ETV Bharat / city

ফের বাড়ল দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় সুস্থ প্রায় হাজার - More new 823 COVID-19 cases confirmed in a day

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 823 জন । মৃত্যু হয়েছে 19 জনের ৷

COVID-19
COVID-19
author img

By

Published : Jan 10, 2021, 7:15 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : রাজ্যে ফের সামান্য বাড়ল একদিনে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 823 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 787 ৷ এদিকে কমেছে একদিনে মৃত্যুর সংখ্যা । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 19 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 20 ।

আরও পড়ুন : "পিসি কৃতিত্ব নিতে ছুটছেন", বিনামূল্যে টিকার আশ্বাস নিয়ে মমতাকে কটাক্ষ মালব্যর

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 60 হাজার 709 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 941 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 96.82% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 957 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 42 হাজার 887 জন ৷ রাজ্যে বর্তমানে 7 হাজার 881 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

আরও পড়ুন : 24 ঘণ্টায় কোরোনার নতুন স্ট্রেনে দেশে আক্রান্ত হননি কেউ

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 226 জন ৷ এই জেলায় মৃত্যু হয়েছে 7 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 231 জন ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ 9 জানুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 74 লাখ 6 হাজার 377টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 35 হাজার 123টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

কলকাতা, 10 জানুয়ারি : রাজ্যে ফের সামান্য বাড়ল একদিনে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 823 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 787 ৷ এদিকে কমেছে একদিনে মৃত্যুর সংখ্যা । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 19 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 20 ।

আরও পড়ুন : "পিসি কৃতিত্ব নিতে ছুটছেন", বিনামূল্যে টিকার আশ্বাস নিয়ে মমতাকে কটাক্ষ মালব্যর

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 60 হাজার 709 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 941 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 96.82% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 957 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 42 হাজার 887 জন ৷ রাজ্যে বর্তমানে 7 হাজার 881 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

আরও পড়ুন : 24 ঘণ্টায় কোরোনার নতুন স্ট্রেনে দেশে আক্রান্ত হননি কেউ

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 226 জন ৷ এই জেলায় মৃত্যু হয়েছে 7 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 231 জন ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ 9 জানুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 74 লাখ 6 হাজার 377টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 35 হাজার 123টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.