ETV Bharat / city

Abhishek Slams Amit Shah: মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ, কটাক্ষ অভিষেকের - শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন হয় ৷ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) ৷ তাঁর কটাক্ষ, মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ ৷

Abhishek Banerjee claims Amit Shah Worthless Minister in Narendra Modi Cabinet
Abhishek Slams Amit Shah: মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ, কটাক্ষ অভিষেকের
author img

By

Published : Sep 8, 2022, 6:49 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে ফের সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে সরাসরি অপদার্থ বলেও তোপ দাগলেন ৷

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয় ৷ সেখানেই বক্তৃতা করতে গিয়ে সরাসরি অমিত শাহকে আক্রমণ করেন তিনি ৷ অভিষেকের কথায়, মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ ৷ আর সেই কারণেই যে তিনি অমিত শাহকে সবচেয়ে বড় পাপ্পু বলেছেন, সেই কথাও এদিন তিনি উল্লেখ করেছেন ৷

পাশাপাশি এই নিয়ে চারটি কারণও তুলে ধরেছেন ৷ অভিষেকের বক্তব্য, দিল্লির চেয়ে কলকাতা নিরাপদ ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোই (NCRB) এই তথ্য তুলে ধরেছে ৷ অথচ দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে ৷ দ্বিতীয় কারণ বলতে গিয়ে তিনি আবার দুবাইয়ে ভারত ও পাকিস্তানের ম্যাচে জয় শাহের পতাকা না ধরতে চাওয়ার বিষয়টি সামনে এনেছেন ৷ সেই প্রসঙ্গ টেনে অভিযোগ করেছেন, অমিত শাহ নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখাতে পারছেন না ৷

তৃতীয় কারণ হিসেবে অভিষেক জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বিজেপির (BJP) নেতাদের রক্ষা করার কাজ করছেন অমিত শাহ ৷ আর অভিষেকের মতে চতুর্থ কারণ হল, অমিত শাহ ফাঁকা মাঠে গোল দিতে চান ৷ কিন্তু বাংলায় তৃণমূলের জন্য সেটা সম্ভব হচ্ছে না ৷

একই সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও নিশানা করেছেন অভিষেক ৷ অভিষেকের দাবি, দিলীপ ঘোষ (Dilip Ghosh) তৃণমূলকে বস্তির দল বলেছিলেন ৷ তার পালটা এদিন অভিষেক জানান যে গরিব, শ্রমিক, বস্তির দল তৃণমূল, তাই তিনি গর্বিত ৷ অন্যদিকে নন্দীগ্রাম মামলা (Nandigram Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ হয়ে যাওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করেছেন তিনি ৷ নাম না করে শুভেন্দুকে লোডশেডিং নেতা বলেও কটাক্ষ করেছেন ৷ কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে হারতে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : পঞ্চায়েত-লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ব্যালটে বদলা নেওয়ার ডাক অভিষেকের

কলকাতা, 8 সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে ফের সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে সরাসরি অপদার্থ বলেও তোপ দাগলেন ৷

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয় ৷ সেখানেই বক্তৃতা করতে গিয়ে সরাসরি অমিত শাহকে আক্রমণ করেন তিনি ৷ অভিষেকের কথায়, মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ ৷ আর সেই কারণেই যে তিনি অমিত শাহকে সবচেয়ে বড় পাপ্পু বলেছেন, সেই কথাও এদিন তিনি উল্লেখ করেছেন ৷

পাশাপাশি এই নিয়ে চারটি কারণও তুলে ধরেছেন ৷ অভিষেকের বক্তব্য, দিল্লির চেয়ে কলকাতা নিরাপদ ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোই (NCRB) এই তথ্য তুলে ধরেছে ৷ অথচ দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে ৷ দ্বিতীয় কারণ বলতে গিয়ে তিনি আবার দুবাইয়ে ভারত ও পাকিস্তানের ম্যাচে জয় শাহের পতাকা না ধরতে চাওয়ার বিষয়টি সামনে এনেছেন ৷ সেই প্রসঙ্গ টেনে অভিযোগ করেছেন, অমিত শাহ নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখাতে পারছেন না ৷

তৃতীয় কারণ হিসেবে অভিষেক জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বিজেপির (BJP) নেতাদের রক্ষা করার কাজ করছেন অমিত শাহ ৷ আর অভিষেকের মতে চতুর্থ কারণ হল, অমিত শাহ ফাঁকা মাঠে গোল দিতে চান ৷ কিন্তু বাংলায় তৃণমূলের জন্য সেটা সম্ভব হচ্ছে না ৷

একই সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও নিশানা করেছেন অভিষেক ৷ অভিষেকের দাবি, দিলীপ ঘোষ (Dilip Ghosh) তৃণমূলকে বস্তির দল বলেছিলেন ৷ তার পালটা এদিন অভিষেক জানান যে গরিব, শ্রমিক, বস্তির দল তৃণমূল, তাই তিনি গর্বিত ৷ অন্যদিকে নন্দীগ্রাম মামলা (Nandigram Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ হয়ে যাওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করেছেন তিনি ৷ নাম না করে শুভেন্দুকে লোডশেডিং নেতা বলেও কটাক্ষ করেছেন ৷ কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে হারতে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : পঞ্চায়েত-লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ব্যালটে বদলা নেওয়ার ডাক অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.