কলকাতা, 8 মে : আরও 5 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই 5 জনের মধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে । 2 রোগীকে মৃত অবস্থাতেই এই হাসপাতালে আনা হয়েছিল ।
একের পর এক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । সূত্রের খবর, গতকাল 5 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে হাসপাতালে । যে রিপোর্টে দেখা গেছে, এই 5 জনই COVID-19-এ আক্রান্ত । তবে, 5 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে ।
সূত্রের খবর, এই 5 জন রোগীর মধ্যে 2 জনকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়েছিল । এই 2 মৃত রোগীর বিষয়ে খোঁজখবর নিয়ে সন্দেহ হয় চিকিৎসকদের । যে কারণে মৃতদেহ থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । এরপর গতকাল তাঁদের রিপোর্ট আসার পর দেখা যায় যে তাঁরাও COVID-19-এ আক্রান্ত ছিলেন । বাকি যে 3 রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে, তাঁদের মধ্যে 1 রোগীর চিকিৎসা চলছিল মেডিসিন ওয়ার্ডে । এবং অন্য 2 রোগীর চিকিৎসা চলছিল COVID-19-এর আইসোলেশন ওয়ার্ডে । সূত্রের খবর, আইসোলেশন ওয়ার্ডের এই 2 রোগীর মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহের পরেই । এবার আইসোলেশন ওয়ার্ডের বাকি 1 জন এবং মেডিসিন ওয়ার্ডের 1 জন রোগী, এই 2 COVID-19-এ আক্রান্তকে অন্য COVID হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । মৃত এবং জীবিত এই 5 রোগীর প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে জানা গেছে ।
অন্যদিকে, শনিবার অর্থাৎ 2 মে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের 13 জন রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছিল । এর মধ্যে রিপোর্ট আসার আগেই 1 রোগীর মৃত্যু হয় । এরপর কোরোনা আক্রান্ত ওই 12 জন রোগীর মধ্যে 1 জনকে M R বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করার সময় তাঁরও মৃত্যু হয় । রবিবার , 3 মে ওই হাসপাতালে আরও 1 রোগীর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হাসপাতালে । এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ অন্য কর্মী এবং আধিকারিকদের অনেকের মধ্যেই আতঙ্ক বেড়ে চলেছে । কে, কখন, কীভাবে COVID-19 সংক্রমণের শিকার হয়ে পড়বেন, তা নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক । উদ্বেগেও রয়েছেন । পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা করছেন তাঁরা ৷