ETV Bharat / city

কল্পতরু উৎসব হলেও থাকছে না দর্শনার্থী প্রবেশের অনুমতি - ভক্ত ছাড়াই কল্পতরু উৎসব বেলুড়ে

ভিড় এড়াতেই কল্পতরু উৎসবে বেলুড় মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি । পাশাপাশি 74 বছরে এই প্রথমবার কল্পতরু উৎসবে বন্ধ থাকছে কাশিপুর উদ্যানবাটিও ।

COVID-19 pandemic
COVID-19 pandemic
author img

By

Published : Dec 26, 2020, 6:34 PM IST

বেলুড়, 26 ডিসেম্বর : এবারের কল্পতরু উৎসবে ভক্তদের জন্য আশ্রমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে । আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হলেও তা হবে ভক্তদের বাইরে রেখেই ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোরোনা পরিস্থিতি এখনও একই রকম । তাই আমাদের আশ্রমের অনুরাগীদের সুরক্ষার জন্য সকলের প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করা হল ।" এছাড়াও, 1 জানুয়ারি বেলুড় মঠে না এসে বাড়িতে থেকেই উৎসব পালনের জন্য় জনসাধারণকে অনুরোধ করলেন মঠের মহারাজ ।

COVID-19 pandemic
আজ এই বিজ্ঞপ্তি প্রকাস করেছে মঠ কর্তৃপক্ষ

পাশাপাশি 74 বছরে এই প্রথমবার কল্পতরু উৎসবে বন্ধ থাকছে কাশিপুর উদ্যানবাটি । কোরোনা পরিস্থিতিতে ভক্ত, দর্শনার্থীদের জন্য কাশিপুর উদ্যানবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ । 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উদ্যানবাটির ফটক । ভিড় এড়াতেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : যিশুর প্রাক জন্মদিন পালন বেলুড় মঠে

বেলুড়, 26 ডিসেম্বর : এবারের কল্পতরু উৎসবে ভক্তদের জন্য আশ্রমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে । আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হলেও তা হবে ভক্তদের বাইরে রেখেই ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোরোনা পরিস্থিতি এখনও একই রকম । তাই আমাদের আশ্রমের অনুরাগীদের সুরক্ষার জন্য সকলের প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করা হল ।" এছাড়াও, 1 জানুয়ারি বেলুড় মঠে না এসে বাড়িতে থেকেই উৎসব পালনের জন্য় জনসাধারণকে অনুরোধ করলেন মঠের মহারাজ ।

COVID-19 pandemic
আজ এই বিজ্ঞপ্তি প্রকাস করেছে মঠ কর্তৃপক্ষ

পাশাপাশি 74 বছরে এই প্রথমবার কল্পতরু উৎসবে বন্ধ থাকছে কাশিপুর উদ্যানবাটি । কোরোনা পরিস্থিতিতে ভক্ত, দর্শনার্থীদের জন্য কাশিপুর উদ্যানবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ । 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উদ্যানবাটির ফটক । ভিড় এড়াতেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের ।

আরও পড়ুন : যিশুর প্রাক জন্মদিন পালন বেলুড় মঠে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.