ETV Bharat / city

মুক্তিপণের টাকা নিতে এসে ধৃত 2, উদ্ধার অপহৃত চিকিৎসক

একদিনের মধ্যে অপহৃত চিকিৎসককে উদ্ধার করল পাড়ার ক্লাব সদস্যরা ৷ এই ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে পুলিশের হাতে তুলে দিল তারা ৷ আজ সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এলাকার ঘটনা ৷

Doctor kidnapped in Howrah
অপহৃত চিকিৎসক উদ্ধার
author img

By

Published : Dec 23, 2019, 11:39 PM IST

হাওড়া, 23 ডিসেম্বর : একদিনের মধ্যে অপহৃত চিকিৎসককে উদ্ধার করল পাড়ার ক্লাব সদস্যরা ৷ এই ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে পুলিশের হাতে তুলে দিল তারা ৷ আজ সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এলাকার ঘটনা ৷ অপহৃত ওই চিকিৎসকের নাম দেবীশংকর দে ৷ পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ৷ তিনি রামচরণ শেঠ রোডের বাসিন্দা ৷

ক্লাবের পক্ষ থেকে জানা যায়, দেবীশংকরবাবু বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ি করে আমতা এলাকায় যান ৷ মাঝরাস্তা থেকেই তাঁকে অপহরণ করা হয় ৷ পরে অপহরণকারীরা ওই চিকিৎসকের পরিবারের কাছে 50 লাখ টাকার মুক্তিপণ চেয়ে ফোন করে ৷ টাকা না দিলে চিকিৎসককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল পরিবারকে ৷ তবে তা শেষ পর্যন্ত 20 লাখ টাকায় রফা হয় ৷ অপহরণকারীরা সেই টাকা নিতে ওই এলাকায় পাঠায় আরও দু'জনকে ৷

ওই দু'জনকে সন্দেহজনকভাবে চ্যাটার্জিহাট এলাকায় ঘোরাফেরা করতে দেখে দশের পল্লি ক্লাব সদস্যরা ৷ তাদের ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে মারধর করে সদস্যরা ৷ অবশেষে চিকিৎসকের অপহরণের ঘটনাটি তারা স্বীকার করে নেয় ৷ এবং বাকি দুই অপহরণকারীদের টাকার টোপ দিয়ে এলাকায় ডাকা হয় ৷ মুক্তিপণের টাকা পাওয়া গেছে ভেবে তারা চিকিৎসককে ছেড়ে দেয় ৷ হাওড়া গ্রামীণ পুলিশের আওতায় থাকা আমতা এলাকা থেকে চিকিৎসককে উদ্ধার করা হয় ৷ অক্ষত অবস্থায় দেবীশংকরবাবুর বাড়ি ফেরায় পরিবারে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে ৷

অপরদিকে ওই অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানা যায় ৷ কিন্তু ক্লাব সদস্যদের হাতে ধরা পড়া দু'জনকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷ সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ প্রসঙ্গে হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার সাউথ জ়োন 2 স্বাতী ভাঙ্গালিয়া বলেন, চারজনের একটি দল দেবীশংকরবাবুকে অপহরণ করেছিল আমতা থেকে ৷ আমতা থানায় তাঁর অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ৷

হাওড়া, 23 ডিসেম্বর : একদিনের মধ্যে অপহৃত চিকিৎসককে উদ্ধার করল পাড়ার ক্লাব সদস্যরা ৷ এই ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে পুলিশের হাতে তুলে দিল তারা ৷ আজ সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এলাকার ঘটনা ৷ অপহৃত ওই চিকিৎসকের নাম দেবীশংকর দে ৷ পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ৷ তিনি রামচরণ শেঠ রোডের বাসিন্দা ৷

ক্লাবের পক্ষ থেকে জানা যায়, দেবীশংকরবাবু বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ি করে আমতা এলাকায় যান ৷ মাঝরাস্তা থেকেই তাঁকে অপহরণ করা হয় ৷ পরে অপহরণকারীরা ওই চিকিৎসকের পরিবারের কাছে 50 লাখ টাকার মুক্তিপণ চেয়ে ফোন করে ৷ টাকা না দিলে চিকিৎসককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল পরিবারকে ৷ তবে তা শেষ পর্যন্ত 20 লাখ টাকায় রফা হয় ৷ অপহরণকারীরা সেই টাকা নিতে ওই এলাকায় পাঠায় আরও দু'জনকে ৷

ওই দু'জনকে সন্দেহজনকভাবে চ্যাটার্জিহাট এলাকায় ঘোরাফেরা করতে দেখে দশের পল্লি ক্লাব সদস্যরা ৷ তাদের ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে মারধর করে সদস্যরা ৷ অবশেষে চিকিৎসকের অপহরণের ঘটনাটি তারা স্বীকার করে নেয় ৷ এবং বাকি দুই অপহরণকারীদের টাকার টোপ দিয়ে এলাকায় ডাকা হয় ৷ মুক্তিপণের টাকা পাওয়া গেছে ভেবে তারা চিকিৎসককে ছেড়ে দেয় ৷ হাওড়া গ্রামীণ পুলিশের আওতায় থাকা আমতা এলাকা থেকে চিকিৎসককে উদ্ধার করা হয় ৷ অক্ষত অবস্থায় দেবীশংকরবাবুর বাড়ি ফেরায় পরিবারে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে ৷

অপরদিকে ওই অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানা যায় ৷ কিন্তু ক্লাব সদস্যদের হাতে ধরা পড়া দু'জনকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷ সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ প্রসঙ্গে হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার সাউথ জ়োন 2 স্বাতী ভাঙ্গালিয়া বলেন, চারজনের একটি দল দেবীশংকরবাবুকে অপহরণ করেছিল আমতা থেকে ৷ আমতা থানায় তাঁর অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ৷

Intro:অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করল একটি ক্লাব সদস্যরা।মুক্তিপণ নিতে আসা অপহরণকারীদের ধরে ফেলে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত দশের পল্লি ক্লাবের সদস্যরা।আজ সকাল দশটা নাগাদ চ্যাটার্জিহাট থানার অন্তর্গত রামচরন শেঠ রোডের বাসিন্দা এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে অপহরণ করা হয়।বাড়িতে ফোন করে চাওয়া হয় পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ।এ খবর জানতে স্থানীয় ক্লাব সদস্যরা।খবর দেওয়া হয় পুলিশে।ইতিমধ্যে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ এই মুহূর্তে না দিলে চিকিৎসককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।চিকিৎসককে গাড়ি করে আমতা নিয়ে চলে যায় দুই অপহরণকারি।বাকি দুজন টাকা নেবার জন্য এলাকায় ঘুরতে থাকে।ক্লাব সদস্যরা সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে।তাদের ধরে ফেলে বাকি দুজনকে টোপ দিয়ে ডেকে পাঠানো হয়।জানানো হয় মুক্তিপনের টাকা পাওয়া গেছে।তখন চিকিৎসককে ছেড়ে দেয় অপহরণকারীরা।কিন্তু এরপর তারা পালিয়ে যায়।তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।নিরাপদে বাড়ি ফিরে আসে খুশি পরিবারের লোকেরা।উদ্ধার হয়েছে টাকা।ধৃত দুজনকে পুলিশ গ্রেফতার করে চলছে জিজ্ঞাসাবাদ।চিকিৎসকের পরিবারের লোকজন নিজেদের পরিচয় গোপন রাখতে চেয়েছেন নিরাপত্তার কারণে।ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও ধন্যবাদ জানিয়েছেন ক্লাব সদস্যদের।Body:HConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.