হাওড়া, 17 ফেব্রুয়ারি : রাজ্যে মমতার নির্মমতার সরকার চলছে, কটাক্ষ বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র। আজ বালি খালে রেলের সিঁড়ির ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে এসে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন," মোটাকে মোটা বললে সে রেগে যায় । কিন্তু মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম বললে তিনি কেন রাগছেন?" তাঁর দাবি, বহু জায়গায় জয় শ্রীরাম, সিয়ারাম ব্যবহার হয় এটা বহু পুরানো কথা।
তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী নিজের স্ট্যান্ডার্ড নিজেই তৈরি করেছেন। তিনি প্রশ্ন তোলেন যে সমস্ত মানুষেরা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন ভোটের সময় উনি কি তাঁদের কাছে গিয়ে ভোট চাইবেন না? তিনি বলেন, "এটা ডবল স্ট্যান্ডার্ড কাজ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বললে রেগে যাচ্ছেন কেন তা নিয়েও প্রশ্ন তোলেন বাবুল। তিনি দাবি করেন, যে তাঁকে ভাইপো বলছে তিনি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করছেন। তিনি আরও দাবি করেন, "মান অর্জন করতে সে-রকম কাজ করতে হয়।" তিনি বলেন, "মান থাকলে তবে মানহানি হয়। সেই মান ভাইপোর আছে কি না তা রাজ্যের মানুষ বিধানসভা ভোটে তাঁকে বুঝিয়ে দেবে।"
আরও পড়ুন : 21-এর ভোটে লড়তে চান না চিরঞ্জিত
পাশাপাশি আজকের অনুষ্ঠানে হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিত থাকায় তিনি বলেন, এটা সরকারি অনুষ্ঠান। তাই রাজ্য কেন্দ্র ও স্থানীয় প্রশাসন যদি একসঙ্গে কাজ না করে তাতে মানুষের অসুবিধা হয়। আর এই ধরণের ঘটনা দেশের সংবিধান ও যুক্ত রাষ্ট্রীয় কাঠামোকে আঘাত, অপমান করার সামিল।