লালবাজার, 23 অক্টোবর : উৎসবে মেতে উঠুক তিলোত্তমা । কিন্তু বাঁধভাঙা উল্লাস এবার চলবে না । স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাঁধ ভাঙলে ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ । মহাষষ্ঠীতে তেমনই ইঙ্গিত দিল লালবাজার । যাঁরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেমালুম মণ্ডপে মণ্ডপে ঘুরছিলেন, তাঁদের বিরুদ্ধে চলল ধরপাকড় । মাস্ক না পরার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় 731 জনের বিরুদ্ধে ৷ আগামী তিনদিন কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে পরিস্থিতির, আগাম সতর্কবার্তা লালবাজারের পক্ষ থেকে ৷
পুলিশ সূত্রে আরও জানা গেছে, স্বাস্থ্যবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 98 জনকে ৷ রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কিছু গাড়ি সিজ় করা হয়েছে ৷ এপ্রসঙ্গে নগরপাল অনুজ শর্মা বলেন, “শুধুমাত্র পুলিশ নয়, দায়িত্ব সকলের । পুলিশের পাশাপাশি নির্দিষ্ট করা দায়িত্ব পালন করতে হবে পুজো উদ্যোক্তাদের, সংবাদমাধ্যমকে, সর্বোপরি জনসাধারণকে । আমরা কলকাতা পুলিশের সব থানা এবং ডিভিশনকে বারবার মাইকে প্রচার চালাতে বলেছি । মূলত স্বাস্থ্যবিধি মানার জন্য সচেতনতার প্রচার করাই হল আমাদের লক্ষ্য । সেই প্রচার শুরু হয়ে গেছে ।"
তাঁর বক্তব্য, " প্রচারকার্যের মাধ্যমে আমরা মানুষজনকে বারবার বলছি মাস্ক ব্যবহার করার জন্য । সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্ব । আমরা বিভিন্ন মণ্ডপের সামনে মাস্ক বিলি করব । মাস্ক আপ কলকাতা প্রকল্পে বিলি করা হবে মাস্ক । পুজো উদ্যোক্তাদেরও মাস্ক বিলি করার জন্য বলা হয়েছে । সাধারণ মানুষ যেন অবশ্যই মাস্ক ব্যবহার করে সেটা দেখতে হবে ।"
নগরপালের কথামতো সেই চিত্র দেখা গেছে কলকাতার কয়েকটি স্থানে ৷ পুলিশ মাস্ক বিতরণ করেছে । পুজো উদ্যোক্তারাও মেনে চলছেন স্বাস্থ্যবিধি । এছাড়াও এবারের পুজোয় লাখো নগরবাসীকে একত্রে বের হতে দেখা যায়নি ৷ কিছু মানুষ অবশ্যই বের হচ্ছেন । তাঁদের অনেকেরই মুখে মাস্ক রয়েছে । কোরোনার সংক্রমণ যেন কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সক্রিয় কলকাতা পুলিশ ।