ETV Bharat / city

তোলাবাজির অভিযোগে পুলিশ পেটাল ব্যবসায়ীরা

তোলার দাবিতে গাড়ির চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে । পালটা পুলিশের উপর চড়াও হয় ব্যবসায়ীদের একাংশ ।

তোলাবাজির অভিযোগে পুলিশকে পেটাল ব্যবসায়ীরা
author img

By

Published : Jun 3, 2019, 10:41 AM IST

Updated : Jun 3, 2019, 1:06 PM IST

দুর্গাপুর, 3 জুন : দুর্গাপুরের বেনাচিতি বাজারে তোলা না পেয়ে গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । এর জেরে ক্ষিপ্ত ব্যবসায়ীরা পালটা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করে বলে অভিযোগ । আজ সকালে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বাজার চত্বরে ।

ব্যবসায়ীদের অভিযোগ, আজ সকালে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় 2 নম্বর জাতীয় সড়কে DVC মোড়ের কাছে প্রতিদিনের মতো ট্রাক দাঁড় করিয়ে তোলা তুলছিল নিউ টাউনশিপ থানার এক পুলিশকর্মী ও দুই সিভিক ভলান্টিয়ার । সেইসময় মেদিনীপুরের ময়না থেকে একটি মাছ বোঝাই গাড়ি আসছিল দুর্গাপুরের বেনাচিতি বাজারে ।

গাড়ির চালক সুধাংশু রাউত বলেন, "মাছ নিয়ে আসছিলাম । আমার কাছে পয়সা চেয়েছে । বলেছে 50 টাকা দিলে হবে না, 500 টাকা দে । নইলে গাড়ি রাখ । পুলিশ প্রতিদিনই টাকা চায় । কিন্তু আজ বেশি টাকা চাওয়ায় আমি টাকা না দিয়ে গাড়ি নিয়ে সোজা বেনাচিতি বাজারে চলে যাই । পুলিশও ধাওয়া করে বেনাচিতি বাজারে এসে আমার গাড়িটিকে ধরে ফেলে । আমাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ।"

ভিডিয়োয় দেখুন

সুধাংশুবাবুকে মারধর করা হচ্ছে দেখে স্থানীয় ব্যবসায়ীদের একাংশ ও বাজারে দাঁড়িয়ে থাকা অন্য কয়েকটি গাড়ির চালক পালটা পুলিশের উপর চড়াও হয় । চারজনকে (এক পুলিশ কর্মী, দুই সিভিক ভলান্টিয়ার ও পুলিশের গাড়ির চালক) মারধর করে । রাস্তার মাঝে অভিযুক্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বসিয়ে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছয় A-জোন ফাঁড়ির পুলিশ । ওই চারজন সহ আহত সুধাংশুবাবুকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।

গাড়ির চালকদের অভিযোগ, বহুদিন ধরেই ওই এলাকায় পুলিশ তোলাবাজি চালাচ্ছে । টাকা না দিলেই মারধর করা হয় বা গাড়ি আটকে দেওয়া হয় । এপ্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP অভিষেক মোদি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

দুর্গাপুর, 3 জুন : দুর্গাপুরের বেনাচিতি বাজারে তোলা না পেয়ে গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । এর জেরে ক্ষিপ্ত ব্যবসায়ীরা পালটা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করে বলে অভিযোগ । আজ সকালে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বাজার চত্বরে ।

ব্যবসায়ীদের অভিযোগ, আজ সকালে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় 2 নম্বর জাতীয় সড়কে DVC মোড়ের কাছে প্রতিদিনের মতো ট্রাক দাঁড় করিয়ে তোলা তুলছিল নিউ টাউনশিপ থানার এক পুলিশকর্মী ও দুই সিভিক ভলান্টিয়ার । সেইসময় মেদিনীপুরের ময়না থেকে একটি মাছ বোঝাই গাড়ি আসছিল দুর্গাপুরের বেনাচিতি বাজারে ।

গাড়ির চালক সুধাংশু রাউত বলেন, "মাছ নিয়ে আসছিলাম । আমার কাছে পয়সা চেয়েছে । বলেছে 50 টাকা দিলে হবে না, 500 টাকা দে । নইলে গাড়ি রাখ । পুলিশ প্রতিদিনই টাকা চায় । কিন্তু আজ বেশি টাকা চাওয়ায় আমি টাকা না দিয়ে গাড়ি নিয়ে সোজা বেনাচিতি বাজারে চলে যাই । পুলিশও ধাওয়া করে বেনাচিতি বাজারে এসে আমার গাড়িটিকে ধরে ফেলে । আমাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ।"

