ETV Bharat / city

তৃণমূল কর্মীরা বাড়ি গেলে লোকে গাছে বেঁধে পেটাবে , 'দুয়ারে সরকার' প্রসঙ্গে বললেন সায়ন্তন - তৃণমূল

দুয়ারে সরকার নিয়ে আজ হাওড়ায় চা-পে -চর্চায় সরকারকে আক্রমণ সায়ন্তন বসুর ৷ ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে তিনি জানিয়েছেন, যেভাবে তৃণমূল সরকার টাকা খেয়েছে তাতে জনগণের দুয়ারে গেলে লোকে ল্যাম্পপোস্টে বেধে রাখবে ৷

ছবি
ছবি
author img

By

Published : Dec 2, 2020, 9:27 PM IST

হাওড়া, 2 ডিসেম্বর : আজ চা-পে-চর্চায় হাওড়ায় এসেছিলেন সায়ন্তন বসু ৷ সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি 'দুয়ারে সরকারের' কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "এই সরকার মরণকালে হরির নাম করছে । সরকারের শ্মশানে যাওয়ার সময় হয়েছে । তার আগে অন্নপ্রাশন করে কী লাভ?"

সায়ন্তনের বক্তব্য শুনুন

আজ একাধিক ইশু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সায়ন্তন ৷ আমফান দুর্নীতি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রতিটি প্রসঙ্গকে টেনে ক্রমাগত সরকারকে আক্রমণ করতে থাকেন তিনি ৷ তার মধ্যে উঠে আসে দুয়ারে সরকার কর্মসূচির প্রসঙ্গ ৷ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন ," শেষের সময়ে তৃণমূল কর্মীরা যদি ঘরে ঘরে খবর নিতে যান তাহলে ল্যাম্প পোস্টে বেঁধে জনগণ তাঁদের পেটাবে ।" প্রশ্ন তোলেন, 2013 সালে রাজ্য বিধানসভায় একটি আইন পাশ হয় । তাতে বলা হয়েছিল 15 দিনের মধ্যে পরিষেবা পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কতজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?

আরও পড়ুন : আত্মসমর্পণ করবেন কি না ওঁর ব্যক্তিগত ব্যাপার; শুভেন্দু প্রসঙ্গে সায়ন্তন

চা-পে-চর্চায় প্রথম থেকেই আক্রমণত্মক ভঙ্গিতে দেখা যায় সায়ন্তনকে ৷ আগামী নির্বাচনে এই প্রকল্প তৃণমূলকে কতটা অক্সিজেন জোগাবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য , তৃণমূলের নেতারা যেভাবে চাকরির দেওয়ার নামে , ঘর দেওয়ার নামে হাজার হাজার টাকা নিয়েছেন জনগণ এদের দেখলে গাছে বেঁধে রেখে দেবে ৷ পাশাপাশি তাঁর আবেদন , যে সকল তৃণমূল নেতারা কাটমানি নিয়েছিলেন তাঁরা যেন জনগণের বাড়ি থেকে দূরে থাকে ৷

হাওড়া, 2 ডিসেম্বর : আজ চা-পে-চর্চায় হাওড়ায় এসেছিলেন সায়ন্তন বসু ৷ সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি 'দুয়ারে সরকারের' কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "এই সরকার মরণকালে হরির নাম করছে । সরকারের শ্মশানে যাওয়ার সময় হয়েছে । তার আগে অন্নপ্রাশন করে কী লাভ?"

সায়ন্তনের বক্তব্য শুনুন

আজ একাধিক ইশু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সায়ন্তন ৷ আমফান দুর্নীতি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রতিটি প্রসঙ্গকে টেনে ক্রমাগত সরকারকে আক্রমণ করতে থাকেন তিনি ৷ তার মধ্যে উঠে আসে দুয়ারে সরকার কর্মসূচির প্রসঙ্গ ৷ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন ," শেষের সময়ে তৃণমূল কর্মীরা যদি ঘরে ঘরে খবর নিতে যান তাহলে ল্যাম্প পোস্টে বেঁধে জনগণ তাঁদের পেটাবে ।" প্রশ্ন তোলেন, 2013 সালে রাজ্য বিধানসভায় একটি আইন পাশ হয় । তাতে বলা হয়েছিল 15 দিনের মধ্যে পরিষেবা পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কতজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?

আরও পড়ুন : আত্মসমর্পণ করবেন কি না ওঁর ব্যক্তিগত ব্যাপার; শুভেন্দু প্রসঙ্গে সায়ন্তন

চা-পে-চর্চায় প্রথম থেকেই আক্রমণত্মক ভঙ্গিতে দেখা যায় সায়ন্তনকে ৷ আগামী নির্বাচনে এই প্রকল্প তৃণমূলকে কতটা অক্সিজেন জোগাবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য , তৃণমূলের নেতারা যেভাবে চাকরির দেওয়ার নামে , ঘর দেওয়ার নামে হাজার হাজার টাকা নিয়েছেন জনগণ এদের দেখলে গাছে বেঁধে রেখে দেবে ৷ পাশাপাশি তাঁর আবেদন , যে সকল তৃণমূল নেতারা কাটমানি নিয়েছিলেন তাঁরা যেন জনগণের বাড়ি থেকে দূরে থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.