ETV Bharat / city

Minor Rape : বাড়িওয়ালার হাতে ধর্ষিতা চতুর্থ শ্রেণির পড়ুয়া, এলাকায় বিক্ষোভ - সাঁকরাইলে বাড়িওয়ালার হাতে ধর্ষিত চতুর্থ শ্রেণির পড়ুয়া

চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে ৷ গত ছ'মাসে একাধিকবার ঘটেছে এমন জঘন্য অপরাধ ৷ কাউকে জানালে খুনের ভয়ও দেখানো হয় নাবালিকাকে ৷ ঘটনা জানাজানি হওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছেন নাবালিকার পরিবার এবং স্থানীয়রা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

সাঁকরাইলে বাড়িওয়ালার হাতে ধর্ষিত চতুর্থ শ্রেণির পড়ুয়া
সাঁকরাইলে বাড়িওয়ালার হাতে ধর্ষিত চতুর্থ শ্রেণির পড়ুয়া
author img

By

Published : Aug 21, 2021, 6:18 PM IST

সাঁকরাইল, 21 অগস্ট : লজেন্সের লোভ দেখিয়ে মাস ছয়েক ধরে 10 বছরের নাবালিকাকে চলেছে ধর্ষণ ৷ কাউকে জানালে তাকে এবং তার বাবা-মাকে খুনের হুমকির পাশাপাশি তার বোনকে বিক্রি করে দেওয়ার ভয়ও দেখানো হয় ৷ তাতেই মাস ছয়েক ধরে কাউকে কিছু জানাতে পারেনি বাচ্চা মেয়েটি ৷ তবে শেষ অবধি যখন জানাজানি হল, তখন অভিযুক্ত পলাতক ৷ অভিযুক্তকে গ্রেফতার এবং তার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায় । পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে সাঁকরাইল থানা এলাকায় শংকর হুদাতি (55)-র বাড়িতে ভাড়া থাকেন । দুই কন্যার মধ্যে বড়টির বয়স 10 বছর ৷ অভিযোগ, বাড়িওয়ালা শংকর হুদাতি লজেন্সের লোভ দেখিয়ে গত ছ'মাসে বড় মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে । কাউকে জানালে তাকে খুনের ভয়ও দেখায় অভিযুক্ত ৷

গত 6 অগস্ট নাবালিকার মায়ের জন্মদিন ছিল । সেই দিন তাকে বেলুন দেওয়ার নাম করে ফের ধর্ষণ করার চেষ্টা করে ৷ কিন্তু সফল হয়নি । বাচ্চা মেয়েটি পাশের বাড়ির এক কাকিমাকে ঘটনার কথা বলে ৷ ঘটনার দু'দিন পর নাবালিকার মা-ও জানতে পারেন বিষয়টি ৷ 10 বছরের ছোট্ট মেয়েটি অভিযুক্ত শংকরকে দাদু বলে ডাকত । সেই দাদু যে এই ধরনের জঘন্য কাজ করবে তা ওই ভাড়াটিয়া পরিবার স্বপ্নেও ভাবতে পারেনি । ঘটনার পর থেকেই এলাকায় আর দেখা যায়নি অভিযুক্ত শংকরকে ৷

পরিবারের বক্তব্য, তাদের মেয়েকে ভয় দেখানো হয়েছিল ৷ তাকে বলা হয়, সে এই নিয়ে কাউকে কিছু জানালে তার বোনকে বিক্রি করে দেওয়া হবে ৷ পাশাপাশি তাকে এবং তার মা-বাবাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ সে ভয়েই মেয়ে এতদিন চুপ করেছিল ৷ তাঁদের আরও অভিযোগ, ঘটনার কথা জানাজানি হওয়ার পর শংকর ওই পরিবারকে টাকার টোপ দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করে ৷ তাতে তাঁরা রাজি হননি ।

শুক্রবার রাতে সাঁকরাইল থানার লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা নাবালিকার পরিবার ৷ ঘটনার কথা জানাজানি হওয়ার পরই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ নাবালিকার বাবা-মায়ের পাশাপাশি প্রতিবেশীরাও বিক্ষোভ দেখান এলাকায় । তাঁদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে অভিযুক্তকে । ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷

