ETV Bharat / city

New Train For Tourist: পূর্ব রেলের জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন

জ্যোতির্লিঙ্গ দর্শণের জন্য় বিশেষ ট্রেন চালু পূর্ব রেলের ৷ আইআরসিটিসির পূর্বাঞ্চল জোনাল অফিস এই বিশেষ টুরিস্ট ট্রেন চালুর কথা জানিয়েছে (New Train For Tourist)।

New Train For Tourist
পূর্ব রেলের জ্যোতিরলিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন
author img

By

Published : Jul 28, 2022, 6:44 PM IST

হাওড়া, 28 জুলাই: জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য বিশেষ ট্রেন চালু পূর্ব রেলের । আইআরসিটিসির পূর্বাঞ্চল জোনাল অফিস এই বিশেষ টুরিস্ট ট্রেন চালুর কথা জানিয়েছে । নতুন এই ট্রেনের নাম রাখা হয়েছে "জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন"। এই ট্রেনটি 6 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

উজ্জ্বয়ন, ওমকারেশ্বর, সিরডি, শানিসিগ্ন্যাপুর, দ্বারকা, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি যাত্রা করবে । যাত্রাপথে দুমকা, ভাগলপুর ও জামালপুর স্টেশনে থামবে ৷ এই এলাকার যাত্রীরাও বিশেষ ট্রেনটিতে উঠতে পারবেন বলে জানিয়েছে পূর্ব রেল।

12 দিনের এই বিশেষ ট্রেন সফরে যাত্রীদের জন্য দুই ধরণের প্যাকেজ রাখা হয়েছে । সাধারণ স্লিপার কামরায় জন প্রতি খরচ 22হাজার 10 টাকা । পাশাপাশি বাতানকুল কামরায় জন্য একজনের খরচ 33 হাজার 20 টাকা।

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন সময়

দু’টি প্যাকেজেই সাধারণ ও বাতানকুল ট্রেনের ভাড়া, হোটেল ও দ্রষ্টব্য স্থান দর্শন করতে পারবেন যাত্রীরা । "জ্যোতিরলিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন" সম্পর্কিত বিস্তারিত জানতে 9002040069 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারবেন যাত্রীরা ৷ পাশাপাশি আইআরসিটিসির ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.আইআরসিটিসি টুরিজম.কমে পাওয়া যাবে সমস্ত তথ্য । এছাড়াও 3 নম্বর কয়লাঘাটা স্ট্রিটের পূর্ব রেলের সদর দফতর, ভাগলপুর ফুড প্লাজা ও স্টেশনথেকেও এই ট্যুর প্যাকেজ সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে আইআরসিটিসি।

হাওড়া, 28 জুলাই: জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য বিশেষ ট্রেন চালু পূর্ব রেলের । আইআরসিটিসির পূর্বাঞ্চল জোনাল অফিস এই বিশেষ টুরিস্ট ট্রেন চালুর কথা জানিয়েছে । নতুন এই ট্রেনের নাম রাখা হয়েছে "জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন"। এই ট্রেনটি 6 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

উজ্জ্বয়ন, ওমকারেশ্বর, সিরডি, শানিসিগ্ন্যাপুর, দ্বারকা, সোমনাথ এবং স্ট্যাচু অফ ইউনিটি যাত্রা করবে । যাত্রাপথে দুমকা, ভাগলপুর ও জামালপুর স্টেশনে থামবে ৷ এই এলাকার যাত্রীরাও বিশেষ ট্রেনটিতে উঠতে পারবেন বলে জানিয়েছে পূর্ব রেল।

12 দিনের এই বিশেষ ট্রেন সফরে যাত্রীদের জন্য দুই ধরণের প্যাকেজ রাখা হয়েছে । সাধারণ স্লিপার কামরায় জন প্রতি খরচ 22হাজার 10 টাকা । পাশাপাশি বাতানকুল কামরায় জন্য একজনের খরচ 33 হাজার 20 টাকা।

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন সময়

দু’টি প্যাকেজেই সাধারণ ও বাতানকুল ট্রেনের ভাড়া, হোটেল ও দ্রষ্টব্য স্থান দর্শন করতে পারবেন যাত্রীরা । "জ্যোতিরলিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন" সম্পর্কিত বিস্তারিত জানতে 9002040069 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারবেন যাত্রীরা ৷ পাশাপাশি আইআরসিটিসির ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.আইআরসিটিসি টুরিজম.কমে পাওয়া যাবে সমস্ত তথ্য । এছাড়াও 3 নম্বর কয়লাঘাটা স্ট্রিটের পূর্ব রেলের সদর দফতর, ভাগলপুর ফুড প্লাজা ও স্টেশনথেকেও এই ট্যুর প্যাকেজ সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে আইআরসিটিসি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.