ETV Bharat / city

এবার আসরে বিজেপির ‘খেলা নয়, চাকরি চাই’

author img

By

Published : Jul 27, 2021, 1:26 PM IST

বেকারত্ব ও তৃণমূলের খেলা হবে দিবসের প্রতিবাদে 20 অগস্ট বিশেষ কর্মসূচি নিল বিজেপির যুব মোর্চা ৷ খেলা হবে দিবসের পাল্টা এবার ‘‘খেলা নয়, চাকরি চাই’’ কর্মসূচিতে কলকাতা চলো অভিযান শুরু করতে চলেছে বিজেপি ৷ যেখানে বিজেপির 39টি সাংগঠনিক জেলা থেকে যুব মোর্চার সদস্যরা কলকাতায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে ৷

20-august-kolkata-cholo-programme-organised-by-bjp-yuva-morcha
তৃণমূলের ‘খেলা হবে’র পাল্টা বিজেপির ‘খেলা নয়, চাকরি চাই’ কর্মসূচি

কলকাতা, 27 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ‘খেলা হবে’ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি । 20 অগস্ট ‘খেলা নয়, চাকরি চাই’ এই কর্মসূচিতে কলকাতা চলো অভিযানে নামছে বিজেপির যুব মোর্চা । চাকরির দাবীতে বিজেপির 39 টি সাংগঠনিক জেলার যুব মোর্চার কর্মীরা মহানগরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে ৷

বিজেপির সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর 16 অগস্ট রাজ্যে খেলা হবে দিবস ঘোষণা পাল্টা বিজেপির যুব মোর্চা 09-16 অগস্ট টানা 7 দিন ধরে জেলায় জেলায় আন্দোলনে নামবে । এ বিষয়ে যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন, ‘‘তৃণমূল সরকার 10 বছরে ক্ষমতা থাকার পরেও রাজ্যে কোনও স্বচ্ছ নিয়োগ হয়নি । আর মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস পালন করছেন । তাই আমরা 20 অগস্ট রাজ্য জুড়ে কলকাতা চলোর ডাক দিয়েছি । ওই দিন হাজার হাজার বেকার যুবক চাকরির দাবিতে রাস্তায় নামবে ৷’’

মূলত, বেকার যুবকদের চাকরির দাবি । প্রতি বছর এসএসসি নিয়োগের পরীক্ষা, প্রাথমিক শিক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামবে বিজেপি ৷ নির্বাচনের আগে খেলা হবে স্লোগান তৃণমূলের জন্য জোরদার হিট হয়েছিল । জিতে আসার পরেও খেলা হবে কর্মসূচি নিয়ে জেলায় জেলায় অনুষ্ঠান আয়োজনের কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো । অন্যদিকে, রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে এমনিতেই ক্ষোভ রয়েছে যুব সমাজের মধ্যে । এই দুটো বিষয়কে এক করে, খেলা নয়, চাকরি চাই কর্মসূচির মাধ্যমে বেকার যুবকদের পাশে থাকার বার্তা দিতে চাইছে রাজ্য বিজেপি ।

আরও পড়ুন : রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার বিজেপির হেস্টিংস অফিসে যুব মোর্চার কার্যকারিণী বৈঠক হয় । সেই বৈঠকে রাজ্যের হাজার হাজার বেকার যুবকের সমস্যা নিয়ে তৃণমূল সরকারকে চাপে ফেলতে নীল নকশা তৈরি করার পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব মোর্চা । তৃণমূল সরকার তৃতীয় বারের জন্যে ক্ষমতায় এসেছে । কিন্তু, বিগত 10 বছরে নিয়মিতভাবে এসএসসি’র পরীক্ষা এবং তার নিয়োগ হয়নি । এই ইস্যুগুলিতে হাতিয়ার করে রাজ্য জুড়ে ‘খেলা নয়, চাকরি চাই’ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

কলকাতা, 27 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ‘খেলা হবে’ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি । 20 অগস্ট ‘খেলা নয়, চাকরি চাই’ এই কর্মসূচিতে কলকাতা চলো অভিযানে নামছে বিজেপির যুব মোর্চা । চাকরির দাবীতে বিজেপির 39 টি সাংগঠনিক জেলার যুব মোর্চার কর্মীরা মহানগরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে ৷

বিজেপির সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর 16 অগস্ট রাজ্যে খেলা হবে দিবস ঘোষণা পাল্টা বিজেপির যুব মোর্চা 09-16 অগস্ট টানা 7 দিন ধরে জেলায় জেলায় আন্দোলনে নামবে । এ বিষয়ে যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন, ‘‘তৃণমূল সরকার 10 বছরে ক্ষমতা থাকার পরেও রাজ্যে কোনও স্বচ্ছ নিয়োগ হয়নি । আর মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস পালন করছেন । তাই আমরা 20 অগস্ট রাজ্য জুড়ে কলকাতা চলোর ডাক দিয়েছি । ওই দিন হাজার হাজার বেকার যুবক চাকরির দাবিতে রাস্তায় নামবে ৷’’

মূলত, বেকার যুবকদের চাকরির দাবি । প্রতি বছর এসএসসি নিয়োগের পরীক্ষা, প্রাথমিক শিক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামবে বিজেপি ৷ নির্বাচনের আগে খেলা হবে স্লোগান তৃণমূলের জন্য জোরদার হিট হয়েছিল । জিতে আসার পরেও খেলা হবে কর্মসূচি নিয়ে জেলায় জেলায় অনুষ্ঠান আয়োজনের কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো । অন্যদিকে, রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে এমনিতেই ক্ষোভ রয়েছে যুব সমাজের মধ্যে । এই দুটো বিষয়কে এক করে, খেলা নয়, চাকরি চাই কর্মসূচির মাধ্যমে বেকার যুবকদের পাশে থাকার বার্তা দিতে চাইছে রাজ্য বিজেপি ।

আরও পড়ুন : রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার বিজেপির হেস্টিংস অফিসে যুব মোর্চার কার্যকারিণী বৈঠক হয় । সেই বৈঠকে রাজ্যের হাজার হাজার বেকার যুবকের সমস্যা নিয়ে তৃণমূল সরকারকে চাপে ফেলতে নীল নকশা তৈরি করার পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব মোর্চা । তৃণমূল সরকার তৃতীয় বারের জন্যে ক্ষমতায় এসেছে । কিন্তু, বিগত 10 বছরে নিয়মিতভাবে এসএসসি’র পরীক্ষা এবং তার নিয়োগ হয়নি । এই ইস্যুগুলিতে হাতিয়ার করে রাজ্য জুড়ে ‘খেলা নয়, চাকরি চাই’ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.