কলকাতা, 23 অক্টোবর : একান্তই ব্যক্তিগত সফর । সেই সূত্রে আজ দিনটা বাড়িতেই থাকতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । এ দেশে আসার পর টানা ধকল । তাতে বেশ কিছুটা অসুস্থ । এরই মাঝে অভিজিৎ-এর সঙ্গে দেখা করতে গেলেন প্রেসিডেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা । জানিয়ে গেলেন, এবার প্রেসিডেন্সির সেরা প্রাক্তনীর সম্মান পাবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।
প্রেসিডেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতীদের দেওয়া হয় সেরা প্রাক্তনীর সম্মান। এর আগে নোবেলজয়ী অমর্ত্য সেন, নবনীতা দেব সেন, বিমল জালানের মত কৃতীরা পেয়েছেন এই সম্মান । আজ সাতসকালেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান অভিজিৎকে । গেছিলেন সপ্তপর্ণী অ্যাপার্টমেন্টের ন'তলায় অভিজিৎ-এর ফ্ল্যাটে । সেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে জানান সম্মান দেওয়ার কথা ।
তাঁর বাড়ি থেকে বেরিয়ে অ্যাসোসিয়েশনের সম্পাদক বিভাস চৌধুরি বলেন, " আজকে প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আমরা এসেছিলাম। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিনন্দন জানিয়ে গেলাম । আমাদের প্রত্যেক বছর যেটা শ্রেষ্ঠ প্রাক্তনী পুরষ্কার দেওয়া হয়, সেই পুরষ্কার ওঁকে দেওয়ার কথা ঘোষণা করলাম । উনি সেটা গ্রহণ করেছেন । " পুরষ্কারটির নাম 'অতুলচন্দ্র গুপ্ত বিশিষ্ট প্রাক্তনী সন্মান '। অমর্ত্য সেন, বিমল জালান, নবনীতা দেবসেন, অধ্যাপক সুকান্ত চৌধুরি, সোমনাথ চট্টোপাধ্যায়, মিহির রক্ষিতের মতো মানুষদের এই সন্মান দেওয়া হয়েছিল । তিনি আরও বলেন, "জানুয়ারিতে উনি একটা তারিখ দিয়েছেন । ওই দিনই ওঁর হাতে তুলে দেওয়া হবে সম্মান ।"
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওঁর সময়কার প্রেসিডেন্সিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান বিভাসবাবু । তিনি জানান, তাঁর সময় প্রেসিডেন্সিতে যে সব শিক্ষকরা ছিলেন তাঁদের মধ্যে যাঁরা জীবিত রয়েছেন তাঁদের ডাকা হবে ৷ এমনকী সেই সময়কার ছাত্র, ক্যান্টিন ও কলেজ চালাতেন যাঁরা তাঁদেরও ডাকা হবে ৷ এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছেন প্রেসিডেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি নবনীতা দেব সেন । উনি শুনে খুব আনন্দ পেয়েছেন ৷ আমন্ত্রণ জানানো হয়েছে তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী এস্থার ডুফলোকেও ।
গতকালই নোবেলজয়ীকে প্রেসিডেন্সির তরফ থেকে সম্বর্ধনা জানিয়ে যে স্ক্রোল পাঠানো হয়েছে সেই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, " ওটা উপাচার্য ম্যাডামের কাছে ছিল । উনি সেটা পাঠিয়ে দিয়েছেন । বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গেছিলেন । ওঁর এবং এস্থার ডুফলোর নামে দুটি স্ক্রোল পাঠানো হয়েছে । এস্থার ডুফলো আমাদের এখানে ভিজিটিং । আমাদের সঙ্গে ওঁর একটা অ্যাসোসিয়েশন আছে । যেহেতু, অভিজিৎবাবুর বাড়ি ওঁর ইন্ডিয়ান রেসিডেন্স তাই ওখানে পাঠানো হয়েছে ।"