ETV Bharat / city

Containment Zones : হাওড়ায় কমল মাইক্রো কনটেনমেন্ট - Numbers of Containment Zones and Micro containment zones reduced at howrah district

সংক্রমণ এবং মৃত্যু হার খানিকটা কমায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও কমানোর কথা ঘোষণা করেছে হাওড়া জেলা প্রশাসন ৷ 76টি কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োন থেকে কমিয়ে তা 59 টি করা হল ৷ তবে কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নয় জেলা প্রশাসন ।

হাওড়ায় কমানো হল কনটেনমেন্ট জোনের সংখ্যা ৷
হাওড়ায় কমানো হল কনটেনমেন্ট জোনের সংখ্যা ৷
author img

By

Published : Jul 14, 2021, 2:36 PM IST

হাওড়া, 14 জুলাই : সংক্রমণ খানিকটা কমেছে ৷ মৃত্যুর হারও কমেছে সেই সঙ্গেই ৷ তাই কড়াকড়িও কমানো হল খানিকটা ৷ রাজ্যে বিগত সাত দিন ধরে কোভিডের সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে । পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও । একই চিত্র হাওড়া জেলাতেও । তাই জেলা প্রশাসনের সিদ্ধান্তে হাওড়া জেলায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷

সম্প্রতি জেলার কয়েকটি এলাকায় সংক্রমণ বেশি থাকার জন্য জেলা প্রশাসন থেকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন করা হয়েছিল ওই এলাকাগুলিকে । কিন্তু গতকাল একটি নির্দেশিকাতে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে জেলা প্রশাসন । হাওড়া জেলা প্রশাসনের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, জেলায় মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা এই মুহূর্তে 27টি, যার মধ্যে হাওড়া শহরে রয়েছে 7টি ও হাওড়া গ্রামীণ এলাকায় রয়েছে 20টি । এছাড়াও আলাদা করে মাইক্রো কনটেনমেন্ট জ়োনের কথাও জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে । হাওড়া শহর ও গ্রামীণ এলাকায় মোট 32টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে, যার মধ্যে হাওড়া শহরে 2টি ও হাওড়া গ্রামীণ এলাকায় 30টি জায়গাকে এর আওতায় আনা হয়েছে । এই কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনগুলিতে কড়া নজরদারি রাখার কথাও জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ।

এর আগে হাওড়া জেলায় কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 76টি । এখন তা কমে দাঁড়াল 59টিতে । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 32 জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 67 জন । জেলাতে এই মুহূর্তে একটিভ কোভিড রোগীর সংখ্যা 744 জন ।

অবশ্য সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association- IMA) তরফ থেকে কোভিডের তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । তাতে সামনের মাসে অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে এই দেশের বুকে আছড়ে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ । এমনটাই দাবি করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন । তাই কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কোনওরকম গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নয় জেলা প্রশাসন । এই কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনে কেউ নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে মহামারি আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জেলা প্রশাসন ।

আরও পড়ুন : হাওড়ায় কনটেনমেন্ট জ়োন বেড়ে 91, একদিনে সংক্রমিত সর্বাধিক

হাওড়া, 14 জুলাই : সংক্রমণ খানিকটা কমেছে ৷ মৃত্যুর হারও কমেছে সেই সঙ্গেই ৷ তাই কড়াকড়িও কমানো হল খানিকটা ৷ রাজ্যে বিগত সাত দিন ধরে কোভিডের সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে । পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও । একই চিত্র হাওড়া জেলাতেও । তাই জেলা প্রশাসনের সিদ্ধান্তে হাওড়া জেলায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷

সম্প্রতি জেলার কয়েকটি এলাকায় সংক্রমণ বেশি থাকার জন্য জেলা প্রশাসন থেকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন করা হয়েছিল ওই এলাকাগুলিকে । কিন্তু গতকাল একটি নির্দেশিকাতে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে জেলা প্রশাসন । হাওড়া জেলা প্রশাসনের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, জেলায় মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা এই মুহূর্তে 27টি, যার মধ্যে হাওড়া শহরে রয়েছে 7টি ও হাওড়া গ্রামীণ এলাকায় রয়েছে 20টি । এছাড়াও আলাদা করে মাইক্রো কনটেনমেন্ট জ়োনের কথাও জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে । হাওড়া শহর ও গ্রামীণ এলাকায় মোট 32টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে, যার মধ্যে হাওড়া শহরে 2টি ও হাওড়া গ্রামীণ এলাকায় 30টি জায়গাকে এর আওতায় আনা হয়েছে । এই কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনগুলিতে কড়া নজরদারি রাখার কথাও জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ।

এর আগে হাওড়া জেলায় কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 76টি । এখন তা কমে দাঁড়াল 59টিতে । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 32 জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 67 জন । জেলাতে এই মুহূর্তে একটিভ কোভিড রোগীর সংখ্যা 744 জন ।

অবশ্য সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association- IMA) তরফ থেকে কোভিডের তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । তাতে সামনের মাসে অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে এই দেশের বুকে আছড়ে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ । এমনটাই দাবি করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন । তাই কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কোনওরকম গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নয় জেলা প্রশাসন । এই কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জ়োনে কেউ নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে মহামারি আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জেলা প্রশাসন ।

আরও পড়ুন : হাওড়ায় কনটেনমেন্ট জ়োন বেড়ে 91, একদিনে সংক্রমিত সর্বাধিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.