কলকাতা, 2 জানুয়ারি : কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ব্যক্তির বিমানের সহযাত্রীদের মধ্যে 20 জন যাত্রী নিরুদ্দেশ। আর তাতেই দুশ্চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগমের। কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ব্যক্তি যে বিমানে এসেছেন, কলকাতায় সেই বিমানের সহযাত্রীদের নামের তালিকা তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই তালিকা অনুযায়ী, 20 জন সহযাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই 20 জন সহযাত্রীর মধ্যে কেউ এই নতুন স্ট্রেনে আক্রান্ত কি না, তাঁরা কোথায় যাচ্ছেন, তাঁরা কাদের সঙ্গে মিশছেন, কিছুই জানা যাচ্ছে না। সব মিলিয়ে দুশ্চিন্তার কারণ বেড়েছে কলকাতা পৌরনিগমের।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সহযাত্রীদের যে নামের তালিকা পাঠিয়েছে তারমধ্যে 57 জনকে চিহ্নিত করেছে কলকাতা পৌরনিগম। এই 57 জনের কোরোনা নির্ধারক পরীক্ষা করেছে কলকাতা পৌরনিগম। এই 57 জনের মধ্যে একজনের শরীরে মিলেছে কোরোনার জীবাণু। আক্রান্ত ব্যক্তি-সহ পরিবার ও সেই ব্যক্তি যাঁর যাঁর সঙ্গে মিশেছেন তাঁদের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে। বাকি সাতজন কলকাতা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তালিকার মধ্যে নাম থাকলেও 20 জনকে পাওয়া যাচ্ছে না।
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট পাঠিয়ে দেবে কলকাতা পৌরনিগম। এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তর যেমন নির্দেশ দেবে তেমনি কাজ করবে কলকাতা পৌরনিগম।
আরও পড়ুন: ভালো মেজাজে আছেন, সৌরভের সঙ্গে দেখার করার পর জানালেন ফিরহাদ
কোরোনার ভ্যাকসিন বণ্টন নিয়ে ফিরহাদ হাকিম জানান, কলকাতা পৌরনিগম ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কলকাতা পৌরনিগমের 144 টি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ভ্যাকসিন রাখার জন্য প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে একটি করে কোল্ড চেম্বার রয়েছে। যেহেতু কলকাতা পৌরনিগমের তথ্য কেন্দ্র থেকে সারা বছরই বিভিন্ন রকম ভ্যাকসিনেশনের কাজ করা হয়, তাই ভ্যাকসিনেশনের জন্য কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত। তাই যেদিন সরকারের পক্ষ থেকে ভ্যাকসিনের জন্য ঘোষণা করা হবে, সেইদিন থেকে কলকাতা পৌরনিগম ভ্যাকসিনেশনের কাজ শুরু করে দেবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে এই কাজ করবে কলকাতা পৌরনিগম। রাজ্য স্বাস্থ্য দপ্তর যেভাবে নির্দেশ দেবে সেই গাইডলাইন মেনে ভ্যাকসিন বণ্টন করা হবে।