ETV Bharat / city

High-tech CCTV camera in Kolkata: শহরে বসতে চলেছে 170 হাইটেক সিসিটিভি ক্যামেরা

শহরে বসতে চলেছে 170টি হাইটেক কোয়ালিটির সিসিটিভি ক্যামেরা (High-tech CCTV camera in Kolkata)৷ লালবাজার সূত্রে এই খবর মিলেছে ৷ যে সব রাস্তায় ট্র্যাফিক অমান্য করার ঘটনা বেশি ঘটে, সেখানেই বসবে এই ক্যামেরা (Kolkata traffic)৷

170 high-tech CCTV camera to be installed in Kolkata to regulate traffic
শহরে বসতে চলেছে 170 হাইটেক সিসিটিভি ক্যামেরা
author img

By

Published : Jun 8, 2022, 9:41 AM IST

কলকাতা, 8 জুন: ট্র্যাফিক ব্যবস্থাকে আরও মজবুত এবং ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য কলকাতা শহরের রাস্তায় এ বার বসানো হচ্ছে হাইটেক কোয়ালিটির 170টি সিসি ক্যামেরা (High-tech CCTV camera in Kolkata)।

লালবাজার সূত্রের খবর, শহরের যে সব রাস্তায় সবথেকে বেশি ট্র্যাফিক আইন অমান্য করা হয়, সেখানে এই ক্যামেরাগুলি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একটি সমীক্ষা চালিয়ে লালবাজারের ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা তথ্য পান যে, শরৎ বোস রোড, মেটিয়াবুরুজ, প্রিন্স আনোয়ার শাহ রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেনিয়াপুকুর, পাক সার্কাস সেভেন পয়েন্ট, শিয়ালদহ-সহ একাধিক জায়গায় রেড সিগন্যাল অমান্য করে বেরিয়ে যাচ্ছে গাড়ি । তাছাড়াও একাধিক ট্র্যাফিক আইন অমান্য করা হচ্ছে (Kolkata traffic)।

ফলে যাতে ট্র্যাফিক আইন অমান্যকারীরা কোনওমতে ছাড় না পান, তার জন্য এই 170টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফে । জানা গিয়েছে, শুধু রেড সিগনাল অমান্যকারী বাইকের ছবি নয়, বরং এই ক্যামেরাগুলি প্রত্যেক সেকেন্ডে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারী বাইক কিংবা চার চাকা গাড়ির পাঁচটি করে স্টিল ছবি এবং পরিষ্কার ভাবে সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেটের ছবি ভিডিয়ো সমেত সার্ভারের মাধ্যমে সরাসরি পাঠিয়ে দিতে পারবে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুমে (CCTV camera in Kolkata)।

আরও পড়ুন: LED stick lights to regulate traffic: শহরের ছোট রাস্তাগুলিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে পুলিশের হাতে 'জাদুকাঠি'

এই বিষয়ে লালবাজারের দাবি, শহরে এ রকম একাধিক গাড়ি রয়েছে যেগুলির এই শহরে পারমিট নেই কিংবা যেগুলি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি । এমন গাড়ির নম্বর প্লেটকেও চিহ্নিতকরণ করার ক্ষমতা রাখবে এই সিসি ক্যামেরাগুলি । তাছাড়াও এইসব সিসিটিভি ক্যামেরা দিয়ে অতি সহজেই ধরা পড়বে শহরের রাস্তায় ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ঘুরে বেড়ানো গাড়ি গুলি । ফলে অনলাইনের মাধ্যমে ট্র্যাফিক অমান্যকারী গাড়িকে নিজেদের আয়ত্তে রাখতে পারবেন ট্র্যাফিক পুলিশকর্মীরা (High-tech CCTV camera to be installed in Kolkata)।

কলকাতা, 8 জুন: ট্র্যাফিক ব্যবস্থাকে আরও মজবুত এবং ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য কলকাতা শহরের রাস্তায় এ বার বসানো হচ্ছে হাইটেক কোয়ালিটির 170টি সিসি ক্যামেরা (High-tech CCTV camera in Kolkata)।

লালবাজার সূত্রের খবর, শহরের যে সব রাস্তায় সবথেকে বেশি ট্র্যাফিক আইন অমান্য করা হয়, সেখানে এই ক্যামেরাগুলি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একটি সমীক্ষা চালিয়ে লালবাজারের ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা তথ্য পান যে, শরৎ বোস রোড, মেটিয়াবুরুজ, প্রিন্স আনোয়ার শাহ রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেনিয়াপুকুর, পাক সার্কাস সেভেন পয়েন্ট, শিয়ালদহ-সহ একাধিক জায়গায় রেড সিগন্যাল অমান্য করে বেরিয়ে যাচ্ছে গাড়ি । তাছাড়াও একাধিক ট্র্যাফিক আইন অমান্য করা হচ্ছে (Kolkata traffic)।

ফলে যাতে ট্র্যাফিক আইন অমান্যকারীরা কোনওমতে ছাড় না পান, তার জন্য এই 170টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফে । জানা গিয়েছে, শুধু রেড সিগনাল অমান্যকারী বাইকের ছবি নয়, বরং এই ক্যামেরাগুলি প্রত্যেক সেকেন্ডে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারী বাইক কিংবা চার চাকা গাড়ির পাঁচটি করে স্টিল ছবি এবং পরিষ্কার ভাবে সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেটের ছবি ভিডিয়ো সমেত সার্ভারের মাধ্যমে সরাসরি পাঠিয়ে দিতে পারবে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুমে (CCTV camera in Kolkata)।

আরও পড়ুন: LED stick lights to regulate traffic: শহরের ছোট রাস্তাগুলিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে পুলিশের হাতে 'জাদুকাঠি'

এই বিষয়ে লালবাজারের দাবি, শহরে এ রকম একাধিক গাড়ি রয়েছে যেগুলির এই শহরে পারমিট নেই কিংবা যেগুলি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি । এমন গাড়ির নম্বর প্লেটকেও চিহ্নিতকরণ করার ক্ষমতা রাখবে এই সিসি ক্যামেরাগুলি । তাছাড়াও এইসব সিসিটিভি ক্যামেরা দিয়ে অতি সহজেই ধরা পড়বে শহরের রাস্তায় ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ঘুরে বেড়ানো গাড়ি গুলি । ফলে অনলাইনের মাধ্যমে ট্র্যাফিক অমান্যকারী গাড়িকে নিজেদের আয়ত্তে রাখতে পারবেন ট্র্যাফিক পুলিশকর্মীরা (High-tech CCTV camera to be installed in Kolkata)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.