হাওড়া, 25 মে : দেশ তথা রাজ্যে কোভিড যোদ্ধা হিসাবে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসকেরা । যাঁদের লড়াইতে একটু একটু করে দেশের সাধারণ মানুষ সুস্থতার দিকে এগোচ্ছে । ঠিক তারই মধ্যে এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে চরম অমানবিকতার নিদর্শন দেখা গেল হাওড়া জেলায় ।
হাওড়ার বাগনানে এক চিকিৎসকের শেষকৃত্য থেকে মুখ ফেরালেন তাঁর নিজের আত্মীয় পরিজনেরা । কোভিড অবস্থার মধ্যেই এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন তিনি । গত বছরের কোভিড অবস্থার মধ্যেও তাঁর চিকিৎসা পরিষেবা পেয়ে এসেছেন গ্রামের সাধারণ মানুষকে । দিন কয়েক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন ও বাড়িতেই ছিলেন । আজ সকালে তাঁর মৃতদেহ বাড়িতে দেখতে পাওয়া যায় । এরপর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি ছেড়ে সবাই পালিয়ে যান বলেই স্থানীয় সূত্রে খবর । তাঁর মৃত্যুর খবর গ্রামে চাউর হতে দেহ সৎকারে জন্য এগিয়ে আসে পঞ্চায়েত প্রধান মোর্তজা আলি ।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, ড. রবীন বন্দ্যোপাধ্যায় যথেষ্ট স্বনামধন্য চিকিৎসক ছিলেন । হাওড়ার বাগনান ব্লকের বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের কাঁসড়ার তাঁর বাড়ি । আজ সকালে তিনি বাড়িতেই মারা যান । যার থেকে এতদিন ধরে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা নিয়ে এসেছে গ্রামবাসী । অথচ আজ কোভিড সন্দেহে ও কোভিডের ভয়ে তাঁর দেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেননি ।
আরও পড়ুন : হাসপাতালের বাইরে খাবার বিলি স্বেচ্ছাসেবী সংস্থার
ঘটনার কথা জানতে পেরে গ্রামের পঞ্চায়েত প্রধান মোর্তাজা আলি নিজেই দায়িত্ব নিয়ে দেহ সৎকার করান ৷ কাঁধে তুলে কিছু লোক জন-সহ দেহ সৎকার করান । এছাড়াও আমতার বিধায়ক সুকান্ত পালের নির্দেশে কোভিড যোদ্ধা নামে একটি গ্রুপ করেন৷ ওই গ্রুপ করোনা আক্রান্ত রোগীদের বোঝাচ্ছেন ও সাহায্য করছেন ।