ETV Bharat / city

Mamata Banerjee Brother: ভবানীপুর ছেড়ে হাওড়ার শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এতদিন ভবানীপুরের ভোটার ছিলেন ৷ এবার তিনি ভোটার হলেন হাওড়ার শিবপুরের ৷

mamata-banerjee-brother-swapan-becomes-voter-of-howrah
Mamata Banerjee Brother: ভবানীপুর ছেড়ে হাওড়ার শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়
author img

By

Published : Jul 8, 2022, 7:18 PM IST

Updated : Jul 8, 2022, 10:54 PM IST

কলকাতা, 8 জুলাই : দীর্ঘদিন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র (Kolkata South Parliamentary Constituency) ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (Bhabanipore Assembly Constituency) ভোটার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) ৷ যিনি বাবুন বন্দ্যোপাধ্যায় নামেও পরিচিত । এবার আর ভবানীপুরে ভোট দেবেন না তিনি ৷ কারণ, তিনি এখন হাওড়ার ভোটার ।

দীর্ঘদিন বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্থায়ী ঠিকানা ছিল 30বি হরিশ চাটার্জি স্ট্রিট । তবে এবার তাঁর নয়া ঠিকানা হল 6/1 দীনু মাস্টার লেন । সেই ঠিকানাতেই তিনি হাওড়া শিবপুরের ভোটার হয়েছেন । তাঁর সচিত্র ভোটার কার্ডও চলে এসেছে বলে খবর ৷

সক্রিয় রাজনীতিতে না থাকলেও ময়দানের রাজনীতির সঙ্গে তিনি বহুকাল যুক্ত । মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় । তাছাড়া হকি ও অলিম্পিক মতো সংস্থারও উঁচু পদেও আসীন রয়েছেন তিনি । তৃণমূলের ক্রীড়া সেলের বর্তমান চেয়ারম্যান তিনি ।

Mamata Banerjee Brother
শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন

যদিও তাঁর এই ঠিকানা বদল নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা । মনে করা হচ্ছে যে হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) নির্বাচনে লড়বেন ৷ সেই কারণেই তিনি এই এলাকার ভোটার হলেন ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের (Trinamool Congress) কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : TMC Agitation: মাটির উনুনে জল দিয়ে রান্না ! মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল

কলকাতা, 8 জুলাই : দীর্ঘদিন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র (Kolkata South Parliamentary Constituency) ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (Bhabanipore Assembly Constituency) ভোটার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) ৷ যিনি বাবুন বন্দ্যোপাধ্যায় নামেও পরিচিত । এবার আর ভবানীপুরে ভোট দেবেন না তিনি ৷ কারণ, তিনি এখন হাওড়ার ভোটার ।

দীর্ঘদিন বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্থায়ী ঠিকানা ছিল 30বি হরিশ চাটার্জি স্ট্রিট । তবে এবার তাঁর নয়া ঠিকানা হল 6/1 দীনু মাস্টার লেন । সেই ঠিকানাতেই তিনি হাওড়া শিবপুরের ভোটার হয়েছেন । তাঁর সচিত্র ভোটার কার্ডও চলে এসেছে বলে খবর ৷

সক্রিয় রাজনীতিতে না থাকলেও ময়দানের রাজনীতির সঙ্গে তিনি বহুকাল যুক্ত । মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় । তাছাড়া হকি ও অলিম্পিক মতো সংস্থারও উঁচু পদেও আসীন রয়েছেন তিনি । তৃণমূলের ক্রীড়া সেলের বর্তমান চেয়ারম্যান তিনি ।

Mamata Banerjee Brother
শিবপুরের ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন

যদিও তাঁর এই ঠিকানা বদল নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা । মনে করা হচ্ছে যে হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) নির্বাচনে লড়বেন ৷ সেই কারণেই তিনি এই এলাকার ভোটার হলেন ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের (Trinamool Congress) কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : TMC Agitation: মাটির উনুনে জল দিয়ে রান্না ! মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল

Last Updated : Jul 8, 2022, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.