ভিডিয়োয় দেখুন

সুধাংশুবাবুকে মারধর করা হচ্ছে দেখে স্থানীয় ব্যবসায়ীদের একাংশ ও বাজারে দাঁড়িয়ে থাকা অন্য কয়েকটি গাড়ির চালক পালটা পুলিশের উপর চড়াও হয় । চারজনকে (এক পুলিশ কর্মী, দুই সিভিক ভলান্টিয়ার ও পুলিশের গাড়ির চালক) মারধর করে । রাস্তার মাঝে অভিযুক্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বসিয়ে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছয় A-জোন ফাঁড়ির পুলিশ । ওই চারজন সহ আহত সুধাংশুবাবুকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।

গাড়ির চালকদের অভিযোগ, বহুদিন ধরেই ওই এলাকায় পুলিশ তোলাবাজি চালাচ্ছে । টাকা না দিলেই মারধর করা হয় বা গাড়ি আটকে দেওয়া হয় । এপ্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP অভিষেক মোদি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:পণ্যবাহী গাড়িতে পুলিশের তোলাবাজি।একটি মাছ বোঝাই গাড়ি টাকা দিতে না চেয়ে পালিয়ে আসার কারণে তাকে তাড়া করে এসে দুর্গাপুর বেনাচিতি বাজারে চালককে বেধড়ক মারধরের অভিযোগ। পালটা পুলিশ কর্মীসহ সিভিক ভলেন্টিয়ারদের বেধড়ক মারধর ও তাদের কাছে তোলাবাজির টাকা উদ্ধারের ঘটনা।

সোমবার সকালে উত্তেজনা দুর্গাপুর থানার বেনাচিতি বাজারে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার দুই নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে এখানেই নাকি নিউটাউনশীপ থানার একজন পুলিশ কর্মী, দুজন সিভিক ভলেন্টিয়ার ও গাড়ির চালক মিলে পণ্যবাহী গাড়ি গুলিকে দাঁড় করিয়ে তোলা আদায় করছিল বলে অভিযোগ। সেই সময়ে মেদিনীপুরের ময়না থেকে মাছ বোঝাই একটি গাড়ি আসছিল দুর্গাপুরের বেনাচিতি বাজারে। অভিযোগ তারা পুলিশকে 10-15 টাকা প্রতিদিন দেয়। কিন্তু আজ তারা বেশি টাকা চাওয়ার কারণে ওই মাছ বোঝায় গাড়িটি পুলিশ কে পাত্তা না দিয়ে সোজা বেনাচিতে বাজারে চলে আসে। সেই সময় পিছনে পিছনে ধাওয়া করে পুলিশের ওই গাড়িটি বেনাচিতি বাজারে এসে সেই মাছ বোঝাই গাড়ির সামনে পুলিশের গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। তারপর মাছ বোঝাই গাড়ী চালক সুধাংশু রাউত কে গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে। বেনাচিতি বাজারে সেই সময় উপস্থিত অসংখ্য পণ্যবাহী গাড়ির চালকরা এবং ব্যাবসায়ীদের একাংশ এইভাবে এক গাড়ি চালককে মারতে দেখে প্রতিবাদে গর্জে ওঠে। নিউ টাউনশিপ থানার পুলিশের গাড়িতে থাকা দুজন সিভিক ভলেন্টিয়ার, একজন পুলিশ কর্মী এবং গাড়ির চালক এই চারজনকে পালটা আক্রমণ করে একজোট হয়ে। পুলিশ কর্মীকে চড় থাপ্পড় মারার সময় আদায় করা টাকা রাস্তায় পড়ে যায় বলে অভিযোগ। তারা নিউটাউনশীপ থানার পুলিশ বলে নিজেদের পরিচয় দেয়।রাস্তায় তাদের বসিয়ে রেখে প্রতিবাদে সোচ্চার হন উত্তেজিতরা।ঘটনাস্থলে তড়িঘড়ি আসে এ-জোন ফাঁড়ির পুলিশ। তারা এসে উত্তেজিত জনতার হাত থেকে নিউ টাউনশিপ থানার ওই চারজনকে উদ্ধার করে এবং আহত মাছের গাড়ির চালক সুধাংশু রাউত কে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বিভিন্ন জেলা থেকে আসা পণ্যবাহী গাড়ির চালকদের অভিযোগ পুলিশের এই তোলাবাজির বিরুদ্ধে।এই ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেনাচিতি বাজার এলাকা।।Body:কপিConclusion:কপি
Last Updated : Jun 3, 2019, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.