হাওড়া, 23 ডিসেম্বর : একদিনের মধ্যে অপহৃত চিকিৎসককে উদ্ধার করল পাড়ার ক্লাব সদস্যরা ৷ এই ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে পুলিশের হাতে তুলে দিল তারা ৷ আজ সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এলাকার ঘটনা ৷ অপহৃত ওই চিকিৎসকের নাম দেবীশংকর দে ৷ পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ৷ তিনি রামচরণ শেঠ রোডের বাসিন্দা ৷
ক্লাবের পক্ষ থেকে জানা যায়, দেবীশংকরবাবু বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ি করে আমতা এলাকায় যান ৷ মাঝরাস্তা থেকেই তাঁকে অপহরণ করা হয় ৷ পরে অপহরণকারীরা ওই চিকিৎসকের পরিবারের কাছে 50 লাখ টাকার মুক্তিপণ চেয়ে ফোন করে ৷ টাকা না দিলে চিকিৎসককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল পরিবারকে ৷ তবে তা শেষ পর্যন্ত 20 লাখ টাকায় রফা হয় ৷ অপহরণকারীরা সেই টাকা নিতে ওই এলাকায় পাঠায় আরও দু'জনকে ৷
ওই দু'জনকে সন্দেহজনকভাবে চ্যাটার্জিহাট এলাকায় ঘোরাফেরা করতে দেখে দশের পল্লি ক্লাব সদস্যরা ৷ তাদের ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে মারধর করে সদস্যরা ৷ অবশেষে চিকিৎসকের অপহরণের ঘটনাটি তারা স্বীকার করে নেয় ৷ এবং বাকি দুই অপহরণকারীদের টাকার টোপ দিয়ে এলাকায় ডাকা হয় ৷ মুক্তিপণের টাকা পাওয়া গেছে ভেবে তারা চিকিৎসককে ছেড়ে দেয় ৷ হাওড়া গ্রামীণ পুলিশের আওতায় থাকা আমতা এলাকা থেকে চিকিৎসককে উদ্ধার করা হয় ৷ অক্ষত অবস্থায় দেবীশংকরবাবুর বাড়ি ফেরায় পরিবারে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে ৷
অপরদিকে ওই অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানা যায় ৷ কিন্তু ক্লাব সদস্যদের হাতে ধরা পড়া দু'জনকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷ সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ প্রসঙ্গে হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার সাউথ জ়োন 2 স্বাতী ভাঙ্গালিয়া বলেন, চারজনের একটি দল দেবীশংকরবাবুকে অপহরণ করেছিল আমতা থেকে ৷ আমতা থানায় তাঁর অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ৷