ETV Bharat / city

আক্রান্ত গার্ড, চালক-সহ 25, শিয়ালদায় বাতিল 29 লোকাল - করোনা

এবার রেল পরিষেবাতেও করোনার থাবা ৷ পূর্ব রেলের শিয়ালদহ শাখায় চালক, কর্মী ও গার্ড-সহ  25 জনেরও বেশি করোনায় আক্রান্ত ৷ সোমবার বাতিল 29 টি লোকাল ট্রেন ৷

Wb_kol_01_29 trains cancelled in sealdah section_copy_7206406
আক্রান্ত গার্ড, চালক-সহ 25, শিয়ালদায় বাতিল 29 লোকাল
author img

By

Published : Apr 19, 2021, 9:53 PM IST

কলকাতা, 19 এপ্রিল : পূর্ব রেলের শিয়ালদহ শাখায় চালক ও গার্ড-সহ 25 জনেরও বেশি করোনায় আক্রান্ত ৷ এই কারণে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেই বাতিল হয়েছে অন্তত 29টি লোকাল ট্রেন ৷ তবে হাওড়া সেকশনে রেলকর্মীদের সংক্রমণের হার কিছুটা হলেও কম ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চৌধুরী জানিয়েছেন, পূর্ব রেলের গার্ড-সহ একাধিক ফ্রন্ট লাইন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাই যাতে দূরপাল্লার ট্রেনের পরিষেবায় কোনও রকম বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই যত বেশি সংখ্য়ায় সম্ভব কর্মীদের সেই কাজে লাগান হচ্ছে ৷ আর তার জেরেই বাতিল করতে হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন ৷

আরও পড়ুন : এক বছরের মধ্য়ে নিতে হতে পারে ভ্যাকসিনের তৃতীয় ডোজ়, বললেন ফাইজ়ারের সিইও

অন্য়দিকে, হাওড়া সেকশনেও বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন ৷ এর ফলে নিত্যযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই দিনের যে সময়টায় ব্যস্ততা কম, সেই সময়টায় ট্রেনের সংখ্য়া নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ তবে দিনের ব্য়স্ত সময় 90 শতাংশ ট্রেনই চালানোর চেষ্টা করা হচ্ছে ৷

কলকাতা, 19 এপ্রিল : পূর্ব রেলের শিয়ালদহ শাখায় চালক ও গার্ড-সহ 25 জনেরও বেশি করোনায় আক্রান্ত ৷ এই কারণে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেই বাতিল হয়েছে অন্তত 29টি লোকাল ট্রেন ৷ তবে হাওড়া সেকশনে রেলকর্মীদের সংক্রমণের হার কিছুটা হলেও কম ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চৌধুরী জানিয়েছেন, পূর্ব রেলের গার্ড-সহ একাধিক ফ্রন্ট লাইন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাই যাতে দূরপাল্লার ট্রেনের পরিষেবায় কোনও রকম বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই যত বেশি সংখ্য়ায় সম্ভব কর্মীদের সেই কাজে লাগান হচ্ছে ৷ আর তার জেরেই বাতিল করতে হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন ৷

আরও পড়ুন : এক বছরের মধ্য়ে নিতে হতে পারে ভ্যাকসিনের তৃতীয় ডোজ়, বললেন ফাইজ়ারের সিইও

অন্য়দিকে, হাওড়া সেকশনেও বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন ৷ এর ফলে নিত্যযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই দিনের যে সময়টায় ব্যস্ততা কম, সেই সময়টায় ট্রেনের সংখ্য়া নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ তবে দিনের ব্য়স্ত সময় 90 শতাংশ ট্রেনই চালানোর চেষ্টা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.