বনগাঁ, 13 মার্চ : কোরোনা আতঙ্কে বন্ধ হচ্ছে ভারত-বাংলাদেশ পারাপার । আজ থেকে এই নির্দেশ কার্যকর হবে । গতকাল উত্তর 24 পরগনার বনগাঁ-পেট্রাপোল সীমান্তে পারাপার বন্ধের নির্দেশিকা জারি হয়েছিল । আগামী 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দু'দেশের যাত্রী পারাপার । কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, কোরোনা সংক্রমণ রুখতে 13 মার্চ বিকেল তিনটের পর থেকে 15 এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে । অর্থাৎ এই সময়সীমার মধ্যে কোনও ভারতীয় বাংলাদেশে যেতে পারবেন না । একইভাবে বাংলাদেশ থেকেও কেউ এদেশে প্রবেশও করতে পারবেন না । যদিও ইতিমধ্যে যারা বাংলাদেশে চলে গেছেন, তাঁরা ফিরে আসতে পারবেন । বাংলাদেশ থেকে এদেশে আসা মানুষেরা ফিরে যেতেও পারবেন ।
তবে চিকিৎসা বা অন্য কোনও জরুরি প্রয়োজনে আসা যাবে । সে ক্ষেত্রে দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিতে হবে । পেট্রাপোলের মুখ্য অভিবাসন আধিকারিক জয়ন্ত বিশ্বাস বলেন, "মূলত কোরোনা সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে । সেই সিদ্ধান্ত মতো 13 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে ।"
অন্যদিকে এদেশের যাত্রী পরিবহন ও মুদ্রা বিনিময়কারীদের ব্যবসার যথেষ্ট ক্ষতি হবে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ । পেট্রাপোল সীমান্তের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবসায়ী বাপ্পা ঘোষ বলেন, "সীমান্তের ব্যবসা নির্ভর করে যাত্রী পারাপারের উপর । সেটাই যদি বন্ধ হয়ে যায়, তা হলে আমাদের ব্যবসার ক্ষতি হবে ।" যদিও পণ্য আমদানি-রপ্তানিতে এখনই কোনও বিধিনিষেধ জারি করা হয়নি ।