ETV Bharat / city

2 আনসারুল্লাহ জঙ্গির 7 বছরের কারাদণ্ড - কলকাতায় অপরাধের খবর

2017 সালের 23 নভেম্বর শাহাদাত হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ । তদন্তে জানা যায়, আদতে সে দালাল নয়। বাংলাদেশের যশোরের বাসিন্দা বাবু আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য । সে বছর 28 নভেম্বর গ্রেপ্তার করা হয় উমর ফারুক ওরফে মাহিকে । উমর আনসারুল্লাহ বাংলা টিমের অ্যাকশন স্কোয়াডের সদস্য ছিল ।

কলকাতার বিশেষ NIA আদাল
কলকাতার বিশেষ NIA আদাল
author img

By

Published : Sep 30, 2020, 7:52 AM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : ধৃতদের কাছে পাওয়া গেছিল বিস্ফোরক । আর ছিল হাওড়া ব্রিজ এবং শিয়ালদা স্টেশনের ছবি । মতলব ছিল এই দুই জায়গায় নাশকতা চালানোর । তবে তার আগেই পাঁচ জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে সেই ঘটনার তদন্ত ভার নেয় NIA । সেই মামলায় দু'জনের সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতার বিশেষ NIA আদালত।

সালটা 2017 । 21 নভেম্বর । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধরা পড়ে তিন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি । তাদের মধ্যে দুজন ছিল বাংলাদেশি এবং একজন ভারতীয় । তাদের নাম শামসাদ মিয়া ওরফে তানভির, রিয়াজ়ুল ইসলাম ওরফে রিয়াজ় এবং বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে ওরফে জিয়ারুল গাজি। তানভিরদের চোরাপথে এদেশে ঢুকিয়েছিল শাহাদাত হোসেন নামে এক দালাল । পরে তাকে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি খোঁজ মেলে তামিম ওরফে স্বপন বিশ্বাস, নয়ন গাজি এবং উমর ফারুকের ।

2017 সালের 23 নভেম্বর শাহাদাত হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ । তদন্তে জানা যায়, আদতে সে দালাল নয়। বাংলাদেশের যশোরের বাসিন্দা বাবু আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য । সে বছর 28 নভেম্বর গ্রেপ্তার করা হয় উমর ফারুক ওরফে মাহিকে । উমর আনসারুল্লাহ বাংলা টিমের অ্যাকশন স্কোয়াডের সদস্য ছিল ।

2018 সালের 3 মার্চ এই ঘটনার তদন্ত ভার নেয় NIA । জানা যায়, 2016 সাল থেকে ভারতে সক্রিয় হয়েছিল এই আনসারুল্লাহ বাংলা টিম । ধৃতদের বিরুদ্ধে হায়দরাবাদ,পুনে, মুম্বই এবং রাঁচিতে বিস্ফোরক মজুদ করার অভিযোগ ছিল । পাশাপাশি মনতোষের রঘুনাথপুর এবং মৈত্রী বাগানের বাড়িতে হানা দিয়ে STF উদ্ধার করেছিল দেশি পিস্তল এবং 87 কার্তুজ । পাশাপাশি উদ্ধার হয় 6 টি জাল আধার কার্ড, জিহাদি কাগজপত্র, বোমা বানানোর জিনিস । ধৃতরা হাওড়া এবং শিয়ালদায় কেমিকেল বোমা বিস্ফোরণের পরিকল্পনায় ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা । সেই কারণে পার্টনার একটি দোকান থেকে কেমিকেলও কেনে তারা । এই দুই জঙ্গি শাহাদাত হোসেন এবং উমর ফারুককে দোষী সাব্যস্ত করে সাত বছরের সাজা শোনাল কলকাতার বিশেষ NIA আদালত । পাশাপাশি আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 30 সেপ্টেম্বর : ধৃতদের কাছে পাওয়া গেছিল বিস্ফোরক । আর ছিল হাওড়া ব্রিজ এবং শিয়ালদা স্টেশনের ছবি । মতলব ছিল এই দুই জায়গায় নাশকতা চালানোর । তবে তার আগেই পাঁচ জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে সেই ঘটনার তদন্ত ভার নেয় NIA । সেই মামলায় দু'জনের সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতার বিশেষ NIA আদালত।

সালটা 2017 । 21 নভেম্বর । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধরা পড়ে তিন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি । তাদের মধ্যে দুজন ছিল বাংলাদেশি এবং একজন ভারতীয় । তাদের নাম শামসাদ মিয়া ওরফে তানভির, রিয়াজ়ুল ইসলাম ওরফে রিয়াজ় এবং বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে ওরফে জিয়ারুল গাজি। তানভিরদের চোরাপথে এদেশে ঢুকিয়েছিল শাহাদাত হোসেন নামে এক দালাল । পরে তাকে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি খোঁজ মেলে তামিম ওরফে স্বপন বিশ্বাস, নয়ন গাজি এবং উমর ফারুকের ।

2017 সালের 23 নভেম্বর শাহাদাত হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ । তদন্তে জানা যায়, আদতে সে দালাল নয়। বাংলাদেশের যশোরের বাসিন্দা বাবু আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য । সে বছর 28 নভেম্বর গ্রেপ্তার করা হয় উমর ফারুক ওরফে মাহিকে । উমর আনসারুল্লাহ বাংলা টিমের অ্যাকশন স্কোয়াডের সদস্য ছিল ।

2018 সালের 3 মার্চ এই ঘটনার তদন্ত ভার নেয় NIA । জানা যায়, 2016 সাল থেকে ভারতে সক্রিয় হয়েছিল এই আনসারুল্লাহ বাংলা টিম । ধৃতদের বিরুদ্ধে হায়দরাবাদ,পুনে, মুম্বই এবং রাঁচিতে বিস্ফোরক মজুদ করার অভিযোগ ছিল । পাশাপাশি মনতোষের রঘুনাথপুর এবং মৈত্রী বাগানের বাড়িতে হানা দিয়ে STF উদ্ধার করেছিল দেশি পিস্তল এবং 87 কার্তুজ । পাশাপাশি উদ্ধার হয় 6 টি জাল আধার কার্ড, জিহাদি কাগজপত্র, বোমা বানানোর জিনিস । ধৃতরা হাওড়া এবং শিয়ালদায় কেমিকেল বোমা বিস্ফোরণের পরিকল্পনায় ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা । সেই কারণে পার্টনার একটি দোকান থেকে কেমিকেলও কেনে তারা । এই দুই জঙ্গি শাহাদাত হোসেন এবং উমর ফারুককে দোষী সাব্যস্ত করে সাত বছরের সাজা শোনাল কলকাতার বিশেষ NIA আদালত । পাশাপাশি আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.