অভিযোগ পাওয়ার পর গতকাল রাতেই শংকর হুদাতির বাড়িতে পুলিশ আসে । তবে পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি ৷ ঘটনা যে অন্য দিকে মোড় নিতে চলেছে, তার আভাস পেয়ে পুলিশ আসার আগেই পরিবার নিয়ে পালিয়েছে অভিযুক্ত । তার খোঁজে তল্লাশি শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ । পাশাপাশি তদন্তও শুরু হয়েছে ৷ অভিযুক্ত তার কোনও আত্মীয়-পরিজনের বাড়িতে পালিয়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : Rape : থানার সামনে থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

সাঁকরাইল, 21 অগস্ট : লজেন্সের লোভ দেখিয়ে মাস ছয়েক ধরে 10 বছরের নাবালিকাকে চলেছে ধর্ষণ ৷ কাউকে জানালে তাকে এবং তার বাবা-মাকে খুনের হুমকির পাশাপাশি তার বোনকে বিক্রি করে দেওয়ার ভয়ও দেখানো হয় ৷ তাতেই মাস ছয়েক ধরে কাউকে কিছু জানাতে পারেনি বাচ্চা মেয়েটি ৷ তবে শেষ অবধি যখন জানাজানি হল, তখন অভিযুক্ত পলাতক ৷ অভিযুক্তকে গ্রেফতার এবং তার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায় । পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে সাঁকরাইল থানা এলাকায় শংকর হুদাতি (55)-র বাড়িতে ভাড়া থাকেন । দুই কন্যার মধ্যে বড়টির বয়স 10 বছর ৷ অভিযোগ, বাড়িওয়ালা শংকর হুদাতি লজেন্সের লোভ দেখিয়ে গত ছ'মাসে বড় মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে । কাউকে জানালে তাকে খুনের ভয়ও দেখায় অভিযুক্ত ৷

গত 6 অগস্ট নাবালিকার মায়ের জন্মদিন ছিল । সেই দিন তাকে বেলুন দেওয়ার নাম করে ফের ধর্ষণ করার চেষ্টা করে ৷ কিন্তু সফল হয়নি । বাচ্চা মেয়েটি পাশের বাড়ির এক কাকিমাকে ঘটনার কথা বলে ৷ ঘটনার দু'দিন পর নাবালিকার মা-ও জানতে পারেন বিষয়টি ৷ 10 বছরের ছোট্ট মেয়েটি অভিযুক্ত শংকরকে দাদু বলে ডাকত । সেই দাদু যে এই ধরনের জঘন্য কাজ করবে তা ওই ভাড়াটিয়া পরিবার স্বপ্নেও ভাবতে পারেনি । ঘটনার পর থেকেই এলাকায় আর দেখা যায়নি অভিযুক্ত শংকরকে ৷

পরিবারের বক্তব্য, তাদের মেয়েকে ভয় দেখানো হয়েছিল ৷ তাকে বলা হয়, সে এই নিয়ে কাউকে কিছু জানালে তার বোনকে বিক্রি করে দেওয়া হবে ৷ পাশাপাশি তাকে এবং তার মা-বাবাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ সে ভয়েই মেয়ে এতদিন চুপ করেছিল ৷ তাঁদের আরও অভিযোগ, ঘটনার কথা জানাজানি হওয়ার পর শংকর ওই পরিবারকে টাকার টোপ দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করে ৷ তাতে তাঁরা রাজি হননি ।

শুক্রবার রাতে সাঁকরাইল থানার লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা নাবালিকার পরিবার ৷ ঘটনার কথা জানাজানি হওয়ার পরই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ নাবালিকার বাবা-মায়ের পাশাপাশি প্রতিবেশীরাও বিক্ষোভ দেখান এলাকায় । তাঁদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে অভিযুক্তকে । ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷

অভিযোগ পাওয়ার পর গতকাল রাতেই শংকর হুদাতির বাড়িতে পুলিশ আসে । তবে পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি ৷ ঘটনা যে অন্য দিকে মোড় নিতে চলেছে, তার আভাস পেয়ে পুলিশ আসার আগেই পরিবার নিয়ে পালিয়েছে অভিযুক্ত । তার খোঁজে তল্লাশি শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ । পাশাপাশি তদন্তও শুরু হয়েছে ৷ অভিযুক্ত তার কোনও আত্মীয়-পরিজনের বাড়িতে পালিয়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : Rape : থানার সামনে থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.