হাওড়া, 14 জুন : ভূগর্ভস্থ জলের পাইপ লাইনে ফাটল । ব্যাহত উত্তর হাওড়ার একটা বড় অংশের পানীয় জল সরবরাহ । গতকাল উত্তর হাওড়ার ঘুসুড়ির HIT পার্কের কাছে একটি ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল দেখা দেয় । এরপরই জল সরবরাহের সময় ফাটা পাইপ দিয়ে হু হু করে জল বেরোতে থাকে । জলে ভেসে যায় গোটা এলাকা । অন্যদিকে পাইপ ফাটার ফলে উত্তর হাওড়ার কমপক্ষে 5 থেকে 6 টি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হয়েছে ।
ভূগর্ভস্থ জলের পাইপ লাইন ফেটেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে । এদিকে পাইপ লাইন ফাটার খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাওড়া পৌরনিগমের ইঞ্জিনিয়ররা । দ্রুত পাইপ মেরামতের কাজ শুরু হয় । যদিও ওই ফাটল এখনও মেরামত করা যায়নি ।
পৌরনিগম সূত্রে খবর, পাইপ লাইন মেরামতির কাজ শেষ করতে বেশ কয়েক দিন সময় লাগবে । অন্যদিকে পাইপ ফেটে জল সরবরাহ ব্যাহত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা ঠিকমতো পানীয় জল পাচ্ছেন না বলেও অভিযোগ । অনেক জায়গায় কল থেকে অল্প পরিমাণে জল বেরোচ্ছে । আবার অনেক জায়গায় বাসিন্দাদের ভরসা এখন টিউবওয়েল । পৌরনিগমের তরফে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব পাইপলাইনের মেরামতির কাজ শেষ হলে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে ।
মেরামতির প্রসঙ্গে হাওড়া পৌরনিগমের কমিশনার ধবল জৈন জানিয়েছেন, "আমাদের কাছে পাইপ ফেটে যাওয়ার খবর আসার পরেই ইঞ্জিনিয়রদের একটি দল পাঠানো হয়েছে । তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন । মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । তবে বিষয়টি একটি সময়সাপেক্ষ কাজ বলেই প্রাথমিকভাবে অনুমান । পাইপ ফেটে যাওয়ার কারণে যদি পাইপ পালটাতে হয়, তবে প্রথমে দেখতে হবে সেই পাইপ কোনও বিল্ডিংয়ের তলা দিয়ে গেছে কি না । যদি তেমন হয়, সেক্ষেত্রে আলাদা করে ডাইভারশন তৈরি করতে হবে ।"
অন্যদিকে উত্তর হাওড়ার বাসিন্দাদের জলকষ্ট প্রসঙ্গে কমিশনারের বক্তব্য, "সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য আমরা সর্বদা সচেষ্ট । ইতিমধ্যেই প্রায় 25-টিরও বেশি জলের ট্যাঙ্কার ওই এলাকায় পাঠানো হয়েছে । প্রয়োজনে আরও সংখ্যা বাড়ানো হবে । পাইপ ঠিক না হওয়া পর্যন্ত আমরা এভাবেই জলের সরবরাহ করতে থাকব ।"