ETV Bharat / city

চলন্ত বাসে যুবকের গায়ে ধাক্কা, পুলিশকর্মীকে মার - ultadanga

ভিড় বাসে গায়ে ধাক্কা লাগায় পুলিশকর্মীকে মারধর । ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 4, 2019, 9:01 PM IST

কলকাতা, 4 মে : ভিড় বাসে গায়ে ধাক্কা লাগায় এক পুলিশ কর্মীকে মারধর করল তিনজন যুবক । ঘটনাটি উলটোডাঙার HUDCO মোড়ের । আহত ওই পুলিশ কর্মী অশোক দাস কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানিকতলা থানার পুলিশ । অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেপ্তার করে তাঁরা । অন্যদিকে, আহত অবস্থায় অশোকবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জানা গেছে, আজ সকালে হাওড়া থেকে 215A/1 বাসে করে সল্টলেকে কোনও কাজে যাচ্ছিলেন অশোকবাবু । সেসময়ে তিনি ইউনিফর্মেই ছিলেন বলে জানা যায় । অফিস টাইমে বাসে ভিড় ছিল । ফলে বাসটি ব্রেক কষায় সামনে থাকা এক যুবকের গায়ে ধাক্কা লাগে । সে তর্ক শুরু করায় ক্ষমা চান অশোকবাবু । এরপর ওই যুবক ও তার দুই বন্ধু মিলে অশোকবাবুকে পা দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারতে থাকে বলে অভিযোগ । বিষয়টির প্রতিবাদ করতে গেলে তারা অশোকবাবুর উপর চড়াও হয় । সঙ্গে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ । পরিস্থিতি বেসামাল হতে থাকায় HUDCO মোড়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে দেয় চালক । খবর দেওয়া হয় মানিকতলা থানায় । পুলিশ পৌঁছে অশোকবাবুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সঙ্গেই ওই তিন যুবককে গ্রেপ্তার করে ।

কলকাতা, 4 মে : ভিড় বাসে গায়ে ধাক্কা লাগায় এক পুলিশ কর্মীকে মারধর করল তিনজন যুবক । ঘটনাটি উলটোডাঙার HUDCO মোড়ের । আহত ওই পুলিশ কর্মী অশোক দাস কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানিকতলা থানার পুলিশ । অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেপ্তার করে তাঁরা । অন্যদিকে, আহত অবস্থায় অশোকবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জানা গেছে, আজ সকালে হাওড়া থেকে 215A/1 বাসে করে সল্টলেকে কোনও কাজে যাচ্ছিলেন অশোকবাবু । সেসময়ে তিনি ইউনিফর্মেই ছিলেন বলে জানা যায় । অফিস টাইমে বাসে ভিড় ছিল । ফলে বাসটি ব্রেক কষায় সামনে থাকা এক যুবকের গায়ে ধাক্কা লাগে । সে তর্ক শুরু করায় ক্ষমা চান অশোকবাবু । এরপর ওই যুবক ও তার দুই বন্ধু মিলে অশোকবাবুকে পা দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারতে থাকে বলে অভিযোগ । বিষয়টির প্রতিবাদ করতে গেলে তারা অশোকবাবুর উপর চড়াও হয় । সঙ্গে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ । পরিস্থিতি বেসামাল হতে থাকায় HUDCO মোড়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে দেয় চালক । খবর দেওয়া হয় মানিকতলা থানায় । পুলিশ পৌঁছে অশোকবাবুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সঙ্গেই ওই তিন যুবককে গ্রেপ্তার করে ।

Intro:
কলকাতা, ৪ মে: যৎসামান্য কারণে পুলিশের ওপর চড়াও হয়ে গ্রেপ্তার হল তিন যুবক। ঘটনাটি ঘটেছে হাডকো সংলগ্ন এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে মানিকতলা থানার পুলিশ। আহত পুলিশকর্মী অশোক দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Body:জানা গেছে আজ সকালে হাওড়া থেকে 215A/1 বাসে করে সল্টলেকের দিকে আসছিলেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অশোক দাস। সেই সময় বাসে প্রচন্ড ভিড় ছিল। বাস হঠাৎ ব্রেক কষায় ঝাকুনিতে তার সামনে বসে থাকা এক যুবকের গায়ে ধাক্কা লাগে। যুবক তর্ক জুড়ে দেওয়ায় ক্ষমা চান অশোক বাবু। এর পরেই ওই যুবক ও তার দুই বন্ধু অশোক বাবুকে টানা পা দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা দিতে থাকে। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই তিনজন যুবক মিলে চড়াও হন ওই পুলিশ কর্মীর উপর চড়াও হয় এবং তাকে মারধর করে। পরিস্থিতি খারাপ হওয়ায় উল্টোডাঙ্গা হাডকো মোড়ে বাস দাঁড় করিয়ে দেয় চালক।

Conclusion:এর পরেই মানিকতলা থানাতে খবর দেওয়া হলে মানিকতলা থানার পুলিশ এসে আহত অবস্থায় পুলিশ কর্মীকে উদ্ধার করে ই এস আই হাসপাতালে পাঠায় এবং তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে মানিকতলা থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.