ETV Bharat / city

নজরে একুশ, পাঁচ দিনের সাংগঠনিক বৈঠককে আলাদা গুরুত্ব বঙ্গ BJP-র - Dilip Ghosh

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজারহাটে দিলীপ ঘোষের বাসভবনে ৫ দিনের বিশেষ সাংগঠনিক বৈঠক ৷ BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এবার বিধানসভা ধরে ধরে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

5 days long Special party meeting
5 দিনের বিশেষ সাংগঠনিক বৈঠক
author img

By

Published : Aug 18, 2020, 1:32 PM IST

কলকাতা, 18 অগাস্ট : পাখির চোখ 2021 সালের বিধানসভা নির্বাচন ৷ আজ থেকে রাজারহাটে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসভবনে 5 দিনের বিশেষ সাংগঠনিক বৈঠক ৷ আজ ছাড়াও 19, 21, 23 ও 25 অগাস্ট বৈঠক হবে ।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রতিদিন 4 টি করে সাংগঠনিক জেলাকে ধরে ধরে বৈঠক হবে । দক্ষিণবঙ্গে 150 টি বিধানসভা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলে দলীয় সূত্রে খবর । BJP-র সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, রাহুল সিনহা-সহ BJP-র সাংসদদের উপস্থিত থাকার কথা ।

BJP সূত্রে খবর, দিল্লিতে প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে এই বৈঠক হয় । প্রথম পর্যায়ে প্রায় 144 টি আসন নিয়ে আলোচনা হয়েছে । আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়ে আলোচনা হবে । তবে এতদিন BJP-র সাংগঠনিক জেলা ধরে ধরে সাংগঠনিক আলোচনা করছিলেন । কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এবার বিধানসভা ধরে ধরে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাজ্যের 294 টি বিধনসভা আসনের মধ্যে 200 টি আসন জয়লাভার টার্গেট দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে । আর সেই টার্গেট পূরণের জন্য দিল্লিতে থেকে আজ কলকাতায় ফিরেই সেই দিকেই নজর দিলীপ ঘোষের ।

BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন," আমাদের লক্ষ্য 294 টি আসনেই জয়লাভ করা । দক্ষিণবঙ্গের প্রায় 80 শতাংশ বুথ কমিটি তৈরি । জেলা কমিটিতেও জোর কদমে কাজ চলছে । নতুন সদস্যপদ অভিযানও শুরু হয়েছে । আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিধানসভা অনুযায়ী সাংগঠনিক কাজ খতিয়ে দেখা হবে ৷ "

কলকাতা, 18 অগাস্ট : পাখির চোখ 2021 সালের বিধানসভা নির্বাচন ৷ আজ থেকে রাজারহাটে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসভবনে 5 দিনের বিশেষ সাংগঠনিক বৈঠক ৷ আজ ছাড়াও 19, 21, 23 ও 25 অগাস্ট বৈঠক হবে ।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রতিদিন 4 টি করে সাংগঠনিক জেলাকে ধরে ধরে বৈঠক হবে । দক্ষিণবঙ্গে 150 টি বিধানসভা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলে দলীয় সূত্রে খবর । BJP-র সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, রাহুল সিনহা-সহ BJP-র সাংসদদের উপস্থিত থাকার কথা ।

BJP সূত্রে খবর, দিল্লিতে প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে এই বৈঠক হয় । প্রথম পর্যায়ে প্রায় 144 টি আসন নিয়ে আলোচনা হয়েছে । আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়ে আলোচনা হবে । তবে এতদিন BJP-র সাংগঠনিক জেলা ধরে ধরে সাংগঠনিক আলোচনা করছিলেন । কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এবার বিধানসভা ধরে ধরে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাজ্যের 294 টি বিধনসভা আসনের মধ্যে 200 টি আসন জয়লাভার টার্গেট দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে । আর সেই টার্গেট পূরণের জন্য দিল্লিতে থেকে আজ কলকাতায় ফিরেই সেই দিকেই নজর দিলীপ ঘোষের ।

BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন," আমাদের লক্ষ্য 294 টি আসনেই জয়লাভ করা । দক্ষিণবঙ্গের প্রায় 80 শতাংশ বুথ কমিটি তৈরি । জেলা কমিটিতেও জোর কদমে কাজ চলছে । নতুন সদস্যপদ অভিযানও শুরু হয়েছে । আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিধানসভা অনুযায়ী সাংগঠনিক কাজ খতিয়ে দেখা হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.