ETV Bharat / city

Durgapur Rape Case: দুর্গাপুর স্টিল টাউনশিপের ফাঁকা আবাসনে 2 'বন্ধু'র লালসার শিকার যুবতী ! - দুর্গাপুর স্টিল টাউনশিপ

দুর্গাপুর (Durgapur Rape Case) স্টিল টাউনশিপের ফাঁকা আবাসনে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই 'বন্ধু'র বিরুদ্ধে (Durgapur steel township)৷ অভিযুক্তদের আটক করা হয়েছে ৷

Woman allegedly raped by two men in Durgapur steel township
দুর্গাপুর স্টিল টাউনশিপের ফাঁকা আবাসনে 2 'বন্ধু'র লালসার শিকার যুবতী
author img

By

Published : Aug 12, 2022, 10:49 AM IST

Updated : Aug 12, 2022, 11:02 AM IST

দুর্গাপুর, 12 অগস্ট: ফাঁকা আবাসনে এক যুবতীকে ডেকে এনে ধর্ষণের (Woman raped) অভিযোগ উঠল দুই 'বন্ধু'র বিরুদ্ধে (Durgapur Rape Case)৷ দুর্গাপুর স্টিল টাউনশিপের হস্টেল অ্যাভিনিউ-এর ঘটনা ৷ অভিযুক্তদের আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্ত বেশকিছু আবাসন রয়েছে স্টিল টাউনশিপের (Durgapur steel township) হস্টেল অ্যাভিনিউ এলাকায় । এই আবাসনগুলি ক্রমে বেদখল হচ্ছে । তবে তা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই । এরকমই তিনতলা একটি আবাসনে ঘটল ধর্ষণের ঘটনা । অভিযোগ, দুর্গাপুর থানা এলাকার কুড়ুরিয়া প্রমোদ নগর এলাকার এক যুবতীকে ট্রাঙ্ক রোড বস্তির বাসিন্দা দুই যুবক হস্টেল অ্যাভিনিউ-এ একটি আবাসনে ডেকে আনে । ছোটু রায় ও দুর্গেশ যাদব নামে দুই যুবক আবাসনের প্রথম তলে নিয়ে যায় যুবতীকে ৷ সেখানেই পরপর দুজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: হাঁসখালি কাণ্ডের ছায়া রানাঘাটে, বধূকে গণধর্ষণের অভিযোগ

গত 10 অগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ওই যুবতী তাঁর পরিবারের লোকেদের সব কথা বলার পরে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । নির্যাতিতা যুবতী 11 অগস্ট দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন এবং ওই দিনই দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা-নীরিক্ষাও হয় ।

কিন্তু ওই যুবতীকে ডাকার পর তিনি কেন ওই ফাঁকা আবাসনে যেতে রাজি হলেন, তা নিয়েও তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ । আপাতত ছোটু রায় ও দুর্গেশ যাদবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রাথমিক ভাবে এমন তথ্য উঠে আসছে যে, ওই আবাসনে যে পরিবার থাকে তারা শ্রাবণ মাস উপলক্ষে শিবের আরাধনার জন্য অন্যত্র গিয়েছেন ৷ এই দুই যুবককে ঘরের চাবি দিয়ে গিয়েছে তারা । সেই সুযোগ নিয়েই যুবতীকে ওই ফাঁকা আবসনে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করে বলে অভিযোগ ৷

দুর্গাপুর, 12 অগস্ট: ফাঁকা আবাসনে এক যুবতীকে ডেকে এনে ধর্ষণের (Woman raped) অভিযোগ উঠল দুই 'বন্ধু'র বিরুদ্ধে (Durgapur Rape Case)৷ দুর্গাপুর স্টিল টাউনশিপের হস্টেল অ্যাভিনিউ-এর ঘটনা ৷ অভিযুক্তদের আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্ত বেশকিছু আবাসন রয়েছে স্টিল টাউনশিপের (Durgapur steel township) হস্টেল অ্যাভিনিউ এলাকায় । এই আবাসনগুলি ক্রমে বেদখল হচ্ছে । তবে তা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই । এরকমই তিনতলা একটি আবাসনে ঘটল ধর্ষণের ঘটনা । অভিযোগ, দুর্গাপুর থানা এলাকার কুড়ুরিয়া প্রমোদ নগর এলাকার এক যুবতীকে ট্রাঙ্ক রোড বস্তির বাসিন্দা দুই যুবক হস্টেল অ্যাভিনিউ-এ একটি আবাসনে ডেকে আনে । ছোটু রায় ও দুর্গেশ যাদব নামে দুই যুবক আবাসনের প্রথম তলে নিয়ে যায় যুবতীকে ৷ সেখানেই পরপর দুজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: হাঁসখালি কাণ্ডের ছায়া রানাঘাটে, বধূকে গণধর্ষণের অভিযোগ

গত 10 অগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ওই যুবতী তাঁর পরিবারের লোকেদের সব কথা বলার পরে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । নির্যাতিতা যুবতী 11 অগস্ট দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন এবং ওই দিনই দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা-নীরিক্ষাও হয় ।

কিন্তু ওই যুবতীকে ডাকার পর তিনি কেন ওই ফাঁকা আবাসনে যেতে রাজি হলেন, তা নিয়েও তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ । আপাতত ছোটু রায় ও দুর্গেশ যাদবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রাথমিক ভাবে এমন তথ্য উঠে আসছে যে, ওই আবাসনে যে পরিবার থাকে তারা শ্রাবণ মাস উপলক্ষে শিবের আরাধনার জন্য অন্যত্র গিয়েছেন ৷ এই দুই যুবককে ঘরের চাবি দিয়ে গিয়েছে তারা । সেই সুযোগ নিয়েই যুবতীকে ওই ফাঁকা আবসনে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করে বলে অভিযোগ ৷

Last Updated : Aug 12, 2022, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.