ETV Bharat / city

Howrah Student Death: বিদ্যুতের খোলা তারে তড়িদাহত হয়ে মৃত পড়ুয়া - বিদ্যুতের খোলা তারে একসঙ্গে তড়িদাহত চার ছাত্রী

এক মাস কাটতে না কাটতেই ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে । নরেন্দ্রপুর গ্রামে তড়িদাহত হয়ে মৃত সপ্তম শ্রেণির ছাত্রীর নাম তৃষ্ণা ধক (School student dies due to electrocution in Howrah)।

Howrah Student Death
বিদ্যুতের খোলা তারে একসঙ্গে তড়িদাহত হয়ে মৃত পড়ুয়া
author img

By

Published : Aug 9, 2022, 11:11 PM IST

হাওড়া, 9 অগস্ট: এক মাস কাটতে না কাটতেই ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে ।
নরেন্দ্রপুর গ্রামে তড়িদাহত হয়ে মৃত সপ্তম শ্রেণির ছাত্রীর নাম তৃষ্ণা ধক (School student dies due to electrocution in Howrah)। এদিন সন্ধেয় টিউশন থেকে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা ৷ ঘটনায় তড়িদাহত আরও তিন ছাত্রী ৷

স্থানীয় সূত্রে খবর, একটি লাইটপোস্ট থেকে বিপদজনকভাবে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়েছিল। বৃষ্টি হওয়ার দরুণ রাস্তার মাটি ভিজে থাকায় ওই চারজন তড়িদাহত হয়। চার ছাত্রীকে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও তৃষ্ণা ধককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডব্লিউবিএসই দপ্তরের আধিকারিকরা। তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুত সংস্থার গাফিলতির জেরেই এই কাণ্ড ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জগৎবল্লভপুর থানার পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

হাওড়া, 9 অগস্ট: এক মাস কাটতে না কাটতেই ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে ।
নরেন্দ্রপুর গ্রামে তড়িদাহত হয়ে মৃত সপ্তম শ্রেণির ছাত্রীর নাম তৃষ্ণা ধক (School student dies due to electrocution in Howrah)। এদিন সন্ধেয় টিউশন থেকে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা ৷ ঘটনায় তড়িদাহত আরও তিন ছাত্রী ৷

স্থানীয় সূত্রে খবর, একটি লাইটপোস্ট থেকে বিপদজনকভাবে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়েছিল। বৃষ্টি হওয়ার দরুণ রাস্তার মাটি ভিজে থাকায় ওই চারজন তড়িদাহত হয়। চার ছাত্রীকে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও তৃষ্ণা ধককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডব্লিউবিএসই দপ্তরের আধিকারিকরা। তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুত সংস্থার গাফিলতির জেরেই এই কাণ্ড ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জগৎবল্লভপুর থানার পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.