ETV Bharat / city

রাজ্যে বাজ পড়ে মৃত 4

আজ দুপুরে বাজ পড়ে দক্ষিণবঙ্গের তিন জেলায় মৃত্যু হল 4 জনের ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 5, 2019, 9:50 PM IST

কলকাতা, 5 জুন: রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল 4 জনের । আজ দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয় । তার জেরেই দক্ষিণ 24 পরগনার একজন, উত্তর 24 পরগনার দুজন ও পশ্চিম মেদিনীপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

উত্তর 24 পরগনার শাসনের বালিপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় মা ও মেয়ের । মৃতেরা হল তসিলমা বিবি (52) ও সামসুনারা খাতুন (21) । দুপুরে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়েছিল তসলিমা বিবি ও তাঁর মেয়ে । গরু নিয়ে ফেরার সময়ই বাজ পড়ে ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয় ।

দক্ষিণ 24 পরগনার মগরাহাটের নোনাতলাতেও বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির । মৃতের নাম ধনঞ্জয় বৈরাগী (40) । দুপুরে পুকুরে মাছ ধরছিলেন ধনঞ্জয় । তখনই বাজ পড়ে জখম হন তিনি । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

অপরদিকে 100 দিনের কাজ চলাকালীন বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার । তাঁর নাম নিদ্রা কবি (55) । পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পলাশপাইতে এই ঘটনা ঘটে । আহত হন 12 জন । এঁদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক ।

কলকাতা, 5 জুন: রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল 4 জনের । আজ দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয় । তার জেরেই দক্ষিণ 24 পরগনার একজন, উত্তর 24 পরগনার দুজন ও পশ্চিম মেদিনীপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

উত্তর 24 পরগনার শাসনের বালিপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় মা ও মেয়ের । মৃতেরা হল তসিলমা বিবি (52) ও সামসুনারা খাতুন (21) । দুপুরে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়েছিল তসলিমা বিবি ও তাঁর মেয়ে । গরু নিয়ে ফেরার সময়ই বাজ পড়ে ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয় ।

দক্ষিণ 24 পরগনার মগরাহাটের নোনাতলাতেও বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির । মৃতের নাম ধনঞ্জয় বৈরাগী (40) । দুপুরে পুকুরে মাছ ধরছিলেন ধনঞ্জয় । তখনই বাজ পড়ে জখম হন তিনি । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

অপরদিকে 100 দিনের কাজ চলাকালীন বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার । তাঁর নাম নিদ্রা কবি (55) । পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পলাশপাইতে এই ঘটনা ঘটে । আহত হন 12 জন । এঁদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক ।

Intro:দক্ষিণ 24 পরগনা বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। জেলার বিভিন্ন জায়গায় বজ্রপাতে আহত আরও তেরো। আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার নোনাতলাতে বজ্রপাতে মৃত্যু হয় ধনঞ্জয় বৈরাগী নামে এক ব্যাক্তির।
আবহাওয়া দপ্তর এর আগাম সর্তকতা ছিল। 48 ঘণ্টার মধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। আর সেই পূর্বাভাস মতন আজ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। দুপুরের পর সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হয় দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। বছর চল্লিশের ধনঞ্জয় বৈরাগী বৃষ্টির সময় পুকুরে মাছ ধরছিল। তখন বজ্রপাতে ধনঞ্জয় আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় ধনঞ্জয় বৈরাগী। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ের পাঙ্গাস খালিতে বজ্রপাতে আহত হয় এক মহিলা। কহিনুর বিবি নামে ওই মহিলা মাঠে থেকে ফিরছিল। সেই সময় বজ্রপাতে আহত হয় সে। তারপর তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে বাসন্তী থানার ঢুড়িতে প্রচন্ড বৃষ্টির জন্য একটি চায়ের দোকানে আটকে পড়েছিল বহু মানুষ। সেখানেই বজ্রপাতে আহত হয় 12 জন। এদের মধ্যে কারো পা ও পুড়ে গিয়েছে। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।Body:Intro তে কপি দিলাম।Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.