হাওড়া,29 ঝানুয়ারি : সাত সকালে সোনার দোকানের গহনার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার জয়পুরে। প্রায় দু লাখ টাকার সোনা নিয়ে পালায় দুষ্কৃতীর দল। এই ঘটনায় হতবাক স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে সোনার দোকান খুলেছিলেন দোকানের মালিক বনমালী বেড়া। দোকান খুলে পুজো করার জন্য বাইরের কল থেকে জল আনতে যান। জলের কলে ভিড় থাকায় জল নিয়ে আসতে একটু দেরি হয় তাঁর। দোকানে ঢুকে দেখেন মেঝেতে পায়ের ছাপ। তাঁর সন্দেহ হওয়াতে ভেতরে ঢুকে দেখেন, তাঁর বাড়ি থেকে আনা ব্যাগটি নেই। তিনি বলেন, জল নিয়ে আসার সুযোগে তার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। স্থানীয় সূত্র থেকে জানা যায় বাইকে করে এসে দোকানের ভিতরে ঢুকে সোনার ব্যাগ নিয়ে চম্পট দেয় চোরেরা।
আরও পড়ুন :সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার অপমান দুর্ভাগ্যজনক : রাষ্ট্রপতি
এরপরে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেও ব্যাগ পাওয়া যায় নি। এরপরই খবর দেওয়া হয় জয়পুর থানায়। দোকানে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীরা সহজেই সোনা নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে জয়পুর থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই চুরির ঘটনায় সঙ্গে দোকানের মালিকের পরিচিত কেউ যুক্ত। পরিচিত কেউ জানতো, উনি দোকানে পুজোর জন্য বাইরে থেকে জল আনতে যান ও সোনার দোকান হওয়া সত্ত্বেও দোকানে কোনো সিসিটিভি লাগানো নেই। দোকানের মালিক বনমালী বেড়া জানান, নগদ দশ হাজার টাকা, প্রায় 3 ভড়ি মতো সোনা ও দোকানের সব চাবি ওই ব্যাগে ছিল।