ETV Bharat / city

SBI অ্যাকাউন্ট না থাকায় ঢোকেনি টাকা, ক্ষুব্ধ ভোটকর্মীরা

ভোটকর্মীদের একাংশ যাঁদের SBI-তে অ্যাকাউন্ট নেই তাঁরা ভোটের কাজের জন্য বরাদ্দ টাকা পাচ্ছেন না । তাঁদের অভিযোগ, SBI ছাড়া অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ।

author img

By

Published : Apr 28, 2019, 3:31 PM IST

বিক্ষুব্ধ ভোটকর্মী

দুর্গাপুর, 28 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন । আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রেও আগামীকাল নির্বাচন । এই কেন্দ্রের ভোটকর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের জন্য বরাদ্দ টাকা পাচ্ছেন না । কারণ সরকারের পক্ষ থেকে ভোটের কাজের জন্য বরাদ্দ 1420 টাকা SBI -এর মারফত দেওয়া হচ্ছে । ফলে যাঁদের SBI-এ অ্যাকাউন্ট নেই সেইসমস্ত ভোটকর্মীরা টাকা পাচ্ছেন না ।

ভিডিয়োয় শুনুন বিক্ষুব্ধ ভোটকর্মীদের বক্তব্য

দুর্গাপুর মহকুমার যে বিধানসভা অঞ্চলগুলি আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তার DCRC কেন্দ্র করা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে । আজ সকাল থেকেই ভোটকর্মীদের লম্বা লাইন DCRC কেন্দ্রে । ভোটকর্মীদের মধ্যে যাঁরা SBI-এর গ্রাহক তাঁরাই শুধু বরাদ্দ 1420 টাকা পেয়েছেন । অভিযোগ, যাঁদের SBI ছাড়া অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁদের টাকা ঢোকেনি । স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ ভোটকর্মীদের একাংশ । তাঁরা বলেন, "আমরা যদি টাকা না পাই আগামীকাল ভোটকেন্দ্রে যাব না । " দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর, কাঁকসা, অন্ডাল এবং দুর্গাপুর- ফরিদপুর ব্লকের ভোটকেন্দ্রগুলিতে EVM, VVPAT ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে । তালিকা অনুযায়ী বুথে বুথে পাঠানো হচ্ছে ভোটকর্মীদেরও । দুর্গাপুর মহকুমায় মোট বুথের সংখ্যা 1093 টি । মোট ভোটার সংখ্যা 11 লাখেরও কিছু বেশি । যদিও DCRC কেন্দ্রের এক আধিকারিক পরাশর চ্যাটার্জি জানান, "সকাল থেকে ভোট কর্মীরা উৎসাহের সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন । কোনও ক্ষোভ নেই কর্মীদের মধ্যে।" বিক্ষুব্ধ ভোটকর্মীদের একজন বলেন, " আগে টাকা দিন পরে ভোট করাতে যাব ।" এখন দেখার এই সমস্যা সমাধানে কী পদক্ষেপ করে কমিশন?

দুর্গাপুর, 28 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন । আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রেও আগামীকাল নির্বাচন । এই কেন্দ্রের ভোটকর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের জন্য বরাদ্দ টাকা পাচ্ছেন না । কারণ সরকারের পক্ষ থেকে ভোটের কাজের জন্য বরাদ্দ 1420 টাকা SBI -এর মারফত দেওয়া হচ্ছে । ফলে যাঁদের SBI-এ অ্যাকাউন্ট নেই সেইসমস্ত ভোটকর্মীরা টাকা পাচ্ছেন না ।

