্ত অত্যাধুনিক লোকাল ট্রেন

তবে কবে নাগাদ পাওয়া যাবে এই রেকটি সেই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি পূর্ব রেলের তরফে । পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলের তরফে আগেই একাধিক এসি রেকের আবেদন করে চিঠি দেওয়া হয়েছে রেল বোর্ডকে । তাই নিয়ম মাফিক যারা আগে যত সংখ্যক এসি রেক চেয়ে আবেদন জানিয়েছে তাদের আগে রেক পাঠানো হবে । পাশাপাশি জানা গিয়েছে, যে রেকটি রাজ্যে পাঠানো হবে সেটি আসতে পারে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ।

বিভিন্ন সংবাদমাধ্যমে খবর হয়েছিল যে সামনের পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে ছুটবে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন (AC local trains not to be introduced in Kolkata right now)৷ তবে রেলের ওই আধিকারিকের দাবি, সে রকম সম্ভাবনা আপাতত নেই ৷ এখনই এসি লোকাল ট্রেনের পরিষেবা মিলছে না ৷ তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে (Indian Railway)৷

কলকাতা, 14 জুন: এখনই রাজ্যে চলবে না শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন (AC local trains)। এমনটাই জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে ।

শহরের মধ্যে যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই নির্ভর করেন মেট্রো রেলের উপর (AC local train in Kolkata)। এরই রকম ভাবে শহর ও শহরতলির লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন লোকাল ট্রেনের পরিষেবার উপর । তাই লোকাল ট্রেন পরিষেবাকে আরও যাত্রীবান্ধব ও নিরাপদ করে তুলতে রেলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে । যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মুম্বইয়ের সুবর্বান ট্রেন পরিষেবার মত এসি লোকাল ট্রেন চালাবার উদ্যোগ নিয়েছে রাজ্যও ।

তাই সেই দিকে পদক্ষেপ করে রাজ্যে এসি ট্রেন চালাবার পরিকল্পনা করা হচ্ছে । প্রস্তুতিও নেওয়া হচ্ছে । এসি লোকাল ট্রেন পরিষেবা চালানো হবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে । তবে অদূর ভবিষ্যতে চালানো হলেও এখনই রাজ্যে চলবে না এসি লোকাল ট্রেন ।

শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, একটি রেকের আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে । রেকটি পাওয়া গেলে শিয়ালদহ ডিভিশনে প্রথমে পরীক্ষামূলক ভাবে চালানো হবে রেকটি । যাত্রীদের মধ্যে কেমন সাড়া মিলছে তা দেখে পরবর্তীতে আরও রেক চালানোর পরিকল্পনা নেওয়া হবে বলে খবর ।

আরও পড়ুন: Local Train with Bio Toilet : শিয়ালদা-লালগোলা শাখায় বায়ো টয়লেট-যুক্ত অত্যাধুনিক লোকাল ট্রেন

তবে কবে নাগাদ পাওয়া যাবে এই রেকটি সেই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি পূর্ব রেলের তরফে । পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলের তরফে আগেই একাধিক এসি রেকের আবেদন করে চিঠি দেওয়া হয়েছে রেল বোর্ডকে । তাই নিয়ম মাফিক যারা আগে যত সংখ্যক এসি রেক চেয়ে আবেদন জানিয়েছে তাদের আগে রেক পাঠানো হবে । পাশাপাশি জানা গিয়েছে, যে রেকটি রাজ্যে পাঠানো হবে সেটি আসতে পারে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ।

বিভিন্ন সংবাদমাধ্যমে খবর হয়েছিল যে সামনের পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে ছুটবে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন (AC local trains not to be introduced in Kolkata right now)৷ তবে রেলের ওই আধিকারিকের দাবি, সে রকম সম্ভাবনা আপাতত নেই ৷ এখনই এসি লোকাল ট্রেনের পরিষেবা মিলছে না ৷ তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে (Indian Railway)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.