দুর্গাপুর, 1 মে : ফের খনি এলাকায় ধস আতঙ্ক ৷ একটি কুয়োর পাশ থেকে ধসে গেল মাটি ৷ ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকার মাঝিপাড়ায় ৷ স্থানীয়দের অভিযোগ, গ্রীষ্মের দাবদাহের কারণে কুয়োর জল শুকিয়ে গিয়েছিল ৷ ইসিএলের তরফে এদিন কুয়োতে জল ভরা হয় ৷ আর তারপরেই কুয়োর চারদিক থেকে মাটি ধসে যেতে শুরু করে (Water Crisis in a Village of Andal Due to Landslide) ৷
এনিয়ে স্থানীয়দের অভিযোগ, বারবার পঞ্চায়েত প্রধানকে বললেও এলাকায় জলের ব্যবস্থা করা হয়নি ৷ বসেনি সরকারি প্রকল্পের কল ৷ পঞ্চায়েত প্রধান পানীয় জলের বিষয়টিতে গুরুত্ব দেন না ৷ এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁদের জীবনের মূল্য নেই ৷ কিন্তু, তাঁদের ভোটের মূল্য আছে পঞ্চায়েত প্রধানের কাছে ৷ মেহেনা বিবি নামে এক মহিলা জানান, যখন কুয়োর পাশে ধস নামে, সেই সময় তাঁর ছেলে কুয়োয় স্নান করছিল ৷ কপাল জোরে ধস নামামাত্র ছেলেকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান তিনি ৷ ফলে একটুর জন্য প্রাণে বেঁচে যায় তাঁর ছেলে ৷
আরও পড়ুন : Accident at Laudoha coal Mine : লাউদোহায় বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, ধস নেমে 4 জনের মৃত্যু
স্থানীয় বাসিন্দা শেখ হাসমত অভিযোগ করেন, এই কুয়োর উপর নির্ভরশীল এলাকার প্রায় 400-500 মানুষ ৷ ফলে, হঠাৎ করে ধসের কারণে কুয়ো বসে যাওয়ায় চরম সংকটে পড়েছেন তাঁরা ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল কর্মী রিঙ্কু মাল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে বলেন, ''এলাকার জল সংকটের বিষয়ে প্রধানকে বারবার জানানো সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি ৷'' অন্যদিকে, খান্দরা পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ ফোন করা হলেও ধরেননি পঞ্চায়েত প্রধান ৷