ETV Bharat / city

লাইনে ফাটল, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল

author img

By

Published : Oct 24, 2019, 10:46 AM IST

Updated : Oct 24, 2019, 11:11 AM IST

ডোমজুড় স্টেশনের কাছে রেললাইনে বড় ফাটল ৷ অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল ৷

লাইনে ফাটল

হাওড়া, 24 অক্টোবর : লাইনে ফাটল ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল ৷ আজ সকাল 6টা 15 নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনের কাছে ৷ রেল সূত্রে খবর, আজ সকালে আমতা থেকে হাওড়া আসছিল ট্রেনটি ৷ ডোমজুড় স্টেশনের কাছাকাছি আসার সময় রেলকর্মীরা খেয়াল করেন, লাইনে একটি বড়সড় ফাটল রয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন ড্রাইভার ৷

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ । ফাটলের জায়গায় দুটি প্লেটের মাধ্যমে লাইন দু'টিকে জোড়া লাগানো হয় । যদিও এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে ৷ অন্যদিকে অফিস টাইমে যাত্রী দুর্ভোগ কমাতে ট্রেন চলানো হলেও ট্রেনের গতি কম রাখা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো...

স্থানীয় এক বাসিন্দা নিমাই হালদার জানান, গতরাত থেকেই একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল ৷ ট্রেন গেলেই আওয়াজটা হচ্ছিল ৷ রাতে তিনি যেতে পারেননি ৷ সকালে গিয়ে দেখেন লাইনে ফাটল রয়েছে ৷ তখনই গেট কিপারকে বিষয়টি জানান ৷

এদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার মুখেই নজরে আসে ফাটলটি । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্যই ওই জায়গায় লাইনে ফাটলটি তৈরি হয়েছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হবে । খুব শীঘ্রই ওই জায়গায় পুরোপুরি পাওয়ার ব্লক করে সম্পূর্ণ ঠিক করার কাজ শুরু হবে ।

হাওড়া, 24 অক্টোবর : লাইনে ফাটল ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-আমতা লোকাল ৷ আজ সকাল 6টা 15 নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনের কাছে ৷ রেল সূত্রে খবর, আজ সকালে আমতা থেকে হাওড়া আসছিল ট্রেনটি ৷ ডোমজুড় স্টেশনের কাছাকাছি আসার সময় রেলকর্মীরা খেয়াল করেন, লাইনে একটি বড়সড় ফাটল রয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন ড্রাইভার ৷

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ । ফাটলের জায়গায় দুটি প্লেটের মাধ্যমে লাইন দু'টিকে জোড়া লাগানো হয় । যদিও এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে ৷ অন্যদিকে অফিস টাইমে যাত্রী দুর্ভোগ কমাতে ট্রেন চলানো হলেও ট্রেনের গতি কম রাখা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো...

স্থানীয় এক বাসিন্দা নিমাই হালদার জানান, গতরাত থেকেই একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল ৷ ট্রেন গেলেই আওয়াজটা হচ্ছিল ৷ রাতে তিনি যেতে পারেননি ৷ সকালে গিয়ে দেখেন লাইনে ফাটল রয়েছে ৷ তখনই গেট কিপারকে বিষয়টি জানান ৷

এদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার মুখেই নজরে আসে ফাটলটি । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্যই ওই জায়গায় লাইনে ফাটলটি তৈরি হয়েছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হবে । খুব শীঘ্রই ওই জায়গায় পুরোপুরি পাওয়ার ব্লক করে সম্পূর্ণ ঠিক করার কাজ শুরু হবে ।

Intro:লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া আমতা লোকাল। আজ সকাল সোয়া ছয়টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশন এর কাছে। রেল সূত্রে জানা গিয়েছে যে, আজ সকালে হাওড়ার উদ্দেশ্যে আমতা থেকে রওনা দিয়েছিল একটি লোকাল ট্রেন। ডোমজুড় স্টেশন এর কাছাকাছি আসার সময় রেলকর্মীরা খেয়াল করেন লাইনে তৈরি হয়েছে একটি বড়সড় ফাটল। Body:দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে গাড়িটি দাঁড় করিয়ে দেন ড্রাইভার। এরপর কার্যত যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ। ফাটলের জায়গায় যুগল প্লেটের মাধ্যমে লাইন দুটিকে জোড়া লাগানো হয়। যদিও এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় আমতা হাওড়া লোকালকে। এরপর ওই লাইনের উপর দিয়ে চালানো হয় আমতা হাওড়া লোকালকে। যদিও অফিস টাইমে যাত্রী দুর্ভোগ কমাতে ট্রেন চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। তবে ট্রেনের গতি কম রাখা হচ্ছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, আমতা হাওড়া লোকাল ট্রেন স্টেশনে ঢোকার মুখেই নজরে আসে ফাটলটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্যই ওই জায়গায় লাইনের ফাটল তৈরি হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। খুব শীঘ্রই ওই জায়গায় পুরোপুরি পাওয়ার ব্লক করে সম্পূর্ণ ঠিক করার কাজ শুরু হবে।Conclusion:
Last Updated : Oct 24, 2019, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.