ভিডিয়োয় শুনুন বিক্ষুব্ধ ভোটকর্মীদের বক্তব্য

দুর্গাপুর মহকুমার যে বিধানসভা অঞ্চলগুলি আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তার DCRC কেন্দ্র করা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে । আজ সকাল থেকেই ভোটকর্মীদের লম্বা লাইন DCRC কেন্দ্রে । ভোটকর্মীদের মধ্যে যাঁরা SBI-এর গ্রাহক তাঁরাই শুধু বরাদ্দ 1420 টাকা পেয়েছেন । অভিযোগ, যাঁদের SBI ছাড়া অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁদের টাকা ঢোকেনি । স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ ভোটকর্মীদের একাংশ । তাঁরা বলেন, "আমরা যদি টাকা না পাই আগামীকাল ভোটকেন্দ্রে যাব না । " দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর, কাঁকসা, অন্ডাল এবং দুর্গাপুর- ফরিদপুর ব্লকের ভোটকেন্দ্রগুলিতে EVM, VVPAT ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে । তালিকা অনুযায়ী বুথে বুথে পাঠানো হচ্ছে ভোটকর্মীদেরও । দুর্গাপুর মহকুমায় মোট বুথের সংখ্যা 1093 টি । মোট ভোটার সংখ্যা 11 লাখেরও কিছু বেশি । যদিও DCRC কেন্দ্রের এক আধিকারিক পরাশর চ্যাটার্জি জানান, "সকাল থেকে ভোট কর্মীরা উৎসাহের সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন । কোনও ক্ষোভ নেই কর্মীদের মধ্যে।" বিক্ষুব্ধ ভোটকর্মীদের একজন বলেন, " আগে টাকা দিন পরে ভোট করাতে যাব ।" এখন দেখার এই সমস্যা সমাধানে কী পদক্ষেপ করে কমিশন?

Intro:রাত পোহালেই এই রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। চতুর্থ দফায় আসানসোল এবং বর্ধমান- দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর এই দুই লোকসভা কেন্দ্রের জন্য দুর্গাপুর মহকুমার যে বিধানসভা অঞ্চল গুলি অন্তর্ভুক্ত তার ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে। নির্বাচনের ঠিক 24 ঘন্টা আগে সাজো সাজো রব এই ডিসিআরসি কেন্দ্রে। রবিবার সকাল থেকেই ভোট কর্মীদের লম্বা লাইন ডিসিআরসি কেন্দ্রে তাদের সহায়তার জন্য যে কর্মীরা কাজ করছেন তাদের নাভিশ্বাস উঠছে বৈশাখের তীব্র গরমে। ভোট কর্মীরা এবং ডিসিআরসি কর্মীরা অস্বস্তিকর পরিবেশে নিজেদের কাজ করে গেলেন। কিন্তু তার মাঝে হঠাৎ ঘটল ছন্দপতন। ভোট কর্মীদের অভিযোগ যাদের সরকারি ""স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া"" তে কোনো অ্যাকাউন্ট নেই তাদের ভোটের কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে যার পরিমাণ চৌদ্দশ কুড়ি টাকা (১৪২০)সেই টাকা তারা এখনো পর্যন্ত পাননি।আর যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক তারাই শুধুমাত্র এই টাকা পেয়ে গেছে। অন্যান্য ব্যাংকের গ্রাহক যারা তাদের এই একাউন্টে এই টাকা ঢোকেনি। স্বাভাবিক কারণেই ক্ষোভে ফেটে পড়েন বেশকিছু ভোট কর্মী।তারা দাবি জানান,""আমরা যদি টাকা না পাই আমরা ভোট কেন্দ্রে আগামীকাল যাব না। ""দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর, কাঁকসা, অন্ডাল এবং দুর্গাপুর- ফরিদপুর ব্লক এর ভোট কেন্দ্র গুলির ইভিএম, ভিভি প্যাড মেশিন এবং কর্মীদের পাঠানোর তালিকা অনুসারে তাদের পাঠানো হচ্ছে বুথে বুথে।দুর্গাপুর মহকুমার মোট বুথের সংখ্যা ১০৯৩ টি।এই বুথগুলির মোট ভোটার সংখ্যা ১১ লক্ষের কিছু বেশি।যদিও ডিসিআরসি কেন্দ্রের কর্মরত এক আধিকারিক পরাশর চ্যাটার্জি জানান" সকাল থেকে ভোট কর্মীরা উৎসাহের সাথে ডিসি থেকে তাদের দায়ীত্ম বুঝে নিচ্ছেন।কোনও ক্ষোভ নেই কর্মীদের।""কিন্তু কর্মীদের একাংশ যারা এস বি আই এর গ্রাহক নন তাদের অনান্য ব্যাঙ্ক আ্যকাউন্টে টাকা না ঢোকার কারনে তারা সন্দিগ্ধ যে আর তাদের আ্যকাউন্টে ১৪২০ টাকা ঢুকবেই না।অনেকেই বললেন ক্ষোভে রাগে "" চল বেগার খাটি""আবার অনেকেই বললেন "" আগে টাকা দিন পরে ভোট করাতে যাব।""এখন দেখার কিভাবে এই সমস্যার সমাধান করে কমিশন।।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.