ETV Bharat / city

হাওড়া স্টেশন থেকে উদ্ধার অর্ণব, জানালেন নদিয়ার SP - nadia

হাওড়া থেকে উদ্ধার নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 25, 2019, 11:00 AM IST

Updated : Apr 25, 2019, 11:58 AM IST

হাওড়া, 25 এপ্রিল : হাওড়া থেকে উদ্ধার নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । আজ তাঁকে CID উদ্ধার করে । কয়েকদিন আগে ভোটের কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান অর্ণববাবু ।

আজ এবিষয়ে নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার ETV ভারতের প্রতিনিধিকে বলেন, "অর্ণব রায়কে হাওড়া থেকে উদ্ধার করা হয়েছে । হাওড়া স্টেশনে এসেছিল । সেখান থেকে শ্বশুরবাড়ি গেছিল । আমরা খবর পেয়েছিলাম । CID -র একটি রেসকিউ টিম হাওড়া স্টেশনে গেছিল । তারপর ওখান থেকে পাওয়া গেল । " তাঁকে কী আজ হাওড়া থেকে নিয়ে আসা হবে? জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দেখি, কোথায় থাকবে ।"
এবিষয়ে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানান, অর্ণবকে উদ্ধার করা হয়েছে । তাঁকে হাওড়া আনা হচ্ছে ।

নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় 18 এপ্রিল নিখোঁজ হন । তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন । 18 তারিখও জেলাশাসকের দপ্তরে তিনি কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি । অবশেষে রাতের দিকে কৃষ্ণনগর থানায় মিসিং ডায়েরি করেন জেলাশাসক সুমিত গুপ্তা । তারপরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় অর্ণবের এই নিখোঁজ হওয়ার পিছনে সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই ।

নিখোঁজের পর অর্ণবের মা জানান, তিনি ছেলেকে ফেরত চান । তাঁর স্ত্রী ফেসবুক পোস্টে 23 এপ্রিল লেখেন, "যারা ওর নামে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছেন এবং নানা গুজব ছড়াচ্ছেন, তাদের আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি যে আগে ওর সম্পর্কে ভালো করে খোঁজ নিন। অফিসের সকল কর্মচারীদের কাছে খোঁজ নিন । অনর্থক ভিত্তিহীন গুজব ছড়াবেন না ।"

হাওড়া, 25 এপ্রিল : হাওড়া থেকে উদ্ধার নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । আজ তাঁকে CID উদ্ধার করে । কয়েকদিন আগে ভোটের কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান অর্ণববাবু ।

আজ এবিষয়ে নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার ETV ভারতের প্রতিনিধিকে বলেন, "অর্ণব রায়কে হাওড়া থেকে উদ্ধার করা হয়েছে । হাওড়া স্টেশনে এসেছিল । সেখান থেকে শ্বশুরবাড়ি গেছিল । আমরা খবর পেয়েছিলাম । CID -র একটি রেসকিউ টিম হাওড়া স্টেশনে গেছিল । তারপর ওখান থেকে পাওয়া গেল । " তাঁকে কী আজ হাওড়া থেকে নিয়ে আসা হবে? জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দেখি, কোথায় থাকবে ।"
এবিষয়ে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানান, অর্ণবকে উদ্ধার করা হয়েছে । তাঁকে হাওড়া আনা হচ্ছে ।

নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় 18 এপ্রিল নিখোঁজ হন । তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন । 18 তারিখও জেলাশাসকের দপ্তরে তিনি কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি । অবশেষে রাতের দিকে কৃষ্ণনগর থানায় মিসিং ডায়েরি করেন জেলাশাসক সুমিত গুপ্তা । তারপরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় অর্ণবের এই নিখোঁজ হওয়ার পিছনে সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই ।

নিখোঁজের পর অর্ণবের মা জানান, তিনি ছেলেকে ফেরত চান । তাঁর স্ত্রী ফেসবুক পোস্টে 23 এপ্রিল লেখেন, "যারা ওর নামে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছেন এবং নানা গুজব ছড়াচ্ছেন, তাদের আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি যে আগে ওর সম্পর্কে ভালো করে খোঁজ নিন। অফিসের সকল কর্মচারীদের কাছে খোঁজ নিন । অনর্থক ভিত্তিহীন গুজব ছড়াবেন না ।"

Intro:কলকাতা, ১২ এপ্রিল: কোচবিহারের রিপোর্ট ইতিমধ্যে পৌঁছে গেছে জেলা নির্বাচন আধিকারিকের কাছে। সূত্র জানাচ্ছে প্রিসাইডিং অফিসারদের রিপোর্টে কোনও গরমিল নেই। আলিপুরদুয়ারের চলছে রিপোর্ট দেওয়ার কাজ। একেবারে জমি থেকে উঠে আসা সেই রিপোর্টের ভিত্তিতে জেলার রিটার্নিং অফিসার, জেনেরাল অবজারভার করবেন বৈঠক। আদৌ কোন বুথে পুনঃনির্বাচনের প্রয়োজন কিনা তা খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। তারপর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পাঠানো হবে রিপোর্ট। সেই রিপোর্ট চলে যাবে দিল্লির নির্বাচন সদনে। তারপর জানা যাবে আদৌ কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে কোনও বুথে পুননির্বাচন হবে কিনা।
Body:নির্বাচনে উঠেছিল বেশ কিছু অভিযোগ। কোথাও বুথ জ্যাম, কোথাও ছাপ্পা, কোথাও আবার প্রক্সি ভোটের অভিযোগ ওঠে। সবচেয়ে বড় অভিযোগ ওঠে শীতলকুচি এবং দিনহাটায়। শীতলকুচিতে বুথের ভেতর ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। সেই ছবি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইটিভি ভারতে। আবার দিনহাটায় ভাঙচুর করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন। নানা অভিযোগের ভিত্তিতে সবকটি বিরোধী দল বেশ কিছু বুথে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে। বিজেপির তরফে নিশীথ প্রামাণিক ১৬৬ টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। বামফ্রন্টের তলাতে গতকাল একশো কুড়ি টি বুথে পুনঃনির্বাচনের দাবি জানানো হলেও, দলীয় রিপোর্ট আসার পর আজ 63 টি বুথ দখল হয়েছিল বলে অভিযোগ জানানো হয়েছে। আজ মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে বামফ্রন্টের প্রতিনিধি দল ওই বুথ গুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। কংগ্রেসের তরফেও দাবি জানানো হয়েছে পুনর্নির্বাচনের। অন্যদিকে, বিজেপির তরফ এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে দাবি জানানো হচ্ছে ২৯৭ টি বুথে পুনর্নির্বাচনের।
Conclusion:সূত্র জানাচ্ছে, মাইক্রো অবজারভারের রিপোর্ট, ওয়েব কাস্টিং, সিসিটিভি ফুটেজ সবটা খতিয়ে দেখে তৈরি করা হবে রিপোর্ট চা। তারপর তা পাঠানো হবে নির্বাচন সদনে। ভারতের নির্বাচন কমিশন ঠিক করবে কতগুলো বুথে হবে পুনর্নির্বাচন।
Last Updated : Apr 25, 2019, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.