দুর্গাপুর, 20 অক্টোবর: কোরোনা আতঙ্কে লাগাম পড়েছে সামাজিক ,ধর্মীয় উৎসব অনুষ্ঠানগুলিতে । প্রতিটি পুজোই স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে ৷ সেই রকমই একটি পুজো হল দুর্গাপুর ঝান্ডাবাগ পূর্বাঞ্চল সর্বজনীন ৷ এবার তাদের থিম- কোরোনামুক্ত পৃথিবী ৷
বিশ্বজুড়ে কোরোনা মহামারীর আকার ধারণ করেছে । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও সরকারের পক্ষ থেকে প্রথমে ঘটপুজোর মাধ্যমে দুর্গোৎসব পালনের কথা বলা হয়েছিল । পরবর্তীতে যদিও স্বাস্থ্যবিধি মেনে ছোটো আকারে খোলামেলা জায়গায় দুর্গাপুজোর আয়োজনের অনুমোদন দেওয়া হয় । এরপর হাইকোর্ট রায় দিয়েছে মণ্ডপের ভিতরে কোনওভাবেই সর্বসাধারণ প্রবেশ করতে পারবে না । প্যানডেমিক এই পরিস্থিতিতে দুর্গোৎসব হচ্ছে । সরকারি স্বাস্থ্যবিধি থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা মানা এবং না মানা নিয়ে যখন বিতর্ক দানা বেঁধেছে, সেই প্রেক্ষাপটেই দুর্গাপুরের ঝান্ডাবাগ পূর্বাঞ্চল সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের মণ্ডপ এবং প্রতিমা সবেতেই কোরোনার ছাপ । মণ্ডপে ঢোকার সময় স্যানিটাইজ়ার রয়েছে । মা দুর্গা এখানে দশভূজা হলেও তাঁর হাতে অস্ত্র নেই । আছে শুধুই স্যানিটাইজ়ারের বোতল ।
শিল্পী সোমনাথ অধিকারী তাঁর নিপুণ দক্ষতায় এই থিমে শুকনো খেজুর গাছকে প্রতীক হিসেবে দেখাতে চেয়েছেন । তিনি বলেন, "আমরা প্রকৃতির উপর ধ্বংসলীলা চালিয়েছি এবং তার জেরেই আজ এই মারাত্মক প্রভাব । সন্তানরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মা কি তখন রঙিন সাজে সাজতে পারেন ? তাই মা এখানে বর্ণহীন । মা এবার গজে গমন করবেন । তাই গজগামিনী মা যাওয়ার সময় পৃথিবীকে কোরোনা মুক্ত করে দিয়ে যাবেন । এটাই আমাদের প্রার্থনা । আর মন্দিরের ভিতর তৈরি হয়েছে ঘটের আদলে । আর থিমের নাম- কোভিড মুক্ত পৃথিবীর প্রার্থনায় ঘটপুজো ।
নজরকাড়া এই থিম দেখতে তৃতীয়ার সন্ধে থেকেই ভিড় জমেছে । দর্শনার্থীদের মন কেড়েছে থিম ।