হাওড়া, 17 মার্চ : মঙ্গলা হাট বন্ধের দাবি নিয়ে হাওড়া সদর যুব BJP হাওড়া থানা ঘেরাও অভিযান করে । আজ সকালে হাওড়া সদর BJP-র সভাপতি সুরজিৎ সাহা ও হাওড়া যুব মোর্চার সভাপতি ওম প্রকাশ মিশ্র এই অভিযানে নেতৃত্ব দেন । সুরজিৎ সাহাসহ নেতাকর্মীদের হাওড়া পুলিশ আটক করে ।
মঙ্গলা হাট বন্ধের নির্দেশ মেলেনি । খোলা রয়েছে । গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে রাজ্য সরকার । রাজ্যে কোরোনা রুখতে নেওয়া হয়েছে বেশ কিছু জরুরি সিদ্ধান্ত । স্কুল কলেজ আগামী 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া রাজ্য প্রশাসনের তরফ থেকে 30 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে । তা সত্ত্বেও খোলা রয়েছে মঙ্গলা হাট ।
এশিয়ার অন্যতম বড় হাট এই মঙ্গলা হাট । যেখানে প্রতিদিন ভিন রাজ্য থেকে লাখ লাখ মানুষ আসেন এই হাটে কেনা বেচা করার জন্য । এদের মধ্যে কার কোরোনা রয়েছে তা বোঝা সম্ভব নয় । নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে । তবুও মঙ্গলা হাটের দিকে নজর নেই হাওড়া প্রশাসনের এমন অভিযোগ তুলেছে হাওড়া সদর BJP-র সভাপতি সুরজিৎ সাহা ।