ETV Bharat / city

Abhishek on Dynasty Politics জয় শাহকে কি রেলস্টেশন থেকে কুড়িয়ে পেয়েছেন, পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ অভিষেকের - অমিত শাহ

জয় শাহকে (Jay Shah) কি রেল স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছেন, পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek on Dynasty Politics)৷

abhishek-banerjee-slams-amit-shah-over-dynasty-politics-naming-his-son-jay-shah
জয় শাহকে কি রেলস্টেশন থেকে কুড়িয়ে পেয়েছেন, পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ অভিষেকের
author img

By

Published : Aug 29, 2022, 8:12 PM IST

কলকাতা, 29 অগস্ট: পরিবারতন্ত্র নিয়ে 75তম স্বাধীনতা দিবসে মুখ খুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ রাজ্যে এসেও এই পরিবারতন্ত্র নিয়ে প্রশ্নে তৃণমূলকে বেঁধেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা । সোমবার গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই পরিবারতন্ত্র নিয়েই এ বার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek on Dynasty Politics)। বিজেপির পরিবারতন্ত্র বোঝাতে গিয়ে সরাসরি অমিত শাহের প্রসঙ্গ তুলে আনলেন তিনি ।

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি কথায় কথায় পরিবারতন্ত্র তো তুলে আনে, কীসের পরিবারতন্ত্র ! জয় শাহকে কি রেলের স্টেশনে কুড়িয়ে পেয়েছিলেন ? জয় শাহ (Jay Shah) কে ! তিনি অমিত শাহের ছেলে (Amit Shah)।

এরপরেই তিনি সংসদের অধিবেশন ডেকে পরিবারতন্ত্র নিয়ে বিল আনার জন্য সরব হন । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমি বলে যাচ্ছি যদি নরেন্দ্র মোদি আর অমিত শাহের ক্ষমতা থাকে, সংসদের অধিবেশন চলার সময় তো এত বিল আনেন, ইডির ক্ষমতা বাড়ানোর জন্য বিল, সিবিআইয়ের জন্য বিল... রাজ্যগুলিকে আরও দুর্বল করার জন্য বিল... আপনি পরিবারতন্ত্র নিয়ে বিল আনুন । প্রথম ভোটটা আমি দেব । এক পরিবার থেকে একজনের বেশি কেউ রাজনীতি করতে পারবেন না । ক্ষমতা আছে আপনার !"

আরও পড়ুন: নতুন প্রজন্মকে নিয়ে লড়ার প্রশ্নে এবার ফিরহাদের মুখে অভিষেকের প্রশস্তি

এ দিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন, আপনার ছেলে বিসিসিআইয়ের সেক্রেটারি । যে কোনওদিন ব্যাট ধরতে পারেনি, বল ধরতে পারেনি । সে কি না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ! যে দেশের পতাকা ধরতে লজ্জা পায় ! এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, তাই আমি ধরব না !"

এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, "বিজেপির বাবুরা কী বলেন, আমাদের জন্য আগে দেশ, তারপর সমাজ, সবার শেষে ব্যক্তি । আর জয় শাহের জন্য কী ! আগে পদ, তারপর পরিবার, তারপর সমাজ, সবশেষে দেশ ।" ডায়মন্ড হারবারের সংসদের প্রশ্ন, "কেন জয় শাহকে বরখাস্ত করা হবে না ! বিসিসিআই থেকে বের করে দেওয়া হোক কুলাঙ্গারকে । যিনি ভারতের পতাকা ধরতে পারেন না । ইতস্তত বোধ করেন, দেশের পতাকা ধরতে, তাঁকে রাখা উচিত ? তাঁর বাবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার কী অধিকার আছে ? আপনার ক্ষমতা থাকলে আমাকে ইডি-সিবিআই দিয়ে তুলে নিয়ে যাবেন, যান ।"

কলকাতা, 29 অগস্ট: পরিবারতন্ত্র নিয়ে 75তম স্বাধীনতা দিবসে মুখ খুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ রাজ্যে এসেও এই পরিবারতন্ত্র নিয়ে প্রশ্নে তৃণমূলকে বেঁধেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা । সোমবার গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই পরিবারতন্ত্র নিয়েই এ বার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek on Dynasty Politics)। বিজেপির পরিবারতন্ত্র বোঝাতে গিয়ে সরাসরি অমিত শাহের প্রসঙ্গ তুলে আনলেন তিনি ।

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি কথায় কথায় পরিবারতন্ত্র তো তুলে আনে, কীসের পরিবারতন্ত্র ! জয় শাহকে কি রেলের স্টেশনে কুড়িয়ে পেয়েছিলেন ? জয় শাহ (Jay Shah) কে ! তিনি অমিত শাহের ছেলে (Amit Shah)।

এরপরেই তিনি সংসদের অধিবেশন ডেকে পরিবারতন্ত্র নিয়ে বিল আনার জন্য সরব হন । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমি বলে যাচ্ছি যদি নরেন্দ্র মোদি আর অমিত শাহের ক্ষমতা থাকে, সংসদের অধিবেশন চলার সময় তো এত বিল আনেন, ইডির ক্ষমতা বাড়ানোর জন্য বিল, সিবিআইয়ের জন্য বিল... রাজ্যগুলিকে আরও দুর্বল করার জন্য বিল... আপনি পরিবারতন্ত্র নিয়ে বিল আনুন । প্রথম ভোটটা আমি দেব । এক পরিবার থেকে একজনের বেশি কেউ রাজনীতি করতে পারবেন না । ক্ষমতা আছে আপনার !"

আরও পড়ুন: নতুন প্রজন্মকে নিয়ে লড়ার প্রশ্নে এবার ফিরহাদের মুখে অভিষেকের প্রশস্তি

এ দিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন, আপনার ছেলে বিসিসিআইয়ের সেক্রেটারি । যে কোনওদিন ব্যাট ধরতে পারেনি, বল ধরতে পারেনি । সে কি না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ! যে দেশের পতাকা ধরতে লজ্জা পায় ! এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, তাই আমি ধরব না !"

এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, "বিজেপির বাবুরা কী বলেন, আমাদের জন্য আগে দেশ, তারপর সমাজ, সবার শেষে ব্যক্তি । আর জয় শাহের জন্য কী ! আগে পদ, তারপর পরিবার, তারপর সমাজ, সবশেষে দেশ ।" ডায়মন্ড হারবারের সংসদের প্রশ্ন, "কেন জয় শাহকে বরখাস্ত করা হবে না ! বিসিসিআই থেকে বের করে দেওয়া হোক কুলাঙ্গারকে । যিনি ভারতের পতাকা ধরতে পারেন না । ইতস্তত বোধ করেন, দেশের পতাকা ধরতে, তাঁকে রাখা উচিত ? তাঁর বাবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার কী অধিকার আছে ? আপনার ক্ষমতা থাকলে আমাকে ইডি-সিবিআই দিয়ে তুলে নিয়ে যাবেন, যান ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.