কলকাতা, 24 অক্টোবর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়কে D.Litt. সম্মান দিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় । খুব সম্ভবত 2020 সালের জানুয়ারিতে সমাবর্তনেই এই সম্মান গ্রহণ করবেন তিনি৷ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাম্মানিক D.Litt. দেওয়ার প্রস্তাব পাঠানো হয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে । তিনি সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন । আগামী বছর জানুয়ারি মাসে তিনি আসতে রাজি । সবুজ সঙ্কেতের জন্য আগামী সিন্ডিকেট বৈঠকেই এই প্রস্তাব পেশ করা হবে বলে জানাচ্ছে সূত্র ।
কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাম্মানিক D.Litt. দেওয়ার বিষয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ই-মেইল ও ফোন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। D.Litt. সম্মান গ্রহণে সম্মত হয়েছেন নোবেলজয়ী । তিনি বলেন, 24 জানুয়ারির পরে কোনও দিন ঠিক করলে ভালো হয় । পাশাপাশি তিনি উপাচার্যকে জানিয়েছেন, তিনি গর্ববোধ করছেন । কারণ প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা হলেও, তাঁর প্রথম ডিগ্রিটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই । তাই সেখান থেকে D.Litt. সম্মান পাওয়াটা তাঁর কাছে গর্বের ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান জানুয়ারি মাসেই হয় । সেক্ষেত্রে, নোবেলজয়ীর অনুরোধের কথা মাথায় রেখে বৈঠকের পর 24 জানুয়ারির পরে কোনও একটি দিন সমাবর্তনের জন্য ঠিক করা হবে বলে জানা গেছে । জানুয়ারি মাসে সস্ত্রীক কলকাতায় আসার কথা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদের ।